বিজয় দিবসের অনুষ্ঠানে ভারতের পতাকার রং এবং ডিজাইনের শাড়ি কিসের লক্ষণ ?

লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ১৮ ডিসেম্বর, ২০১৪, ০৯:৪২:০৭ সকাল



ভারতীয় পতাকাই গায়ে জড়াতে হবে কেন ? কিসের লক্ষণ ?

বাংলাদেশ নামক রাষ্ট্র কি তাহলে ভারতীয় পতাকার অধীনে ?

বাংলাদেশের বিজয় দিবসের আলোচনা অনুষ্ঠানে

ভারতের পতাকার রংএবং ডিজাইনের শাড়ি পরে শেখ হাসিনা

বক্তব্য দিচ্ছেন। কয়েকটি দৈনিক পত্রিকায় প্রকাশিত ছবি।

বিজয় দিবস উপলক্ষে ১৭ ডিসেম্বর ২০১৪ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আওয়ামী লীগের আলোচনা সভায় শেখ হাসিনার এই ছবি গুলো।

























বিষয়: বিবিধ

২৪৬২২ বার পঠিত, ২৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

295410
১৮ ডিসেম্বর ২০১৪ সকাল ১০:১৮
যা বলতে চাই লিখেছেন : ভারতের পতাকা গায়ে জড়িয়ে স্বাধীনতা যুদ্ধের বিজয় দিবসে ভাষণ দিচ্ছেন ভারত কর্তৃক নিযুক্ত বাংলার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অপরদিকে সিলেটে বাংলার পতাকার আদলে একটি বিশেষ কোম্পানীর বিজয় দিবস উপলক্ষে জুতো তৈরী। এরপরও কি বাংলার বীর, নবীণ মুক্তিযোদ্ধারা জেগে উঠবে না!বাংলার মুক্তি সংগ্রামকে এই ছিনতাইকারী চক্র ও হাইজ্যাকার দের হাত থেকে রক্ষা করতে ঝাঁপিয়ে পড়বে না? প্রিয় ভাইকে অনেক ধন্যবাদ, স্বাধীনতা ছিনতাইকারীদের মুখোশ উম্মোচনে ভূমিকা রাখার মত পোষ্ট দেয়ার জন্য। Rose Rose
১৮ ডিসেম্বর ২০১৪ সকাল ১০:৪৮
238871
মাহফুজ মুহন লিখেছেন : শেখ হাসিনা বললেন - পতাকা নিয়ে আর কাউকে ছিনিমিনি খেলতে দেয়া হবে না’-- তাহলে এর জবাব কি দেবে আওয়ামিলীগ ?
৭ মার্চের ভাষণের শেষে জয় পাকিস্তান।
স্বাধীনতার ঘোষণা দিলে আমাকে রাষ্ট্র দ্রোহ মামলার আসামী করা হবে।
২৫ মার্চ রাতে পাকিস্তানে চলে গেলেন।
মুক্তিযোদ্ধ চলাকালীন সময়ে ১৫০০ পাকিস্তানি রুপি রেশন।
সজীব জয়ের জন্ম পাকিস্তানি সেনা তত্বাবদানে।
১৯৭১ সালে পাকিস্তানি সরকারের দেয়া সকল সুযোগ সুবিধা নিয়ে আনন্দে ছিলেন।
http://www.bdmonitor.net/blog/blogdetail/detail/2601/muhon/58945#.VJJcfSvF-Lk
সুত্র - বাম নেতা আহমেদ ছফা র বই , আহমেদ মুসার আদালতের কাঠগড়ায় আওয়ামিলীগ , সেক্টর কমান্ডার মেজর এম এ জলিলের অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা , আমার ফাসি চাই , একাত্তর ভেতরে বাহিরে , তাজ উদ্দিন আহমেদ নেতা ও পিতা।
১৮ ডিসেম্বর ২০১৪ সকাল ১১:০৭
238879
যা বলতে চাই লিখেছেন : প্রিয় ভাই, এবিষয়ে আরো বেশী করে লিখুন। মানুষ এই তথাকথিত চেতনা বাজ দের আসল চেতনা জানতে পারবে।
295412
১৮ ডিসেম্বর ২০১৪ সকাল ১০:২৩
সান বাংলা লিখেছেন : বাংলাদেশে এখন আ.লীগ নয় ভারত লীগ পাকিস্থান থেকে বাংলাদেশকে মিত্রবাহিনি সেজে আলাদা করেছে নিজেদেরর ব্যাবহারের জন্য সেটাই করছে।পাকি বন্দুর সাথে কন্ঠ মিলিয়ে বলতে হয় জিয়ো পাকিস্থান পাকি বন্দুর মেয়ের সাথে কন্ঠ মিলিয়ে বলতে হবে জয় হিন্দ!
আমি বুজিনা বাঙ্গালীদের সেই ৭১রের সাহস কোথায় গেল যে আজ এমন করুন ভাগ্য বড়ন করতে হচ্ছে বাঙ্গালীদের?
১৮ ডিসেম্বর ২০১৪ সকাল ১০:৫১
238872
মাহফুজ মুহন লিখেছেন : ভারতীয় পতাকাই গায়ে জড়িয়ে বিজয় দিবসে আওয়ামিলীগ। মনে প্রাণে ভারতের কথা প্রমানিত। তাহলে কি আমরা পাকিস্তানের সাথে হেরে ভারতের কাছে বন্দী। মনে হচ্ছে দাদাকে খুশি করার জন্য যা করার দরকার উনি তাই করে যাচ্ছেন। এগিয়ে যাও ডিজিটাল বাংলাদেশ। চেতনা শুধু কককক মঞ্চে
295413
১৮ ডিসেম্বর ২০১৪ সকাল ১০:২৬
Sada Kalo Mon লিখেছেন : যার অধিনে চলছে তার পতাকা গায়ে দিয়েছে... আর পাকিস্তান তো ভারতের কাছে আত্নসমর্পণ করেছে তাই হয়তো তার পতাকা গায়ে দিয়েছে..., কিছুই বলার নাই..., আমাদের দ্বিতীয় প্রজম্নের চুক্তিযুদ্ধাদের চেতনায় ঠাড়া পড়েছে তাই তারা মুখে কুলুপ এটে নিশ্চুপ হয়ে আছে...!! Tongue
“সাবাস বাংলার নেত্রী
বাংলাদেশ ভারত হওয়ার
আর কতা দেরি”
১৮ ডিসেম্বর ২০১৪ সকাল ১০:৫৩
238873
মাহফুজ মুহন লিখেছেন : “সাবাস Don't Tell Anyone Don't Tell Anyone নেত্রী
বাংলাদেশ ভারত হওয়ার
আর কতা দেরি” --- চেতনার বানিজ্য দেখে মনে হচ্ছে আহারে ভারতের প্রদেশ
১৮ ডিসেম্বর ২০১৪ সকাল ১১:০৭
238880
Sada Kalo Mon লিখেছেন : হ্যাঁ.... বাংলাদেশ ভারতের একটা প্রদেশ-ই তো!!
295434
১৮ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:৫৯
মোহাম্মদ গোলাম ছাকলাইন লিখেছেন : ভারতীয় পতাকা ডিজাইনের শাড়ী গায়ে দিয়ে একজন সম্মানী বাংলাদেশী রাজনীতিকের সমালোচনা মানায় না।
১৯ ডিসেম্বর ২০১৪ রাত ০২:৫৫
239123
মাহফুজ মুহন লিখেছেন : হা হা , টিক কথা বললেন। ভারতীয় পতাকা ডিজাইনের শাড়ী গায়ে দিয়ে লেন্দুপ দর্জী চেতনা- @@@@@ বাংলাদেশী রাজনীতিকের সমালোচনা মানায় না। দাদা কি এখন খুশি ?
১৯ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:৪২
239231
মোহাম্মদ গোলাম ছাকলাইন লিখেছেন : মাহফুজ ভাই সম্ভবত আপনি আমার মন্তব্যের ভুল ব্যাখ্যা করেছেন।
295468
১৮ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৪:২২
ইবনে আহমাদ লিখেছেন : ভাই এটা বাকশালীদের চেতনা। মহান! ভারতের খেদমতগার একজন প্রধানমন্ত্রী ১৬ কোটি মানুষের ৫% মানুষের নেত্রী। লেন্দুপ দর্জী এরকম করে নাই।
১৯ ডিসেম্বর ২০১৪ রাত ০২:৫৬
239124
মাহফুজ মুহন লিখেছেন : বিজয় দিবসের অনুষ্ঠানে ভারতের পতাকার রং এবং ডিজাইনের শাড়ি কিসের লক্ষণ ? ১০০ ভাগ লেন্দুপ দর্জী হতে আর কত দেরি?
295477
১৮ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৪:৫৫
ইবনে হাসেম লিখেছেন : সুতরাং এত কিছু দেখার পরে একথা এখন ১০০ ভাগ নিঃসন্দেহে স্বীকার করতেই হয় যে, ৭১ এ জামায়াতে ইসলামী ভারতের সহায়তায় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করে ঠিক কাজ করেছিল।
১৯ ডিসেম্বর ২০১৪ রাত ০২:৫৭
239125
মাহফুজ মুহন লিখেছেন : ভেবে দেখলেই তো তাই মনে হয়
295535
১৮ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:১২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এটা যে আসলে তাদেরই বিজয় দিবস!!!
১৯ ডিসেম্বর ২০১৪ রাত ০২:৫৯
239126
মাহফুজ মুহন লিখেছেন : তাদের বিজয় হলে আমাদের চেতনা কৈ ?লেন্দুপ দর্জীর কাছে লিজ ?
295567
১৮ ডিসেম্বর ২০১৪ রাত ১০:০৫
শেখের পোলা লিখেছেন : আজকে পরণে আছে সামনে একদিন হঠাৎ দেখবেন সংসদের বা বঙ্গভবনের শিখরে ঐ শাড়িখানাই পৎ পৎ করে উড়ছে৷ মনকে শক্ত করুন, চেতনার শিকড়তো এটাই৷
১৯ ডিসেম্বর ২০১৪ রাত ০২:৫৯
239127
মাহফুজ মুহন লিখেছেন : বাকি আছে না কি ?
295618
১৯ ডিসেম্বর ২০১৪ রাত ০১:৪২
কাঁচের বালি লিখেছেন : মুক্তিযুদ্ধ আর রাজাকার চেতনার চিড়া যতই হাসিনা জনগনকে ভিজিয়ে খাওয়াক না কেন লাভ নাই ?
বিজয় দিবসে নিজের দেশে দাড়িয়ে ভারতের পতাকার শাড়ি পরে হাসিনা আসল মুক্তিযোদ্ধা আর স্বাধীনতা কে চরম অপমান করেছে, তিনি কি বোঝাতে চেয়েছেন ? আমাদের এই বিজয় ভারতের দানে পাওয়া ? তাই বিজয়ের দিনে পতাকা গাঁয়ে জড়িয়ে স্বাধীনতাকে হাসিনা উৎযাপন করলেন ।

১৯ ডিসেম্বর ২০১৪ রাত ০৩:০০
239128
মাহফুজ মুহন লিখেছেন : মুক্তিযোদ্ধা আর স্বাধীনতা কে চরম অপমান করেছে, তিনি কি বোঝাতে চেয়েছেন ? জবাব বাংলাদেশ নামক রাষ্ট্র কি তাহলে ভারতীয় পতাকার অধীনে
১০
295746
১৯ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৫:৩৯
সুশীল লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১১
295750
১৯ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৫:৫৭
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : তিনি যে মনের মাঝে কোন চেতনা নিয়ে আছেন সেটাই বুঝলো বাংলার মানুষ।
১২
296351
২২ ডিসেম্বর ২০১৪ সকাল ০৯:০৫
sarkar লিখেছেন : ৭১ যারা মুক্তি যুদ্ধের বিরুধিতা করেছিল তারা রাজাকার।আজ যারা জাতীয় পতাকার অবমাননা করে তারা কি??? নিশ্চয় দেশদ্রোহী।এর জন্য হাসিনাকে একদিন জাতির কাছে জবাব দিহি করতে হবে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File