বার বার মিথ্যাচার । স্থায়ী মিশন , শেখ হাসিনা এবং আওয়ামিলিগ এখন কি বলবে?
লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ০৪ অক্টোবর, ২০১৪, ০৩:১৮:৪০ রাত
জাতিসংঘ সাধারণ অধিবেশনে অংশগ্রহণ ও যুক্তরাষ্ট্র সফর নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন হলেও খালি হাতে ফেরা শেখ হাসিনা সাংবাদিক দের কোনো উত্তর না দিয়ে অযথা বিভিন্ন কাহিনী বলেন ....
সংবাদ সম্মেলনে শেখ হাসিনার বক্তব্য -
যুক্তরাষ্ট্র সফরের বর্ণনা দিয়ে লিখিত বক্তব্যে শেখ হাসিনা বলেন, সফর সব দিক থেকে অত্যন্ত সফল ও ফলপ্রসূ হয়েছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে শেখ হাসিনার বক্তব্য -
জাতিসংঘ আগে বিরোধী দলের সঙ্গে সংলাপের তাগিদ দিয়েছে। এবারের সফরে এ ধরনের কোন তাগিদ দেয়া হয়েছে কিনা জানতে চাইলে শেখ হাসিনা বলেন, এবার কিন্তু বলেন-টলেননি। এখন হয়তো কোন সমস্যা দেখতে পাচ্ছেন না। আমরা যখন আগ বাড়ায়ে কথা বলতে গেলাম তখন অনেক কিছু শুনতে হয়েছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আপনাকে ঝুঁকির বিষয়ে সতর্ক করেছেন। এ বিষয়ে আপনার ভাবনা কি?
সাংবাদিকদের এমন প্রশ্নে শেখ হাসিনা বলে- ‘জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে?’
http://mzamin.com/details.php?mzamin=NDQzOTg=&s=Mg==
স্থায়ী মিশন , শেখ হাসিনা এবং আওয়ামিলিগ এখন কি বলবে?
জাতিসংঘ মহাসচিব বান কি মুনের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক নিয়ে নিউ ইয়র্কস্থ বাংলাদেশের স্থায়ী মিশন মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত কাহিনী জাতিকে জানিয়েছিল। আওয়ামিলীগ এবং শেখ হাসিনা প্রতারণার কথা আবার হাতে নাতে ধরা পরে। জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠকে কি আলোচনা হয়েছে ? খুজতে যেয়ে দেখা যায় - মহাসচিবের সঙ্গে সাক্ষাৎটি ছিল আলোকচিত্র তোলার সুযোগ সংবলিত একটি সাক্ষাৎ। সেখানে কোন বিবৃতি পাঠ করা হয়নি।
(৪ অক্টোবর ২০১৪)
http://mzamin.com/details.php?mzamin=NDQzOTk=&s=Mg==
এবার আসি অন্য প্রসঙ্গে - জাতিসংঘ সাধারণ অধিবেশনে অংশগ্রহণ ও যুক্তরাষ্ট্র সফর নিয়ে লিখার জন্য অপেক্ষা করতেছিলাম। কারণ দেখতে চেয়েছিলাম জাতিসংঘ সাধারণ অধিবেশনে অংশগ্রহণ ও যুক্তরাষ্ট্র সফর নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে শেখ হাসিনা কি বলেন।
আওয়ামীলীগের পক্ষ থেকে বলা হয়েছিল জাতিসংঘ সাধারণ অধিবেশনে অংশগ্রহণ ও যুক্তরাষ্ট্র সফরে
জাতিসংঘ মহা সচিবের সাথে শেখ হাসিনার অনেক কথা হয়েছে। কিন্তু সেটা ভুয়া এবং বানোয়াট।
যে সব দেশের প্রধান অথবা নেতৃত্ব দিয়ে জাতিসংঘ সাধারণ অধিবেশনে অংশগ্রহণ করেছে তাদের সাথে সৌজন্য মূলক ফটো সেশন এবং ভোজের আয়োজন করা হয়। শেখ হাসিনা শুধু এই সৌজন্য মূলক ফটো সেশন এবং ভোজের যোগ দেন। কিন্তু ১৫১ জনের বিরাট বহর শুধু রাষ্ট্রীয় খরচে ভ্রমন করে এসেছে। এবং অনেকে যুক্তরাষ্ট্র সফরে গিয়ে ফিরে আসেনি , তারা এসাইলাম ( আশ্রয় ) মামলা করার জন্য কয়েকটি ল ফার্মের সাথে যোগযোগ করেছে।
গত জাতিসংঘ সাধারণ অধিবেশনে অংশগ্রহণ ও যুক্তরাষ্ট্র সফর নিয়ে বেশ তামাশা এবং ভুয়া কাহিনীর জন্ম দিয়েছিল আওয়ামিলিগ এবং শেখ হাসিনা। ভুয়া সাউথ-সাউথ অ্যাওয়ার্ড কেলেংকারীতে ধরা পড়েন শেখ হাসিনা।
সাউথ-সাউথ অ্যাওয়ার্ড নিয়ে কাহিনী এই লিঙ্কে প্রমান সহ দেখুন --
http://www.bdmonitor.net/blog/blogdetail/detail/2601/muhon/28171
শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ অধিবেশনে বাংলাদেশের গ্রামাঞ্চলে ভাষণে যা বলতেন সেটাই বলেছেন। বিশ্বের সাথে বাংলাদেশের দাবি , অভিযোগ , করণীয় নিয়ে কিছু বলেন নাই
শেখ হাসিনার জাতিসংঘ সাধারণ অধিবেশনে অংশগ্রহণ ও যুক্তরাষ্ট্র সফর নিয়ে এ সংবাদ সম্মেলনের দিন আমেরিকায় একই কান্ড। কোনো কিছু বলতে পারেন নাই হাসিনা। অন্যদিকে সংবাদ সম্মেলনের দিন দলীয় কর্মীদের কান্ড দেখুন ।
আমেরিকার সর্বাধিক প্রকাশিত ও প্রচারিত সংবদপত্রের খবর
১৮১ জনের ভ্রমনে জাতির কোটি কোটি টাকা নষ্ট করা হয়।
ইউরোপীয় ইউনিয়ন , মধ্যপ্রাচ্য , আফ্রিকার এমনকি এশিয়ার বহু দেশের প্রতিনিধিরা শেখ হাসিনার সাথে দেখা করতে রাজি হয়নি। শুন্য হাতে ফেরা বিনা নির্বাচনে এই সরকার মিথ্যা তথ্য ছাড়া আর কিছুই দিতে পারছে না।
বিষয়: বিবিধ
১৯৩১ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এরা জাতীয়-কুলাঙ্গার
এরা জঙ্গি-লীগ
এরা ধর্ষক-লীগ
,
মন্তব্য করতে লগইন করুন