২০১১ সালের ভারতের শিয়া সম্প্রদায়ের সাথে নরেন্দ্র মোদি’র রাজনৈতিক সাক্ষাতের ছবি ব্যবহার করে মিথ্যা প্রচারণা
লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ১৮ মে, ২০১৪, ১২:৫২:৩০ দুপুর
২০১১ সালের ভারতের শিয়া সম্প্রদায়ের সাথে বি জে পি নেতা নরেন্দ্র মোদি’র রাজনৈতিক সাক্ষাতের এই ছবিটি ব্যবহার করে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে যে “ভারতের হবু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানাতে এসে পা ছুয়ে চুমু খেয়ে সালাম করছে জামাতে ইসলাম হিন্দ এর কয়েকজন শীর্ষ নেতা ।” যা সম্পূর্ন মিথ্যা ও প্রতারণা। বিবেক বিবর্জিত মিথ্যা চারীদের আগ্রাসন ।
মূল খবর - ১৯ সেপ্টেম্বর ২০১১ সালের এই পত্রিকায় প্রকাশিত
লিংক -
http://timesofindia.indiatimes.com/india/Narendra-Modi-refuses-to-put-on-skull-cap-offered-by-Muslim-cleric/articleshow/10040530.cms
মূল খবর - ১৯ সেপ্টেম্বর ২০১১ সালের এই পত্রিকায় প্রকাশিত শিয়াদের খবর জামায়াতের নামে প্রচার করছে কিছু সুবিধাবাদী। মিথ্যা চারের সীমা ও ওদের মধ্যে নাই
Narendra Modi refuses to put on 'skull cap' offered by Muslim cleric
PTI | Sep 19, 2011, 03.41 PM IST
বিষয়: বিবিধ
২৬৩১ বার পঠিত, ২৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সত্য প্রকাশ করায় আপনাকে মোবারকবাদ
আমার ভাইয়ের বন্ধুরা আমাকে শেখাত 'একটা দুইটা শিবির কর - সকাল বিকাল নাস্তা কর', 'গোলাম আযম সাঈদী - বাংলার ইহুদি', গোলাম আযম পাকিস্তানের নাগরিক।
নানা অকথ্য গালি গালাজ।
শুধু একটা কারণে আমি বাম কিংবা আওয়ামী হইনি - তাদের আদর্শের মাধ্যমে না লড়ে মিথ্যা আর সন্ত্রাসের মাধ্যমে কাবু করার মানসিকতা।
আপনি কখনো দেখেছেন কি বাম দল গুলো এভাবে একে অপরের বিরোদ্ধে অপপ্রচার চালাতে যে ভাবে ইসলাম পন্থি দল/সংগঠন গুলো একে অপরের বিরোদ্ধে অপপ্রচারে লিপ্ত। সুশীল এবং হলুদ বাহিনীর একদিনেই পালাতে হত যদি সকল ইসলাম পন্থিরা এক হতে পারত।
গ্যালারীর আশে পাশেই আছি , হৈ হল্লা দেখলেই ঢুকে পড়বো।
মন্তব্য করতে লগইন করুন