পতাকা নিয়ে আর কাউকে ছিনিমিনি খেলতে দেয়া হবে না’-- তাহলে এর জবাব কি দেবে আওয়ামিলীগ ?

লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ১৫ ডিসেম্বর, ২০১৪, ১২:৩৭:১১ রাত



শেখ হাসিনা বললেন - পতাকা নিয়ে আর কাউকে ছিনিমিনি খেলতে দেয়া হবে না’।

বিরোধী জোটের প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পাকিস্তানের দালালরা যেন আর ক্ষমতায় আসতে না পারে সে জন্য দেশবাসীকে সতর্ক থাকতে হবে। লাখো শহীদের রক্তে রঞ্জিত এই পতাকা নিয়ে আর কাউকে ছিনিমিনি খেলতে দেবো না। দরকার হলে বুকের রক্ত দেবো। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আওয়ামী লীগ আয়োজিত শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

১৫৪ জন বিনা ভোটে এমপি , মন্ত্রী। জনগনের ভোটের অধিকার কোথায় ?

শেখ হাসিনা , স্পিকার সহ সবাই কেন বিনা ভোটে ক্ষমতায় ?

তাহলে এর জবাব কি দেবে আওয়ামিলীগ ?

(১)৭ মার্চের ভাষণের শেষে জয় পাকিস্তান।

(২)স্বাধীনতার ঘোষণা দিলে আমাকে রাষ্ট্র দ্রোহ মামলার আসামী করা হবে।

(৩)২৫ মার্চ রাতে পাকিস্তানে চলে গেলেন।

(৪)মুক্তিযোদ্ধ চলাকালীন সময়ে ১৫০০ পাকিস্তানি রুপি রেশন।

(৫)সজীব জয়ের জন্ম পাকিস্তানি সেনা তত্বাবদানে।

(৬)১৯৭১ সালে পাকিস্তানি সরকারের দেয়া সকল সুযোগ সুবিধা নিয়ে আনন্দে ছিলেন ।

প্রমান -

১৯৭১ সালে পাকিস্তানিদের তান্ডবের মুখে ঠেলে দিয়ে আওয়ামীলীগের নেতারা ভারতে চলে যান। আর সেটাই ছিল আওয়ামীলীগের পূর্ব পরিকল্পিত।



মুক্তি যোদ্ধের সময় আওয়ামীলীগের নেতাদের লুটপাটের কাহিনী

মুক্তিযোদ্ধের পূর্ব বর্তী সময়ে আওয়ামীলীগের নেপথ্যের নায়কদের সাথে ভারতের চুক্তির কথা



৭ মার্চ ১৯৭১ - শেখ মুজিবুর রহমান ভাষণের শেষে

জিয়ে পাকিস্থান , জয় পাকিস্থান বলেছিলেন .....


=== প্রমান ===

(১) ১৯৬৮ -৬৯ সালে আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমেনা বেগম

জাতীয় প্রেসক্লাবের এক সভায় বলেছিলেন শেখ মুজিবুর রহমান ভাষণের শেষে “জয় পাকিস্তান” বলেছিলেন।

সাপ্তাহিক বিচিত্রা ৫/১১/১৯৭৬

(২) সাংবাদিক নির্মল সেন তাঁর বই আমার জীবনে একাত্তর,প্রকাশকঃ বর্তমান সময়, বইয়ের পৃ ১১ লিখেছেন ৭ মার্চ ১৯৭১ ভাষণের শেষে মুজিব “জয় পাকিস্তান” বলেছিলেন।

(৩) সাংবাদিক (আতাউস সামাদ ‘যেভাবে আমরা পেলাম দিনটি’ কলামে (সূত্রঃ যুগান্তর, ০৭/০৩/১১) ‘জিয়ে পাকিস্তান’ বলেছিলেন বলে উল্লেখ করেন।

(৪) অলি আহাদের জাতীয় রাজনীতি ১৯৪৫ থেকে ৭৫ বইয়ের ৩৮৬ পৃষ্ঠা, ৪র্থ সংস্করণ- ফেব্রুয়ারী ২০০৪ তেও ভাষণের শেষে “জয় পাকিস্তান” এর উল্লেখ আছে।

(৫) A sector commanderremembers Bangladesh Liberation War 1971 কর্নেল নূরুজ্জামান লিখেছেন যে মুজিব পাকিস্তান জিন্দাবাদ ( ‘জিয়ে পাকিস্তান’ ) বলেই ভাষণ শেষ করেছিলেন।

(৬) মুক্তিযোদ্ধা শাহ মোয়াজ্জেম হোসেন , ছাত্রলীগের সভাপতি , আওয়ামীলীগের প্রথম সরকারী দলের চীপ হুইপ তার আত্মকথা বইয়ে বলেছি বলছি বলবো পৃষ্টা - ৩৭ লিখেছেন - শেখ মুজিবুর রহমান ভাষণের শেষে জিয়ে পাকিস্থান বলেন ।



(৭)
১৯৯৭ সালের ২ মার্চ " মুক্তি যোদ্ধা চেতনা মঞ্চ " আয়োজনে আলোচনা সভায় জাসদের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আরেফ আহমেদ বলেছিলেন - ১৯৭১ সালের ৭ মার্চ ভাষণের শেষে শেখ মুজিবুর রহমান জিয়ে পাকিস্থান বলেছিলেন। কাজী আরেফের বক্তব্য ১৯৯৭ সালের ৩ মার্চের জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়।

(৮) সাবেক প্রধান বিচারপতি ও কেয়ারটেকার সরকারের প্রধান (১৯৯৬) মোহাম্মদ হাবিবুর রহমানের বই " বাংলাদেশের তারিখ " (পৃষ্ঠা ৩৮ ) উল্লেখ আছে - শেখ মুজিব ৭ মার্চের ভাষণের পর জয় পাকিস্থান বলেন।



দিল্লির কথা মত আওয়ামিলিগ সংবিধান রচনা করে। ভারতীয় চক্রের কাছে প্রথমেই দেশ কে তুলে দেয় আওয়ামিলীগ



সুত্র - বাম নেতা আহমেদ ছফা র বই , আহমেদ মুসার আদালতের কাঠগড়ায় আওয়ামিলীগ , সেক্টর কমান্ডার মেজর এম এ জলিলের অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা , আমার ফাসি চাই , একাত্তর ভেতরে বাহিরে , তাজ উদ্দিন আহমেদ নেতা ও পিতা।



শেখ হাসিনা এবং তার সহযোগীরা চেতনার বানিজ্য করার উপায় হিসাবে পতাকা , স্বাধীনতার দোহাই দেন। কথায় কথায় জমায়াত কে গালি দেন। নিষিদ্ধ করা দাবি করেন। কিন্তু আওয়ামীলীগের সাথে থাকলে সঙ্গী। অন্যের সাথে জামায়াত থাকলে জঙ্গি , রাজাকার। বাহ সেকুলাস চেতনা। ছবি কি বলে ?



বিষয়: বিবিধ

২৮৩১ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

294449
১৫ ডিসেম্বর ২০১৪ সকাল ০৬:১০
শেখের পোলা লিখেছেন : সব বিষয়ের সময় নির্দিষ্ট থাকে৷ কোনটার আগে কোনটা ঘটার উপায় নেই৷ অতএব, অপেক্ষা৷
১৮ ডিসেম্বর ২০১৪ সকাল ১১:১৩
238886
মাহফুজ মুহন লিখেছেন : নিজের জন্য সব জায়েজ তার নাম হাসিনা। জনগনের কাছে একবার যান , দেখেন জনগণ কি বলে। খয়রাতি এমপি , এমন কি শেখ হাসিনা বিনা ভোটের মন্ত্রী --- তিনি পতাকার কথা বলেন , চরম বিনোদন দিয়েই যাচ্ছেন।
294806
১৬ ডিসেম্বর ২০১৪ সকাল ০৯:১৭
কাঁচের বালি লিখেছেন : কেউ পতাকা নিয়ে ছিনিমিনি খেলেন না ! হাসিনারে দেশটাকে নিয়ে খেলতে দেন Chatterbox
এতো প্রমাণ এরপর ও ওদের মিথ্যাচার থামবে না ।
১৮ ডিসেম্বর ২০১৪ সকাল ১১:১২
238885
মাহফুজ মুহন লিখেছেন : পতাকা কারো বাপের সম্পদ নয় -- জনতার বক্তব্য।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File