চীনা এয়ার ফোর্সে যোগ দিল বানর সেনারা

লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ১৫ মে, ২০১৪, ১১:০৪:৫১ সকাল



চীনা এয়ার ফোর্সের সমস্যার সমাধানে এবার বাহিনীতে যোগ দিল একদল বানর ৷

প্রতিরক্ষা বাহিনীতে বন্যপ্রাণীর ব্যবহার অবশ্য নতুন নয়৷ আমেরিকার সেনাবাহিনী মাইন খুঁজতে একদল ডলফিন পুষেছিল৷ তাদের প্রশিক্ষণ দিয়ে দিব্যি কাজ করাত৷ আর কুকুরের ব্যবহার তো সর্বজনবিদিত৷ তবে বানর কোনও সেনাবাহিনীতে এই প্রথম৷

তাদের প্রশিক্ষণ দিতে ইতিমধ্যেই প্রশিক্ষকও এসে গিয়েছে৷ জোরে চলছে ট্রেনিং৷ কাজ কি ?

বাঁশির শব্দ শুনলেই ছুটে যেতে হবে৷ ভয় দেখিয়ে তাড়াতে হবে নানা প্রজাতির পাখিদের৷ তারপর ভাঙতে হবে তাদের বাসা৷

আসলে একেবারে নিরীহ পাখিরাই দীর্ঘদিন ধরে মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে চীনা এয়ার ফোর্স সেনাদের৷ যুদ্ধ বিমান নিয়ে ওড়ার অথবা জরুরি অবতরণের সময় ছোট্ট ছোট্ট পাখিরাই সমস্যা হয়ে দাঁড়ায়৷ গাছগাছালিতে ভরা জায়গাতে পাখির উত্পাতে অতিষ্ঠ সেনারা৷ আতসবাজি ফাটিয়ে ও আরও বেশ কিছু উপায় অবলম্বন করেও পাখি তাড়ানোতে তাঁরা সাফল্য পাননি৷ তাই অবশেষে ডাক পড়েছে এক বিশেষ প্রজাতির বুনো বানর ।

চিনা এয়ার ফোর্সের ওয়বসাইট থেকে জানা গিয়েছে, এই ধরনের বানরেরা অত্যন্ত বাধ্য ও ভীষণ চটপটে৷ প্রশিক্ষকের বাঁশির শব্দ শুনলেই এক নিমেষে তারা বিমানঘাঁটির এক নিমেষে এক একটি বানর আশপাশের গাছপালায় উঠে পাখিদের বাসা ভেঙে দেবে৷

বিষয়: বিবিধ

১৩২৩ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

221725
১৫ মে ২০১৪ সকাল ১১:০৯
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
221727
১৫ মে ২০১৪ সকাল ১১:১১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এই চাকরি টা আমাকে দিলে!!! উপকার হইত!
221733
১৫ মে ২০১৪ সকাল ১১:১৮
বিন হারুন লিখেছেন : এর নাম সেনা বাহিনি না দিয়ে, পাখি নিধন বাহিনি দেওয়া যেত. সেনা বাহিনি নামটি কুকুরকে, বানরকে দিলে অমর্যদা করা হয়েছে বলে মনে হয়.
221752
১৫ মে ২০১৪ দুপুর ১২:০৬
হতভাগা লিখেছেন :


এভাবে চললে সামনে এরকম দেখা যাবে ।
221760
১৫ মে ২০১৪ দুপুর ১২:১৭
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : হাস্যকর কথা।
221796
১৫ মে ২০১৪ দুপুর ০১:৩০
দ্য স্লেভ লিখেছেন : বছর দুয়েক আগে পড়েছিলাম আফগানিস্থানের তালেবানরা মার্কিনিদের উপর হামলা চালাতে বানরদেরকে এক কে ৪৭ দিয়ে গুলি চালানোর ট্রেনিং দিয়ে সফল হয়েছে। তারা কয়েকটা অপারেশনও করেছে। এখন গ্রেনেড,বোমা মারার প্রশিক্ষন দিচ্ছে। এরপর দেখলাম কিছু সমাজবাদী তীব্র প্রতিবাদ করছে এসব ঘটনার....সেখানকার মার্কিন বাহিনীও এটার নিন্দা করেছিল। পশুদের ব্যবহার অনেকেই করে।
221968
১৫ মে ২০১৪ সন্ধ্যা ০৭:১৫
শেখের পোলা লিখেছেন : হুজ্জতে বাঙ্গাল আর হেকমতে চীন৷
222449
১৭ মে ২০১৪ রাত ০১:৩২
কাঁচের বালি লিখেছেন : আপনি এতো অজানা পোস্ট কোথায় পান ? পড়ে ভালো লাগলো ।
লেখা থামাবেন না , হয়তো আবারো পড়বো আপনার লেখা , বেশী করে লিখুন , আপনার পোস্ট পড়তে খুব ভালো লাগে ।
পিলাচ +++++++ Good Luck Rose Good Luck Rose

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File