কামারুজ্জামানের ফাঁসি বাতিলের আহবান লর্ড এভিবুরির এবং সত্য অনুসন্ধান করুন, কামারুজ্জামানের আহ্বান
লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ০৬ নভেম্বর, ২০১৪, ০১:০৩:০২ দুপুর
কামারুজ্জামানের মৃত্যুদণ্ডাদেশ বাতিলের আহ্বান হাউজ অব লর্ডস’র সদস্যের ..
বৃটিশ পার্লামেন্টের মানবাধিকার সংক্রান্ত কমিটির ভাইস চেয়ারম্যান এবং বৃটিশ হাউজ অব লর্ডস এর সদস্য লর্ড এভিবুরি জানিয়েছেন - কামারুজ্জামানের ফাঁসি বাতিল করে তার আইনি অধিকার নিশ্চিত করা জরুরি ....
Bangladesh: Death Sentences
http://my-silbury.co.uk/?p=96
কামারুজ্জামানের ফাঁসি বাতিলের আহবান লর্ড এভিবুরির ....
বৃটিশ পার্লামেন্টের মানবাধিকার সংক্রান্ত কমিটির ভাইস চেয়ারম্যান এবং বৃটিশ হাউজ অব লর্ডস এর সদস্য লর্ড এভিবুরি জানিয়েছেন - কামারুজ্জামানের ফাঁসি বাতিল করে তার আইনি অধিকার নিশ্চিত করা জরুরি ....
বৃটিশ পার্লামেন্টের মানবাধিকার সংক্রান্ত কমিটির ভাইস চেয়ারম্যান এবং বৃটিশ হাউজ অব লর্ডস এর সদস্য লর্ড এভিবুরি জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসি বাতিল করে তার আইনি অধিকার নিশ্চিত করার আহবান জানিয়েছেন।
বুধবার এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, ‘আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অতি সম্প্রতি জামায়াতের আমিরসহ দুই জনকে মৃত্যুদণ্ড প্রদান করেছে। অন্যদিকে দেশের সর্বোচ্চ আদালত, জামায়াতের সহকারী সেক্রেটারি জনাব মুহাম্মাদ কামারুজ্জামানের বিরুদ্ধে একই ট্রাইব্যুনাল থেকে পূর্বে দেয়া মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছে। জনাব কামারুজ্জামান একটি সাপ্তাহিক পত্রিকার সম্পাদক এবং ইতোপূর্বে এফসিও কর্তৃক আমন্ত্রিত হয়ে তিনি বেশ কয়েকবার যুক্তরাজ্য ভ্রমণ করেছেন।’
বিবৃতিতে তিনি উল্লেখ করেন; ‘বাংলাদেশের এটর্নি জেনারেল মাহবুবে আলম জানিয়েছেন, কামারুজ্জামানের ফাঁসি কার্যকর এখন সময়ের ব্যপার মাত্র। তবে আমরা মনে করি, যে কোন চূড়ান্ত বাস্তবায়নের আগে নিম্নোক্ত আইনি পদক্ষেপগুলো গ্রহণ করা জরুরি :
১. সুপ্রীম কোর্টের আপিল বিভাগের বিচারপতিদের অবশ্যই পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে জানাতে হবে যে কি কি কারণে তারা কামারুজ্জামানের বিরুদ্ধে দেয়া ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখলেন।
২. পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হওয়ার পর তা অভিযুক্তকে দিতে হবে এবং সংবিধানের ১০৫ অনুচ্ছেদ অনুযায়ী এরপর থেকে ৩০ দিনের মধ্যে তাকে সেই রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করার সুযোগ দিতে হবে।
৩. তারপর পরবর্তী ৭ কর্মদিবসের মধ্যে অভিযুক্তকে রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করার সুযোগও দিতে হবে।
ইতোমধ্যেই জনাব কামারুজ্জামানকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে। সাধারণত এখানেই যাবতীয় ফাঁসির আদেশ কার্যকর করা হয়। তাই এই স্থানান্তর থেকে ধারণা করা যাচ্ছে যে, কর্তৃপক্ষ তড়িঘড়ি করে এই মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করতে চায়।
বিবৃতিতে তিনি আরো বলেন, ‘আমি সংশ্লিষ্ট আইনি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যাতে জনাব কামারুজ্জামানকে সব ধরনের আইনি অধিকার প্রাপ্তির সুযোগ দেয়া হয়। একই সঙ্গে আমি বাংলাদেশের রাষ্ট্রপতিকে সব ধরনের মৃত্যুদণ্ডাদেশ রদ করার জন্য উদাত্ত আহবান জানাচ্ছি।’
লিঙ্ক :
http://shar.es/10xAVL
- See more at: http://www.sheershanews.com/2014/11/05/56937#sthash.IDc5rnTz.dpuf
জীবনে কখনো সোহাগপুর যাইনি: কামারুজ্জামান
মুহাম্মদ কামারুজ্জামান বলেছেন, “আমি জীবনে কখনো সোহাগপুরে যাইনি। এবং এই বিচার হওয়ার পরই আমি প্রথম সোহাগপুরের নাম শুনেছি।”
মুহাম্মদ কামারুজ্জামানের সঙ্গে আপিলের রায়ের বিষয়ে আলাপ-আলোচনার জন্য সাক্ষাৎ করতে গেলে বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টার দিকে তার আইনজীবীদের কাছে এ কথা বলেন কামারুজ্জামান।
লিঙ্ক :
http://shar.es/10xAVL
সত্য অনুসন্ধান করুন, কামারুজ্জামানের আহ্বান
সাক্ষাতের সময় আইনজীবীদের মাধ্যমে কামারুজ্জামান একাত্তরে মুক্তিযুদ্ধকালীন যুদ্ধাপরাধের বিষয়ে নতুন প্রজন্ম ও দেশবাসীকে সত্য অনুসন্ধানের আহ্বান জানিয়েছেন। বলেছেন, ‘এদেশে ইসলাম বিজয়ী হবেই, হবে।’
http://www.rtnn.net/bangla//newsdetail/detail/1/1/92632#.VFsartthDcA
বিষয়: বিবিধ
১০৬৪ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সুরন্জিত বলেছিলো-বাঘে ধরলেও ছাড়ে,শেখ হাসিনা ধরলে ছাড়ে না।
মন্তব্য করতে লগইন করুন