প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম ভুল !!
লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ২৯ নভেম্বর, ২০১৪, ০৩:৩১:০৮ দুপুর
ডিজিটাল তেলেসমাতি। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম ভুল। আইটি বিশেষজ্ঞদের মগজে ভুল ইংরেজি।
Ministry of Defence
এবং Ministry of Deference
বলতে কি সেটাও তারা জানে না।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ইংরেজি নাম মিনিস্ট্রি অব ডিফারেন্স! - See more at: http://www.dailynayadiganta.com/details.php?nayadiganta=ODk3MjM=&s=MTc=#sthash.3fJHlsCz.dpuf
নয়া দিগন্তে সংবাদ প্রকাশের পর মন্ত্রণালয়ের নাম সংশোধন।
এর আগে সেখানে মন্ত্রণালয়ের নাম মিনিস্ট্রি অব ডিফেন্সের (Ministry of Defence)
পরিবর্তে লেখা হয়েছিল মিনিস্ট্রি অব ডিফারেন্স
(Ministry of Deference)।
http://www.dailynayadiganta.com/details.php?nayadiganta=ODk3NDA=&s=MTc=
আজ সকালে নয়া দিগন্তের অনলাইন সংস্করণে বিষয়টি তুলে ধরে একটি সংবাদ প্রকাশিত হয়। এরপর দুপুরেই সাইটটিতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম সংশোধন করে লেখা হয়।
বিষয়: বিবিধ
১৩৭৮ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এই দেশের তো এখন সেনাবাহিনি বলতে কিছু নাই। সেই জন্য এই দেশটা ডিফারেন্ট!!!
মন্তব্য করতে লগইন করুন