'বেশি বয়সে বিয়ে করে উদ্দীপনা বেশি পাচ্ছি'
লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ৩০ অক্টোবর, ২০১৪, ০২:৪৭:০৭ দুপুর
'বেশি বয়সে বিয়ে করে উদ্দীপনা বেশি পাচ্ছি'
আরো আগে অর্থাৎ সঠিক সময়ে বিয়ে করলে যে উৎসাহ, উদ্দীপনা পেতাম বেশি বয়সে বিয়ে করে তার চেয়ে আরো বেশি উদ্দীপনা পাচ্ছি।
http://shar.es/102LQI
সব কিছু ঠিকঠাক, বাকি শুধু কালেমা পাঠ
http://shar.es/10qnMt
মুজিবুল হক মুজিবের (৬৭) বিয়ে শুক্রবার। বিয়ে নিয়ে তার নিজ গ্রামের বাড়ি কুমিল্লার পাশাপাশি দেশজুড়ে কৌতূহল দেখা দিয়েছে। সব কিছু ঠিকঠাক, বাকি শুধু মন্ত্রপাঠ। মন্ত্রীর বিয়ে নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় শেষ হবে শুক্রবার দুপুর ২টায়।
এদিকে কনে হনুফা আক্তার রিক্তার (২৯) বাবার বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলার গল্লাই ইউনিয়নের মিরাখলা গ্রামেও বর্ণাঢ্য আয়োজন করা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে ঢাকা-চট্টগ্রামের মহাসড়কের জেলার কুটুম্বপুর বাস স্টেশন থেকে কনের বাড়ি পর্যন্ত বিভিন্ন পয়েন্টে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। তারা ভিআইপিসহ অন্যান্য অতিথিদের নিরাপত্তা নিশ্চিত করবেন।
অতিথিদের অভ্যর্থনা জানাতে বিয়ে বাড়ির প্রধান ফটকে উভয়পক্ষ থেকে একাধিক ব্যক্তি দায়িত্ব পালন করবেন। তারা অতিথিদের আমন্ত্রণের বিষয়টি নিশ্চিত করে ভেতরে প্রবেশের সুযোগ দেবেন। আমন্ত্রণ ছাড়া কোনো ব্যক্তি বিয়ে বাড়িতে প্রবেশ করার সুযোগ পাবেন না। কনের বাড়ির সব আয়োজনের দায়িত্ব পালন করছেন কনের খালাত ভাই কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির নেতা লুৎফুর রেজা খোকন।
মুজিবুল হক মুজিব (৬৭) , এদিকে কনে হনুফা আক্তার রিক্তার (২৯) ।
বিষয়: বিবিধ
১০২৪ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আছেতো!
মন্তব্য করতে লগইন করুন