মিশর , ফিলিস্তিন এবং বাংলাদেশ।
লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ২৫ আগস্ট, ২০১৪, ১০:১৯:৫৭ রাত
মূল বিষয় টি লিখতে হলে অনেক লম্বা হয়ে যাবে।
সংক্ষেপে বলতে গেলে সহজে বলা যায়। ....
মিশর -
আমেরিকা ইসরাইল এবং তাদের দোসরদের নীল নকশার শিকার হতে হয় মিশরের মুসলিম ব্রাদার হুড।
মিথ্যা কাহিনী রচনা করে পরিকল্পনা অনুযায়ী মেধাবী তরুণ থেকে বয়স্ক নেতাদের মুসলিম ব্রাদার হুডের নেতাদের কারা বন্দী , ফাসি দেয়া হয়। মিশরের বিভিন্ন সময়ে ক্ষমতাসীনদের দিয়ে সেই কাজটি করানো হয়। যা এখনো চলছে।
ফিলিস্তিন -
ইসরাইল পরিকলনা মত ফিলিস্তিনি মেধাবী তরুনদের বিনা কারণে গ্রেফতার করে নিয়ে যায়। বহু বছর থেকে এই কাজটি করেই যাচ্ছে। ইসরাইলি গোয়েন্দা বাহিনীর দেয়া তালিকা অনুযায়ী ফিলিস্তিনি নেতাদের হত্যা করছে ইসরাইলের এইডিএফ।
বাংলাদেশ -
একই অবস্থা। কথিত কাহিনী রচনা করে এবং শত শত ভুয়া মামলার নামে মেধাবী নেতাদের রিমান্ড , গ্রেফতার এবং ফাসির মত আদেশ দিয়ে বাংলাদেশকে ধংসের দিকে নিয়ে যাচ্ছে একটি চক্র।
ব্রিটিশ বিরোধী আন্দোলন , ভারত পাকিস্তান বিভাগ আন্দোলন , কাশ্মির সহ বিভিন্ন বিষয়ে যে চক্র বছরের পর বছর ধরে চক্রাকারে নিল নকশা বাস্থবায়ন করে যাচ্ছিল এরা এখনো সক্রিয়।
বাংলাদেশ স্বাধীনের পর সেই চক্র নাম পাল্টিয়ে বাংলাদেশের জনগনের উপর ভর করেছিল।
প্রমান সরূপ বিচিত্রা নামের একটি পত্রিকাতে শাহরিয়ার কবির ( মুরগি কবির নামে পরিচিত ) গং রা ইতিহাস বিকৃতি করে জাতিকে বিভক্ত করেছিল। যার রেশ এখনো চলছে। সেই বিচিত্রা পত্রিকা এখন গায়েব হয়ে গেছে। যে কয়টি সংখ্যা আছে , সেই গুলোর কাটা ছেড়া অংশ মাত্র।
বিভিন্ন চেতনার নাম করে এরা বাংলাদেশকে বিদেশী ককয়েটা দেশের হাতে তুলে দিচ্ছে।
যারা এই দেশ বিরোধী কাজের বিরোধিতা করেছিলেন , বা করে যাচ্ছেন - তাদেরকে সব ভুয়া কলঙ্ক দেয়া হচ্ছে।
যারা আজ বাংলাদেশের মাটিতে বেশি বেশি চেতনার কথা বলছে -
তাদের আয়ের উত্স কি ?
তারা কারা ?
তাদের অতীত পরিচয় খুজলে থলের বেড়াল বের হয়ে আসবে।
বাংলাদেশের মানুষকে হয় এখনি ওদের রুখে দিতে হবে , না হয় প্রস্তুত থাকতে হবে যে কোনো ফিলিস্তিন মিশরের মত পরিনাম ভোগ করতে। সিসির মত একজন মাতাত্মক গণ হত্যা কারী বিদেশীদের তাবেদারী করার জন্য ক্ষমতায়। ঠিক তেমনি বাংলাদেশে। ফিলিস্তিনিদের সীমান্তে ইসরাইল বর্বরতা চালাচ্ছে , কিন্তু বাংলাদেশ সীমান্তে কি হচ্ছে না ? বাংলাদেশের ভূমি কি আজ ভারতের কাছে জিম্মি নয় ?
সহজ কথা - ভালো করে লক্ষ্য করলে দেখবেন - সুন্দর বন , পার্বত্য এলাকা নিয়ে এরা ভয়াবহ খেলা করছে। যারাই বাংলাদেশের স্বার্থ রক্ষার পক্ষে , অথবা আগামীতে যারা বাংলাদেশের স্বার্থ রক্ষার লড়াই করবে , তাদেরকে শেষ করে দিচ্ছে একটি চক্র।দেশ বিরোধী চুক্তির বিষয়ে এরা বিদেশীদের পক্ষে সাফাই গায়।
বিষয়: বিবিধ
১৫২৬ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন