১৫-১৬ টাকা টাকার বিদ্যুৎ ১৫০০ টাকা। চেতনার বাস্থবায়নে কুইক রেন্টাল দরকার
লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ১৪ আগস্ট, ২০১৪, ০৭:৩১:৫৯ সন্ধ্যা
অবাক হবেন না - কুইক রেন্টাল প্রতি ইউনিট বিদ্যুৎ দেড় হাজার টাকা
মালিক হচ্ছেন - জাতীয় পার্টির (জাপা) মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ।
সামিট গ্রুপের কথা কারো অজানা নয়। কর্নেল ফারুক খান এবং মার্কিন যুক্তরাষ্ট আওয়ামীলীগের সভাপতি সহ শেখ হাসিনার পরিবার কুইক রেন্টালের নাম প্রতিমাসে শত কোটি টাকার উপার্জনের বিষয় পাকাপুক্ত হয়েই আছে।
সেই সাথে বিনাভোটের অবৈধ সরকারের সাথে হাত মিলিয়ে জাতীয় পার্টির (জাপা) মন্ত্রীরা হাজার হাজার কোটি টাকা লুটপাটের তান্ডব চালিয়ে যাচ্ছে।
ভাড়াভিত্তিক কেন্দ্র থেকে বিদ্যুৎ ক্রয়ে ইউনিটপ্রতি সরকারের খরচ হয় গড়ে ১৫-১৬ টাকা। অথচ জাতীয় পার্টির (জাপা) মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদের কেন্দ্র থেকে গত অর্থবছর প্রতি ইউনিট বিদ্যুৎ কেনা হয়েছে দেড় হাজার টাকায়। কেন্দ্রটির মেয়াদ আরো পাঁচ বছর বাড়ানোর পর অস্বাভাবিক মূল্যে এ বিদ্যুৎ কেনে সরকার।
এনার্জিস পাওয়ার করপোরেশনের শিকলবাহা ৫৫ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রটির উদ্যোক্তা জাতীয় পার্টির নেতা ও পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। গতকাল প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে চেয়ারম্যান হিসেবে তার নাম দেখা যায়।
প্রতি ইউনিট বিদ্যুৎ দেড় হাজার টাকা!
Rtnn.net:
http://www.rtnn.net/bangla//newsdetail/detail/1/2/87429#.U-yyT8DmkOA
ফার্নেস অয়েলচালিত কেন্দ্রটি থেকে ইউনিটপ্রতি ১৫ টাকা ৮৩ পয়সায় বিদ্যুৎ ক্রয়ের চুক্তি করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।
বিষয়: বিবিধ
১৪১৭ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
রাখ কইরেননা হজম কইরা যান।
মন্তব্য করতে লগইন করুন