ভুয়া’ মুক্তিযোদ্ধা জাতিসংঘের সাধারণ অধিবেশনে

লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ২১ সেপ্টেম্বর, ২০১৪, ০৬:৫৭:৪৫ সন্ধ্যা



ভুয়া’ মুক্তিযোদ্ধা প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে জাতিসংঘের সাধারণ অধিবেশনে

সম্প্রতি দুর্নীতি দমন কমিশন ও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) তদন্তে প্রমাণিত ৫ জন ভুয়া মুক্তিযোদ্ধা সচিবের একজন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. নিয়াজউদ্দিন মিয়া জাতিসংঘের ৬৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রীর সফরসঙ্গীর তালিকায় রয়েছেন।

নিয়াজউদ্দিন মিয়া গত ১৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের অগ্রবর্তী দলের সঙ্গে ইতোমধ্যে আমেরিকায় চলে গিয়েছেন।



তাহলে জালিয়াতি করেও ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হতে পারে ?


জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিচ্ছে ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা সহ শুন্য ভোটের মন্ত্রীরা .....

এই জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিচ্ছে প্রথম বিনা ভোটে ক্ষমতায় বিশ্বের কোনো প্রধানমন্ত্রী । সফরসঙ্গীর তালিকায় রয়েছেন শুন্য ভোট পেয়ে ক্ষমতাসীন মন্ত্রীরা । এই সফরে ১৮৫ জনের বিরাট বহর জনগনের টাকা খরচ করে ভ্রমন বিলাসে।

সম্প্রতি দুর্নীতি দমন কমিশন ও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) তদন্তে প্রমাণিত পাঁচ ভুয়া মুক্তিযোদ্ধা সচিবের একজন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. নিয়াজউদ্দিন মিয়া জাতিসংঘের ৬৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রীর সফরসঙ্গীর তালিকায় রয়েছেন।

নিয়াজউদ্দিন মিয়া গত ১৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের অগ্রবর্তী দলের সঙ্গে ইতোমধ্যে আমেরিকায় চলে গিয়েছেন।

বিনাভোটের প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন সকল বিনা ভোটের মন্ত্রী , দলীয় কর্মী , আওয়ামীলীগের এজেন্ডাভুক্ত কথিত সাংবাদিক , পদ্মা সেতুর চাদাবাজির সাথে জড়িত ড. মশিউর রহমান সহ বহু বিতর্কিত সফরসঙ্গী।

এই সফরে ১৮৫ জনের বিরাট বহর জনগনের টাকা নষ্ট করে আমেরিকায় ভ্রমন করবে।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিচ্ছে যে সব দেশ , তার মধ্যে এখন পর্যন্ত এত বড় বহর নিয়ে কোনো দেশের প্রতিতিনিধি অংশ নিচ্ছে না। বাংলাদেশের যারা (মন্ত্রী ) যাচ্ছেন তারা অনির্বাচিত এবং জনগনের কোনো ভোট তারা পায়নি।

বিষয়: বিবিধ

১৪০০ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

267182
২১ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:০৫
কাজী লোকমান হোসেন লিখেছেন : এই একুশ বছর বয়সে আমি নিজেও মুক্তিযুদ্ধা Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor

এতে চেতনার কিঞ্চিৎ ক্ষতি হলে আমি দায়ি নয় Cook Cook Cook
Rose Rose ভালো লাগলো ধন্যবাদ Rose Rose
২১ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:২৯
210987
মাহফুজ মুহন লিখেছেন : মুক্তি যোদ্ধার সনদ এখন কোনো বিষয় নয়। একটু বিরিয়ানি খেলে ও মুক্তিযোদ্ধার সনদ পাচ্ছে। ভুয়া’ মুক্তিযোদ্ধা জাতিসংঘের সাধারণ অধিবেশনে যাচ্ছে।
269729
২৯ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:১৩
কাঁচের বালি লিখেছেন : এখন একটু কিছু খরচ করলেই যে কেউ মুক্তিযোদ্ধা হতে পারে ! কি যে লজ্জা হায় ! এটা দেখার জন্য আমাদের মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল !

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File