প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম ভুল !!

লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ২৯ নভেম্বর, ২০১৪, ০৩:৩১:০৮ দুপুর



ডিজিটাল তেলেসমাতি। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম ভুল। আইটি বিশেষজ্ঞদের মগজে ভুল ইংরেজি।

Ministry of Defence

এবং Ministry of Deference

বলতে কি সেটাও তারা জানে না।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ইংরেজি নাম মিনিস্ট্রি অব ডিফারেন্স! - See more at: http://www.dailynayadiganta.com/details.php?nayadiganta=ODk3MjM=&s=MTc=#sthash.3fJHlsCz.dpuf



নয়া দিগন্তে সংবাদ প্রকাশের পর মন্ত্রণালয়ের নাম সংশোধন।

এর আগে সেখানে মন্ত্রণালয়ের নাম মিনিস্ট্রি অব ডিফেন্সের (Ministry of Defence)

পরিবর্তে লেখা হয়েছিল মিনিস্ট্রি অব ডিফারেন্স

(Ministry of Deference)।



http://www.dailynayadiganta.com/details.php?nayadiganta=ODk3NDA=&s=MTc=

আজ সকালে নয়া দিগন্তের অনলাইন সংস্করণে বিষয়টি তুলে ধরে একটি সংবাদ প্রকাশিত হয়। এরপর দুপুরেই সাইটটিতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম সংশোধন করে লেখা হয়।

বিষয়: বিবিধ

১৩৮৭ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

289535
২৯ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৩৩
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : Big Grin Big Grin Big Grin মানুষ মাত্রেই ভুল হয় ( ম্যান ইজ মরটাল ) বিষয়টা আপনার জানা দরকার।
২৯ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৩৭
233195
মাহফুজ মুহন লিখেছেন : মানলাম। কিন্তু রাষ্ট্রের একটি দফতরের নাম ভুল ? সেটা আবার আইটির বন্যায় ভেসে যাচ্ছে নয় কি ?
289541
২৯ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৩৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
এই দেশের তো এখন সেনাবাহিনি বলতে কিছু নাই। সেই জন্য এই দেশটা ডিফারেন্ট!!!
২৯ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৫৮
233217
মাহফুজ মুহন লিখেছেন : ডিজিটাল বিদেশী আইটি উপদেষ্টার বন্যায় সব কিছু উলট পালট। মেধাহীন কাজের এই সেই নমুনা।
289550
২৯ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৪৮
চোরাবালি লিখেছেন : লাভ ইজ মরটাল----------
২৯ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৫৯
233218
মাহফুজ মুহন লিখেছেন : বিশেষ প্রেম ? তাহলে কি দেশের স্পর্শ কাতর মন্ত্রনালয় নিয়ে এত উদাসীন , তামাশা ?
289570
২৯ নভেম্বর ২০১৪ বিকাল ০৪:১৭
হতভাগা লিখেছেন : অল্প বিদ্যা ভয়ংকরি
290441
০২ ডিসেম্বর ২০১৪ সকাল ০৭:৫৮
কাঁচের বালি লিখেছেন : জনগণের টাকা বসে বসে খেতে কিন্তু ওদের একদম ভুল হয় না !!!!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File