আমাদের চেতনা এবং বিশ্বের এগিয়ে যাওয়া
লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ২৩ আগস্ট, ২০১৪, ০৭:৫৪:৪৩ সন্ধ্যা
আফ্রিকায় নেলসন মেন্ডেলার নামে চেতনার বানিজ্য করে কেউ জোর করে ক্ষমতায় নাই।
আমেরিকায় মার্টিন লুথার, আব্রাহাম লিঙ্কন , জর্জ ওয়াশিংটনের চেতনার কথা বলে কেউ জাতিকে জিম্মি করেনি।
মালয়েশিয়ায় মাহতির মোহাম্মদের হাজার বছরের স্বপ্ন নিয়ে কেউ চেতনার বানিজ্য করেনি।
শুধু মধ্য প্রাচ্যে রাজা বাদশাদের দেখেছি ক্ষমতায় থাকতে। কিন্তু এরা রাজশাসন করছে। গণতন্ত্র বা , গণতান্ত্রিক দেশ বলে পরিচিত নয়।
ব্রিটেনে রাজা, রানী আছেন। কিন্তু তাদের চেতনার বানিজ্য নাই। জার্মান চ্যান্সেলর আছেন কিন্তু কথিত চেতনা নাই।
লিখতে গেলে বহু দেশের নাম লিখতে হবে।
ইউরোপ, আমেরিকা , এশিয়া , অস্ট্রেলিয়া , আফ্রিকাতে নেতাদের নামে জাদুঘর, রাস্তার , বিমান বন্দরের , পার্কের , রাস্তার নাম আছে। কিন্তু বাংলাদেশের মত এত নামকরণের দৃশ্য কোথাও দেখিনি।
বাংলাদেশে নেতার স্বপ্নের রাজনীতি নিয়ে যে ক্ষমতার বানিজ্য , সেটা বিশ্বের কোনো দেশে চোখে পড়েনি।
এমনকি কথায় কথায় নেতাদের সপ্ন বিক্রির ফেরিয়ালা দেখিনি।
সবদেশে আগামীর পরিকল্পনা আছে , তাদের কাছে অতীতের কাসুন্দি নাই। তারা নেতাদের সপ্ন বলে যা খুশি ( এমনকি আগামীতে বিজ্ঞান আবিষ্কার করেনি এমন বিষয় ) নেতার স্বপ্ন বলে চালিয়ে দিচ্ছে না । যা বাংলাদেশের রাজনীতিতে আছে।
উল্লেখ্য - চাকুরীর এবং অন্যান্য কারণে বহু দেশ ভ্রমণের সুযোগ হয়েছে । তাই নিজের দেখা অভিজ্ঞতা থেকেই বলছি -
আমরা ৯ মাস যুদ্ধ করে স্বাধীন হয়েছি , কিন্তু বিশ্বের বহু দেশ যুগের পর যুগ যুদ্ধ , নিগৃহীত , নির্যাতিত হয়ে স্বাধীনতা লাভ করেছে। তারপর ও তাদের মধ্যে নেতার চেতনা নিয়ে রাজনীতির বানিজ্য হয়নি , হচ্ছে ও না। শুধু সোনার বাংলাদেশ ছাড়া !!
পুরো এশিয়ায় প্রজ্ঞাবান সম্রাট আকবরের মতো জনপ্রিয়, সম্রাটের র সন্তানেরা বা বংশধরেরা একবারের জন্যও পালন করেছে কি?
তার নামে কি চেতনার দোহাই দেয়া হয় ? রাজা , মহারাজা , এমন কি আমাদের যারা ব্রিটিশ বিরোধী আন্দোলনের মূল নেতা ছিলেন , তাদের কথা কোথায় আছে ?
বিশ্বের বড় বড় খলিফা হারুন, খলিফা মামুন, সম্রাট ওরহান, সম্রাট সোলায়মান , সুলতান আবদুর রহমান, হজরত উমরসহ খলিফাদের মৃত্যুদিবস কে কখন পালন করেছে? তাদের কবর কি ফুল দিয়ে ভরে গেছে ? তাদের স্বপ্ন দেখার রাজনীতি বানিজ্য হয় ?
হিন্দুদের শশাংক ,রাজা হর্ষবর্ধন, ও গোপালকে নিয়ে চেতনার রাজনীতি হয় ? এমন হাজার হাজার উদাহরণ আছে।
রোমান সম্রাট জুলিয়াস সিজার , জাস্টিনিয়াম, কনসটাটাইন, সহ সেই সময়ের রাজাদের জন্মদিন কে কবে পালন করেছে? তাদের চেতনার কথা নিয়ে কোন দেশ বানিজ্য করছে ?
আমাদের দেশে আর কিছু নাই , ওই একটাই - যুদ্ধঅপরাধী , রাজাকার , মুক্তিযুদ্ধা , প্রগতিশীল , মূলধারা - আরো কত কি ? এই সবের ফলাফল কি ? দেশকি সিংগাপুর হয়েছে ?
আগামী দিনের কথা নাই , বিশ্বের সাথে বৈদেশিক নীতি নিয়ে রাজনীতি নাই। আছে শুধু মান্ধাতার আমলের কথা।
আমাদের দেশের মানুষকে কিছু লোক সেই পুরনো ভাঙ্গা রেডিও বাজিয়ে তাদের মৌজ মাস্তি , লুটপাট বহাল রেখেছে। বের হয়ে আসতে হবে এই সব থেকে , আমাদের অধিকার না দিয়ে এরা পুরনো ভাঙ্গা রেডিও দিয়ে প্রহসন করে যাচ্ছে। আর কত ? আর কত ? আর কত ?
আজ চীন , রাশিয়াসহ এমকি ভারত, পাকিস্তান , শ্রীলংকা , মালদ্বীপ, ভুটান , সিঙ্গাপুর , মিশর , তুরস্ক এগিয়ে যাচ্ছে আগামীর পথে। দুঃখজনক হলেও সত্য বাংলাদেশের রাজনীতি আটকে আছে চেতনার দোহাই দিয়ে ক্ষমতায়।
বিষয়: বিবিধ
২১৮৩ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সস্তার বারো অবস্থা তো হবেই
জাতি এখন চেতনার ঘোরে অচেতন
মন্তব্য করতে লগইন করুন