ভারতের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো-সিবিআই - রাজাকার তাই না ? চেতনার মুখে কালিমা দিয়েছে ভারত।
লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ১৬ অক্টোবর, ২০১৪, ১০:৩২:৪৭ রাত
চেতনার কারবারীরা গেল কই ?
এখন চিত্কার করে বলে নে -
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় - তুই রাজাকার ।
ভারতের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো-সিবিআই - তুই রাজাকার।
বিশেষ একটি গোষ্ঠী জঙ্গি জুজুর ভয় দেখিয়ে জাতিকে অন্ধকারে রেখে লুটপাট করে যাচ্ছে।
আসলে দেশে বিদেশে যাই হবে কিছু বেকুবেরা শুধু জামায়াতের সম্পর্ক খুঁজে ।
বিগত বেশ কিছুদিন ধরে কয়েকটি হলুদ সংবাদমাধ্যম দাবি করে আসছিল, ওই ফান্ডের অর্থ বাংলাদেশে র বিনা ভোটের ক্ষমতাসীন শেখ হাসিনার সরকারকে অস্থিতিশীল করতে পাঠানো হয়েছে জামায়াতে ইসলামীর কাছে।
সারদার টাকা বাংলাদেশে আসেনি: সিবিআই
১৫ অক্টোবর,২০১৪
http://www.rtnn.net/bangla//newsdetail/detail/1/1/91115#.VD_uYKe8mGh.twitter
সারদা চিট ফান্ডের অর্থ বাংলাদেশে জঙ্গি গোষ্ঠীগুলোর কাছে আসার পক্ষে কোনো প্রমাণ পায়নি ভারতের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো-সিবিআই।
সিবিআই এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে। বার্তা সংস্থা পিটিআই এ খবর দিয়েছে ।
সিবিআই সূত্রগুলো জানায়, তারা এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি রিপোর্ট জমা দিয়েছেন। তাতে পরিষ্কার বলা হয়েছে, তারা বাংলাদেশে অর্থ স্থানান্তরের কোনো প্রমাণ পাননি।
কেন্দ্রীয় সরকারের নির্দেশে এ তদন্ত করে সিবিআই। এতে তারা বলেছে, জামায়াতে ইসলামীসহ কোনো সন্ত্রাসী-জঙ্গি গ্রুপের কাছে অর্থ যাওয়ার কোনো ঘটনা তাদের চোখে পড়েনি।
বিষয়: বিবিধ
১২৯৫ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আর আমাদের মিডিয়া ফালায় ছাগলের তিন নম্বর বাচ্চার মত।
বাংলাদেশের জনগণ এখন তিনভাগ
মানুষ, অমানুষ এবং... না, থাক
মন্তব্য করতে লগইন করুন