ভারতে কে হারিয়ে দেশবাসীকে আনন্দ দিয়েছে ফিলিস্তিনিরা

লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ০৭ অক্টোবর, ২০১৪, ০৩:২১:০৩ দুপুর



ফিলিস্তিন ৩-২ গোলে ভারতকে হারিয়েছে।

(০৭ অক্টোবর,২০১৪)

ভারতে জিতে দেশবাসীকে আনন্দ দিতে চায় ফিলিস্তিনিরা।

(০৬ অক্টোবর,২০১৪)

ভারত ফুটবল দলকে হারিয়ে কথা রাখল ফিলিস্তিন ।

(০৭ অক্টোবর,২০১৪)

বর্বর ইসরাইলি হামলায় ফিলিস্তিনের ফুটবল দলের বেশ কিছু সদস্য শহীদ হয়েছেন । দলের প্রধান কোচের বাড়ি ইসরাইলি বোমায় উড়িয়ে দেয়া হয়েছে । অনেক খেলোয়াড় গ্রেপ্তার হয়েছেন। ফলে প্রধান প্রথম একাদশের অধিকাংশই দলের সঙ্গে ভারতে আসতে পারেননি।

তা সত্বেও ৩- ২ ভারতকে পরাজিত করেছে ফিলিস্তিন।

ম্যাচ শেষে ফিলিস্তিনীয় কোচ সায়েব জোন্ডেকি বলেন - ‘অনেকেই খেলা শুরুর আগে ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতি সত্বেও আমাদের ফুটবল খেলতে আসার মানসিকতার তারিফ করেছেন। এই জয় আমাদের কাছে আল্লাহর উপহার স্বরূপ।’

উল্লেখ - বর্তমানে ভারতীয় দলের বিশ্ব র‌্যাঙ্কিং (১৫৮) এর তুলনায় অনেকটাই এগিয়ে ফিলিস্তিন দলের র‌্যাঙ্কিং (১০২) ।

এই ম্যাচে জয়ের র‌্যাঙ্কিং ওঠানামা নির্ভর করবে বলে এআইএফএফ সূত্রে জানানো হয়েছে।

ইসরাইলি আগ্রাসনে বিপর্যস্ত ফিলিস্তিনি ফুটবল ঠিমের কিছু কথা

০৬ অক্টোবর,২০১৪ মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে ফিলিস্তিন ও ভারত দুদলই। ভারতীয় দল অবশ্য এর আগের সাক্ষাতের হারের বদলা নিতে ভরসা রাখছে ঘরের মাঠে জন সমর্থন ও কাঞ্চনজঙ্ঘার মাঠে এর আগে খেলার অভিজ্ঞতার উপরেই।

ফিলিস্তিন দলের কোচ সায়েব জোন্ডিয়া ও গোলরক্ষক দোভাষী নিয়ে সাংবাদিক বৈঠকে আসেন - কোচ জোন্ডিয়া বলেন, ‘আমাদের দলে অনেক সমস্যা রয়েছে। তা সত্বেও ফুটবলের মাঠে একটা জয় আমাদের দেশের মানুষকে মৃত্যুর দুঃখ ভুলিয়ে দিতে পারে। আমাদের দলের যা শক্তি তাতে আমরা জয়ের ব্যপারে আশাবাদী। তিনজন পেশাদার ফুটবলার রয়েছে।’

ফিলিস্তিন দলের গোলরক্ষক জানান, ‘ভারতীয় দলকে আমরা দুবছর আগে কোচিতে হারিয়েছি। এবারো ভাল খেলার ব্যপারে আশাবাদী। তবে এখানকার গরম ও আর্দ্রতা সমস্যা তৈরি করতে পারে।’

ফিলিস্তিনি ফুটবল ঠিমের অতীতের স্মৃতি এবং বিশ্ব সেরা ফুটবল খেলোয়াড়দেরকিছু ছবি





































































বিষয়: বিবিধ

২২৩১ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

272154
০৭ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:১৫
চেয়ারম্যান লিখেছেন : ভেরি গুড ,
ঈদ মুবারক
274171
১৪ অক্টোবর ২০১৪ সকাল ০৭:৪৬
কাঁচের বালি লিখেছেন : অনেক গুলো ছবি দেখলাম আরও অনেক কিছু জানলাম , অভিনন্দন ধন্যবাদ আপনাকে ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File