হুসেইন মুহাম্মদ এরশাদের শিক্ষাগত সনদ রহস্য
লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ১৫ অক্টোবর, ২০১৪, ১২:৩৬:১৮ রাত
সাধারণ ডায়েরিতে এরশাদ উল্লেখ করেছেন ১৯৯০ সালের ১২ ডিসেম্বর তৎকালীন সেনাভবন থেকে তার এসএসসি থেকে স্নাতক পর্যন্ত সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদসহ সকল প্রকার জরুরি কাগজপত্র হারানো গিয়েছে।
১৮ বছর পর এসে তার এ ‘জরুরি ভিত্তি’ শব্দ ব্যবহার।
খবর নিয়ে জানা গেছে, সকল প্রকার কাগজপত্র হারিয়ে যাওয়ায় সাধারণ ডায়েরিতে এরশাদ পরীক্ষা সমূহের রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ করতে পারেন নি।
দশম সংসদ নির্বাচনে হলফনামায় এরশাদ নিজেকে বি.এ (স্নাতক) পাস বলে উল্লেখ করেছেন। কিন্তু তিনি তার শিক্ষাগত যোগ্যতার কোনো সনদ নির্বাচন কমিশনে জমা দেননি। সনদের পরিবর্তে ২০০৮ সালের ১৯ ডিসেম্বর ক্যান্টনমেন্ট থানায় দায়ের করা একটি সাধারণ ডায়েরি নম্বর উল্লেখ করেছেন এরশাদ।
(১) দশম সংসদ নির্বাচনের হলফনামায় লেখা আছে, ‘‘আমার (এরশাদ) সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা বি, এ (পাশ) এবং সার্টিফিকেট হারিয়ে যাওয়ায় থানার সাধারণ ডায়েরি করা হয়েছে। যার নং-৮৪২। এ নির্বাচনে তিনি শিক্ষাগত সনদের পরিবর্তে থানায় করা সাধারণ ডায়েরির কপি সংযুক্ত করেছেন।
(২) নবম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে নির্বাচন করেন এরশাদ। এ নির্বাচনে তিনি কমিশনে দেয়া হলফনামায় একই কথা উল্লেখ করেছেন। এসময়ও তিনি লিখেছেন, ‘‘আমার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা বি, এ (পাশ) এবং সার্টিফিকেট হারিয়ে যাওয়ায় থানার সাধারণ ডায়েরি করা হয়েছে। যার নং-৮৪২। এ নির্বাচনেও তিনি একই তারিখের সাধারণ ডায়েরির কপি সংযুক্ত করেছেন।
(৩) নবম জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-২ আসন থেকেও প্রতিদ্বন্দ্বিতা করেছেন হুসেইন মুহাম্মদ এরশাদ। এ আসনে জমা দেয়া হলফনামায় তিনি উল্লেখ করেছেন, ‘‘আমার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা বি, এ (পাশ) এবং সার্টিফিকেট হারিয়ে যাওয়ায় জরুরিভিত্তিতে উঠানো সম্ভব না হওয়ায় ক্যান্টনমেন্ট থানায় করা ওই সাধারণ ডায়েরির কপি সংযুক্ত করেছেন।
(৪) নবম জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ আসন থেকেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন হুসেইন মুহাম্মদ এরশাদ। আর এ আসনে দেয়া হলফনামায়ও শিক্ষাগত যোগ্যতার ঘরে রয়েছে তথ্যের গরমিল।
নবম সংসদের ঢাকা-১৭ ও কুড়িগ্রাম-২ আসনের হলফনামায় সাধারণ ডায়েরির কপি সংযুক্তির কথা উল্লেখ করলেও একই নির্বাচনে রংপুর-৩ আসনের হলফনামায় তিনি শিক্ষাগত যোগ্যতার ঘরে ভিন্ন তথ্য দিয়েছেন।
এখানে এরশাদ উল্লেখ করেছেন, ‘‘আমার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা বি, এ ( পাশ) এবং সার্টিফিকেটের সত্যায়িত কপি এতদসংগে সংযুক্ত করিলাম’’।
তথ্য সুত্র - শীর্ষ নিউজ
বিষয়: বিবিধ
২৪৮৩ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নতুন তথ্য জানানোর জন্য আপনাকে আবারো ধন্যবাদ ।
মন্তব্য করতে লগইন করুন