চীনা এয়ার ফোর্সে যোগ দিল বানর সেনারা
লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ১৫ মে, ২০১৪, ১১:০৪:৫১ সকাল
চীনা এয়ার ফোর্সের সমস্যার সমাধানে এবার বাহিনীতে যোগ দিল একদল বানর ৷
প্রতিরক্ষা বাহিনীতে বন্যপ্রাণীর ব্যবহার অবশ্য নতুন নয়৷ আমেরিকার সেনাবাহিনী মাইন খুঁজতে একদল ডলফিন পুষেছিল৷ তাদের প্রশিক্ষণ দিয়ে দিব্যি কাজ করাত৷ আর কুকুরের ব্যবহার তো সর্বজনবিদিত৷ তবে বানর কোনও সেনাবাহিনীতে এই প্রথম৷
তাদের প্রশিক্ষণ দিতে ইতিমধ্যেই প্রশিক্ষকও এসে গিয়েছে৷ জোরে চলছে ট্রেনিং৷ কাজ কি ?
বাঁশির শব্দ শুনলেই ছুটে যেতে হবে৷ ভয় দেখিয়ে তাড়াতে হবে নানা প্রজাতির পাখিদের৷ তারপর ভাঙতে হবে তাদের বাসা৷
আসলে একেবারে নিরীহ পাখিরাই দীর্ঘদিন ধরে মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে চীনা এয়ার ফোর্স সেনাদের৷ যুদ্ধ বিমান নিয়ে ওড়ার অথবা জরুরি অবতরণের সময় ছোট্ট ছোট্ট পাখিরাই সমস্যা হয়ে দাঁড়ায়৷ গাছগাছালিতে ভরা জায়গাতে পাখির উত্পাতে অতিষ্ঠ সেনারা৷ আতসবাজি ফাটিয়ে ও আরও বেশ কিছু উপায় অবলম্বন করেও পাখি তাড়ানোতে তাঁরা সাফল্য পাননি৷ তাই অবশেষে ডাক পড়েছে এক বিশেষ প্রজাতির বুনো বানর ।
চিনা এয়ার ফোর্সের ওয়বসাইট থেকে জানা গিয়েছে, এই ধরনের বানরেরা অত্যন্ত বাধ্য ও ভীষণ চটপটে৷ প্রশিক্ষকের বাঁশির শব্দ শুনলেই এক নিমেষে তারা বিমানঘাঁটির এক নিমেষে এক একটি বানর আশপাশের গাছপালায় উঠে পাখিদের বাসা ভেঙে দেবে৷
বিষয়: বিবিধ
১৩২৩ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এভাবে চললে সামনে এরকম দেখা যাবে ।
লেখা থামাবেন না , হয়তো আবারো পড়বো আপনার লেখা , বেশী করে লিখুন , আপনার পোস্ট পড়তে খুব ভালো লাগে ।
পিলাচ +++++++
মন্তব্য করতে লগইন করুন