বিজয় ভরা যুদ্ধবিরতি চুক্তি, প্রতিরোধের বিজয়’।

লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ২৭ আগস্ট, ২০১৪, ০৯:২২:০১ রাত



মিশর সরকারের মধ্যস্ততায় কায়রোতে ফিলিস্তিনি হামাস ও ইসরাইলের মধ্যে কয়েক সপ্তাহ ধরে চলা আলোচনার পর উভয়পক্ষ মঙ্গলবার একটি চুক্তিতে সম্মত হয়।

ইসরাইলি বর্বরোচিত আক্রমনের বিরোদ্ধে যুদ্ধের শেষ দিনেও হামাস ছিল অদম্য ।

মুল ইস্যু নিয়ে আলোচনার পর ফিলিস্তিনি হামাসের প্রায় সব শর্ত মেনে নিয়েই ইসরাইল দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি । ‘এই চুক্তি প্রতিরোধের বিজয়’।

• হামাস ও অন্যান্য সশস্ত্র যোদ্ধারা ইসরাইলের অভ্যন্তরে রকেট ও মর্টার হামলা বন্ধ করবে।

• ইসরাইল বিমান ও স্থল অভিযানসহ সব ধরণের সামরিক হামলা বন্ধ করবে।

• গাজায় মানবিক সহায়তা ও নির্মাণ সামগ্রীসহ পণ্যপ্রবাহ নিশ্চিত করতে ইসরাইল আরো সীমান্ত ক্রসিং খুলে দেবে।

• মিশরের সাথে পৃথক চুক্তির মাধ্যমে গাজার সাথে রাফা সীমান্ত খুল দেয়া হবে।

• ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস হামাসের কাছ থেকে গাজা সীমান্ত এলাকার প্রশাসনের দায়িত্ব গ্রহণ করবেন। ইসরাইল ও মিশর আশা করছে যে গাজায় অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ প্রবেশ প্রতিহত করা হবে।

• ইউরোপীয় ইউনিয়নসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের অর্থ সহায়ায় গাজা পুনগর্ঠনে সমন্বয়ের দায়িত্ব পালন করবে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।

• ইসরাইল বাফার জোনকে আরো সংকুচিত করবে। বর্তমানে ৩০০ মিটার থেকে কমিয়ে এটাকে ১০০ মিটারে নিয়ে আসা হবে। এতে গাজাবাসী সীমান্তে আরো বেশি জায়গায় কৃষি কাজ করার সুযোগ পাবেন।

• গাজা উপকূলে মাছ ধরার এলাকা বর্তমানের ৩ মাইল থেকে বাড়িয়ে ৬ মাইল করা হবে। যুদ্ধবিরতি বহাল থাকলে এটা ধীরে ধীরে আরো বাড়ানো হবে। চূড়ান্তভাবে ফিলিস্তিনিরা আন্তর্জাতিকভাবে স্বীকৃত ১২ মাইল পর্যন্ত এলাকায় মাছ ধরার অনুমতি পাবে।

দীর্ঘমেয়াদী ইস্যু নিয়ে আলোচনা

• হামাস চায় ইসরাইলে কারাগারে বন্দি শত শত ফিলিস্তিনির মুক্তি।

• প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসও চান বন্দি ফিলিস্তনিদের মুক্তি।

• ইসরাইল চায় হামাস ও অন্যান্য যোদ্ধাদের হাতে যুদ্ধে নিহত ইসরাইলি সেনাদের দেহাবশেষ ফেরত।

• হামাস যায় আমদানি রপ্তানি সুবিধাসহ গাজায় একটি সমুদ্র বন্দর নির্মাণ করতে। ইসরাইলের নিরাপত্তা নিশ্চিত হওয়ার গ্যারান্টি পেলে এটা নিয়ে অগ্রগতি হতে পারে।

• হামাস চায় আটক তহবিলের অবমুক্ত করা যাতে তাদের ৪০ হাজার পুলিশ ও অন্যান্য সরকারি কর্মকর্তার বেতন দেয়া যায়। গত বছর থেকে সরকারি স্টাফদের বেতন দিতে পারছে না হামাস।

• ফিলিস্তিনিরা চায় গাজায় নির্মিত ইয়াসির আরাফত আন্তর্জাতিক বিমানবন্দর চালু করতে। ১৯৯৮ সালে এটি চালু হলেও ২০০০ সালে ইসরাইলি বোমা নিক্ষেপের পর থেকে এটি বন্ধ আছে। এটি আবার পুননির্র্মাণ করতে হবে।

ইসরাইলি আগ্রাসনে গাজার কয়েক হাজার বাড়িঘর ধ্বংস্তূপে পরিণত হয়েছে। মানবাধিকার কর্মীদের মতে, এই যুদ্ধে ৬ লাখ মানুষ গৃহহীন হয়েছে।

মঙ্গলবার যুদ্ধবিরতি ঘোষণার আগ পর্যন্ত একদিনেই ১৮০টি রকেট ও মর্টার হামলা চালায় হামাস।

ফিলিস্তিনের হামাস যোদ্ধারা সোমবার গাজা উপত্যকায় ইসরাইলের একটি পাইলটবিহীন ড্রোন বিমান ভূপাতিত করে।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী জানায়, গত ৫০ দিনের গাজা যুদ্ধে হামাস ইসরাইলে ৪৫৬২টি রকেট ও মর্টার হামলা চালিয়েছে। এর মধ্যে ৩,৬৪১টি ইসরাইলি ভূখণ্ডে বিস্ফোরিত হয়েছে। ৭৩৫টি রকেট ও মর্টার ইসরাইলের আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করতে সক্ষম হয়েছে।

‘দখলদার ইসরাইল হামাসের সাথে মাঠে মুখোমুখি হয়ে ব্যর্থ হয়েছে

ফিলিস্তিনের গাজার পক্ষ থেকে সারা বিশ্বের সমর্থকদের ধন্যবাদ জানিয়েছে--

আরো ২ সেনা নিহতের কথা স্বীকার করেছে ইসরাইল ........

ফিলিস্তিনের গাজার পক্ষ থেকে সারা বিশ্বের সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন --

ফিলিস্তিনি জাতীয় ঐক্য সরকারের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস , ইসলামি জিহাদ আন্দোলন , হিজবুল্লাহ , হামাস । ফিলিস্তিনের রাজপথে সারা বিশ্বকে ধন্যবাদ জানিয়েছে বহু

প্লেকার্ড বহন করে মিছিল হয়েছে। বিজয় মিছিলে ফিলিস্তিনি জনগনের সাথে অনেক বিদেশী সাংবাদিক , পর্যবেক্ষক , স্বেচ্ছা সেবকদের উপস্থিতি লক্ষ্য করার মত।

পশ্চিমা ও আরব বিশ্বের কয়েকটি দেশের সমর্থন নিয়ে ইসরাইল যুদ্ধ করলে ও হামাসসহ গাজার অন্য প্রতিরোধ আন্দোলনগুলোর দৃঢ় মনোবল ও অনড় অবস্থানের কারণেই বিজয় অর্জিত হলো। ফিলিস্তিনিদের হামাস পশ্চিম তীরে গণসমাবেশের ডাক দিয়েছে।

যুদ্ধবিরতির আগে হামাসের হামলা:

২ ইসরাইলি সেনা নিহত ।

ইসরাইলের সেনাবাহিনী জানিয়েছে - ফিলিস্তিনের উপত্যকা থেকে মঙ্গলবার ইসরাইলের এশকল শহরে ছোঁড়া হামাসের রকেটে এ তিনজন মারা যায়। এর মধ্যে ২ জন ইসরাইলি সেনা ও একজন বেসামরিক নাগরিক। তবে ইসরাইল এখনো নিহত ও ২ সেনার নাম প্রকাশ করেনি।

ইসরাইলের রক্তক্ষয়ী আগ্রাসন শুরুর ৫০ দিন পর অবরুদ্ধ গাজা আজ (বুধবার) সম্পূর্ণভাবে শান্ত রয়েছে।গাজার লোকজন আজ স্বাভাবিকভাবে কাজে নেমেছে ।



ফিলিস্তিনে কর্মরত বিভিন্ন সংস্থা এবং হাসপাতাল সূত্র

সেই সাথে ইসরাইলি সরকারের তথ্য অনুযায়ী হতাহতের গ্রাফিক্স তালিকা ---




ইসরাইলি সেনাবাহিনীর প্রকাশিত তথ্য অনুযায়ী

নিহত ইসরাইলি সেনা বাহিনীর মধ্যে ---

৫৭ জন ইসরাইলি সৈন্য

২ জন আমেরিকান

১ ফরাসী

১ বেলজিয়ামের

২ জন ( নাম বিহীন )

এই ২ জন কোন দেশের নাগরিক সেটা প্রকাশ করেনি ইসরাইল।

(ফিলিস্তিনের মুক্ত গাজা থেকে - ২৭ আগস্ট ২০১৪)

বিষয়: বিবিধ

১৭১২ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

258968
২৭ আগস্ট ২০১৪ রাত ০৯:৩৬
প্যারিস থেকে আমি লিখেছেন : আল্লাহ সকল মুসলমানের সহায় হোন।
258977
২৭ আগস্ট ২০১৪ রাত ১০:০৮
সজল আহমেদ লিখেছেন : মাহফুজ ভাই আজ লজ্জায় পরে যাবেন ।
কি বিষয়ে পড়বেন আমি বলে আপনাকে লজ্জা দিবোনা কিন্তু কিছু ব্লগার আছেন যারা এসব নিয়ে অনেক লেখালেখি করেছেন ।
২৭ আগস্ট ২০১৪ রাত ১০:২১
202729
মাহফুজ মুহন লিখেছেন : ভাই এমন কোনো বিষয় নাই। এই বিষয় আপনারা এর প্রকাশিত খবর গুলো দেখতে পারেন। কারণ ফিলিস্তিন অথবা ইসরাইল প্রশাসন যা বিবৃতি প্রকাশ করে তা একই সময়ে সবার কাছে আসে। যারা এখন কাজ করছে তারা একজন আরেকজন কে সব তথ্য সাথে সাথে মেইল করে পাঠায়। কে কি লিখলো সেই সব দেখায় সময় নাই। বাংলাদেশ কে জানানো দরকার তাই লিখি। আমি দেখেছি অনেকে কেটে ছেড়ে , লিখেন। ভালো কথা। কার লিখা , কে লিখছে , সেটা বিষয় না। শুধু মূল বিষয় ঠিক থাকলেই খুশি।
২৭ আগস্ট ২০১৪ রাত ১০:৩৬
202738
মাহফুজ মুহন লিখেছেন : ভালো করে খোজ নিবেন ওয়ালে প্রায় প্রীতি মুহুর্তে জানাতে চেষ্টা করেছি। অনেকে পোস্ট গুলো অংশ অংশ করে নিজেদের ওয়ালে প্রকাশ করেছে। কার থেকে কে করেছেন , সেটা কোনো বিষয় বলে আমি মনে করি না। নিজের দায় থেকে জানিয়েছি। ভালো লেগেছে , দেখে যে এই বিষয় অনেকের আগ্রহ আছে। আর অনুসন্ধান করে সময় এবং প্রকাশিত খবর গুলো দেখলেই বুজতে পারবেন। এখানে আজ জায়গায় প্রায় ২০/৩০ জন প্রতিনিয়ত খবর গুলো সংগ্রহ করে যার যার লিঙ্কে পাঠাচ্ছেন। যে যখন পারছে প্রকাশ করছে।
বিভিন্ন কারণে আর বেশি খুলে বলা যাচ্ছে না। বুজে নিবেন আশা করছি।
258981
২৭ আগস্ট ২০১৪ রাত ১০:২৮

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 7238

Filename: views/blogdetailpage.php

Line Number: 764

"> রায়হান রহমান লিখেছেন : কিসের বিজয়? মাত্র ৪০ লক্ষ ইহুদীর বিরুদ্ধে ১৬০০ লক্ষ মুসলিমদের লজ্জাস্কর পরাজয়।
২৭ আগস্ট ২০১৪ রাত ১০:৩৭
202740
মাহফুজ মুহন লিখেছেন : সহমত। তার পরে ও বিশ্বের সবচেয়ে উন্নত অস্ত্রের সাথে অসম যুদ্ধে হামাসের বিজয় অস্বিকার করা যাবে না।
258989
২৭ আগস্ট ২০১৪ রাত ১১:০৪
সন্ধাতারা লিখেছেন : অনেক ধন্যবাদ
258996
২৭ আগস্ট ২০১৪ রাত ১১:১৬
সজল আহমেদ লিখেছেন : ভাই লেখার বিষয়না ।বুঝে নিন আমি ভাঙ্গাতে চাইনা ।
৩০ আগস্ট ২০১৪ সকাল ০৬:১০
203342
কাঁচের বালি লিখেছেন : কারো বিষয়ে আমরা একটু বেশি ঘাটা ঘাটি করি। একজন মানুষ যে অন্তত জানাচ্ছেন তার জন্য তাকে ধন্যবাদ দেয়া উচিত। কে কোন দেশ থেকে লিখেন সেটা আমরা কেউ জানি না। আমি একটি লিখা পেলাম
এই লিঙ্কে গেলে জানতে পারবেন

http://www.bostonbanglanews.com/index.php?option=com_content&view=article&id=33850:2014-08-29-05-50-22&catid=87:lekhokderkolam&Itemid=162
258997
২৭ আগস্ট ২০১৪ রাত ১১:১৭
মাহফুজ আহমেদ লিখেছেন : জাযাখাল্লাহু খায়রান
259001
২৭ আগস্ট ২০১৪ রাত ১১:৩৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ইজরাইল সরকার বা তার মুরুব্বিরা যে দাবি করছেনা এই দেশের ইজরাইল সমর্থকরা সেই বিজয় এর দাবি করছে!!!
হামাস এর প্রতিরক্ষা ব্যবস্থা ভাঙ্গতে ব্যার্থ হয়েছে পৃথিবীর সবচেয়ে উন্নত প্রযুক্তির সেনাবাহিনি।
259185
২৮ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৫১
হতভাগা লিখেছেন : ওরা যে চুক্তি ভঙ্গ করে কয়েকদিনের মধ্যেই আবার হামলে পড়বে না - এটারই বা নিশ্চয়তা কি ?

টাকার অভাবে যুদ্ধে ক্ষ্যামা দিয়েছে আপাতত। ঐদিকে আমেরিকা নাকি প্রায় কয়েক বিলিয়ন ডলার ছেড়েছে ইসরায়েলের জন্য । আর সৌদি , মিশর , জর্ডান , আরব আমিরাতের টাকা তো আছেই ইসরায়েলের সেবায় ।

কি বিপুল পরিমান টাকা খরচ হয়েছে এই ৫০-৫৫ দিনের হামলায় ইসরায়েলের পক্ষে চিন্তা করা যায় !

বর্তমান বিশ্বে কোন শক্ত একটা যুদ্ধ ৭-১০ দিনের বেশী টেকার কথা না । জয় পরাজয়ও এখানে মুখ্য ব্যাপার না । ব্যাপার হল টাকা ।

ইসরায়েল কৈয়ের তেলে কৈ ভাল ভাজতে পারে ।
259526
৩০ আগস্ট ২০১৪ সকাল ০৬:১১

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File