বর্বর ইসরাইলির নতুন ফন্দি , পন্যের বার কোড পরিবর্তন
লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ০৪ আগস্ট, ২০১৪, ০৯:১৪:৫৫ সকাল
ইসরাইলি পণ্য বয়কটের ফলে ইসরাইলি বানিজ্য এখন হুমকির মুখে।এরই মধ্যে কয়েক শত বিলিয়ন ডলার বানিজ্য ঘাটতি।
ফিলিস্তিনে বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে সারা বিশ্বে ইসরাইলি পণ্য বয়কটের পর ..
বর্বর ইসরাইলি নতুন ফন্দি করেছে। পন্যের বার কোড পরিবর্তন করেছে।
পুরনো বার কোড দেখেইসরাইলি পণ্য বর্জন করতে হবে।
ইসরাইলি পণ্য বয়কটের ফলে ইসরাইলি বানিজ্য এখন হুমকির মুখে। বর্বর ইসরাইলির কান্না শুরু হয়ে গেছে।
ইসরাইলি পণ্য বয়কট চলছে সারা বিশ্বে।
বিষয়: বিবিধ
১৮৭৪ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কয়েকদিন আগে AXN এ দেখালো এক ৮০-৯০ বছরের বুড়ি ২ লিটারের কোক এক টানে ডগ ডগ করে খেয়ে গেল , এভাবে মোট ৩ টা মানে ৬ লিটার খেয়েছে আর ২ লিটারের আরেকটা বোতল নিয়ে গেছে । দোকানীই হয়ত এটার আয়োজন করেছে । বুড়ি প্রতিবারই কোকের বোতল শেষ করে বলছিল ,'' Coca Cola makes me happy''
মন্তব্য করতে লগইন করুন