রিমান্ডের নামে মধ্যযুগীয় বর্বরতা

লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ১৪ আগস্ট, ২০১৪, ০৫:১৩:০৪ বিকাল







রিমান্ডের নামে মধ্যযুগীয় বর্বরতা। খুঁজে খুঁজে মেধাবীদের শেষ করে দিচ্ছে আওয়ামিলীগ।


ঢাকা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী ড.শফিকুল ইসলাম মাসুদসহ ৯ নেতা-কর্মীর ফের দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।মহানগর হাকীম আতাউল হকের আদালত বৃহস্পতিবার বিকেল ৩টায় এ রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বৃহস্পতিবার বিকেলে আদালতে জামায়াত নেতাদের হাজির করে আবারো পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে।শুনানি শেষে আদালত তাদের দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ৯ আগস্ট মোহাম্মদপুরের লালমাটিয়ায় জাকির হোসেন রোডের একটি বাসা থেকে ড. শফিকুল ইসলাম মাসুদসহ ১৯ নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন রোববার তাদের ঢাকার সিএমএম আদালতে হাজির করে একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে ৪ দিনের রিমান্ডে নেয়া হয়। কিন্তু কোনো অস্ত্র , কোনো বেআইনি কিছুই পায়নি , তার পর ও বর্বরোচিত মধ্য যুগীয় নির্যাতনের ফলে সর্বোচ্চ ডিগ্রিধারী একজন মেধাবীকে পঙ্গু করে দিচ্ছে আওয়ামিলীগ।

রানা প্লাজার গণহত্যা কারী রানা , সাত খুনের আসামীদের জামাই আদরে রাখা হয়। আওয়ামীলীগের নেতার খুনি ছেলে কারাগারের বিয়ে করে বউ নিয়ে সময় কাটাচ্ছে। কিন্তু বিরোধীদলের নেতা কর্মীদের আইনের কথা বলে এমন নির্লজ্জ নির্যাতন মেনে নিবে কি এই জাতি ?

বিষয়: বিবিধ

১৫৯৫ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

254226
১৪ আগস্ট ২০১৪ বিকাল ০৫:১৬
কালো পাগড়ী লিখেছেন : রিমান্ড যে সবার জীবনেই আসতে পারে, রাজা কি সেটা ভুলে গেছেন?
১৪ আগস্ট ২০১৪ বিকাল ০৫:২৫
198015
মাহফুজ মুহন লিখেছেন : মানবতার কথা তাদের মনে আছে বলে মনে হচ্ছে না। এরা ভুলে গেছে সময়ের কথা
254229
১৪ আগস্ট ২০১৪ বিকাল ০৫:২০
হতভাগা লিখেছেন : শিবিরের জন্য এই থেরাপী ঠিকই আছে । তাদের বড়রা এর চেয়েও কঠিন কাজ ৭১ এ করেছিল ।
১৪ আগস্ট ২০১৪ বিকাল ০৫:২৫
198014
মাহফুজ মুহন লিখেছেন : খুনি , ধর্ষণের সেঞ্চুরি করা কুখ্যাতদের জামাই আদরে পাশে রেখে , মেধাবীদের রিমান্ডের নামে পঙ্গু করে দেয়া হচ্ছে। রানা , মায়ার মেয়ের জামাই , এরা তো আপেলের মত চেহারা নিয়ে আদালতে আসে।
254253
১৪ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:১০
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : কালো পাগড়ী লিখেছেন : রিমান্ড যে সবার জীবনেই আসতে পারে, রাজা কি সেটা ভুলে গেছেন?
254262
১৪ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:২৩
মাহফুজ আহমেদ লিখেছেন : একই দেশ একই আইন ,প্রয়োগ ভিন্ন।
254267
১৪ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:৩২
দুষ্টু পোলা লিখেছেন : আরো মারো
254275
১৪ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:০৯
কাজি সাকিব লিখেছেন : নির্যাতন করে কোনদিন কোন আদর্শকে দাবানো যায়না উলটো সেই আদর্শের উত্থানের দাবানল জ্বালানো ছাড়া!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File