মাইন উদ্দিন খান বাদল ধর্ম নিরপেক্ষতার কথা বলেন , কিন্তু ভান্ডারী সম্মেলনে

লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ৩০ এপ্রিল, ২০১৪, ১১:৫৮:১৪ সকাল





ধর্ম নিরপেক্ষতার কথা বলেন , কিন্তু ভান্ডারী সম্মেলনে। কথিত মাজার পুজারী , পীর পূজারীদের সাথে মাইন উদ্দিন খান বাদলদের সম্পর্কের প্রমান।



এর নাম মহাত্বা সম্মেলন !!!



কি অনন্য কাহিনী



ইসলামী দল গুলোকে রাত দিন জঙ্গি উপাধি দিচ্ছেন কিন্তু অনুষ্ঠানে



বিষয়: বিবিধ

১৫১০ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

215307
৩০ এপ্রিল ২০১৪ দুপুর ১২:১৮
নীল জোছনা লিখেছেন : ধর্মনিরপেক্ষতা মানে সব সম্মেলনে উপস্থিত থাকা।
৩০ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৪১
163548
মাহফুজ মুহন লিখেছেন :
তাহলে কি জানা আছে অন্য কোনো ইসলামী সম্মেলনে তার উপস্থিতি ?
ধরি মাছ না চুই পানি । সুবিধা মত কাজ।
215320
৩০ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৩৭
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : ‘মহাত্মা সম্মেলন’ আমাদের এখানেও পোস্টার দেখছি, মাইন উদ্দিন খান বাদলর মত মহাআলেমকে দাওয়া দিয়ে এত মহাত্মার পরিচয় দিয়েছে যারা তারাও মহাআলেম। শাবাশ আলেম সমাজ, বিরিয়ানীর ব্যবস্থা ছিল কিনা কে জানে?
৩০ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৪২
163549
মাহফুজ মুহন লিখেছেন : ‘মহাত্মা সম্মেলন’দেখে অনুমান হয় আসলে এরা কারা ।
215336
৩০ এপ্রিল ২০১৪ দুপুর ০১:০৪
শিশির ভেজা ভোর লিখেছেন : মাত্র একটি ক্যাটাগরিতে কেনো ধর্মনিরপেক্ষতাকে মাপছেন। অনেক ক্যাটাগরি আছে। সব বিষয় নিয়ে আসুন দেখবেন যে উনি উনার পথে ঠিক আছেন।
215374
৩০ এপ্রিল ২০১৪ দুপুর ০২:১৯
জুমানা লিখেছেন : ওনারা হলেন সুবিদা পার্টি,,,
১২ মে ২০১৪ সকাল ০৬:০৪
168081
মাহফুজ মুহন লিখেছেন : পাছাটা সুবিদা পার্টি
215382
৩০ এপ্রিল ২০১৪ দুপুর ০২:৩১
বেআক্কেল লিখেছেন : এর মত লন্ড 'ভন্ড' নাস্তিক ধর্মনিরপেক্ষ ক্লিবলিঙ্গ ব্যক্তি বাংলাদেশে আরেক জন নাই।

- তিনি যখন কথা কহেন, মনে হবে দেশ মনে হয় এর মত সুফি আরেক জন নাই।

তথ্য হইল: তিনি ইতিমধ্যে দুই নম্বরী কইরা বহু কোটি টাকার মালিক হইয়াছেন।

- ধর্মীয় সম্মেনলনে তিনি যখন কথা কহেন মনে হইবে, ইশরে আজ শয়তান এইহানে নাই, থাইকলে এনার ওয়াজ শুইনা আজ সে আল্লাহর উপর ইমান আনিত।

তথ্য হইল: তিনি যখন গালাগালি করেন, মনে হইবে সেই বিষয়ে তিনি হাভার্ডের ডিগ্রী নিয়াছেন, বাইছা থাইকলে আলীগ নেতা জহুর আহমদ চৌধুরী তারেই গরু মানত।

- দুর্নিতীর বিরুদ্ধে কতা বইলতে দেলে মনে হইব এই সাধুরে কমিশনের প্রধান বানানো উচিত আছিল। মানুষ মনে করে একটি পাঞ্জাবী কালা কুচকুচে চামড়ার উপর বসাইয়া মনে হয় জীবন পার করিছে।

তথ্য হইল: চোরামিতে তিনি ইতিমধ্যে আওয়ামীলীগের পেশাদারী ডাকাত নেতাদের হার মানাইয়াছে। আলীগ নেতারা আঙ্গুল চোষে আর ভাবে বেটার মাথায় এত বুদ্ধি আছিল কুথায়? আর সাদা পাঞ্জাবী?! দোকানে গিয়া বইলা আসে আমার জন্য চার ডজন পাঞ্জাবী তিন দিনের মধ্যে পাঠাবি, ছয় মাস পরে আরো চার ডজন। ঠিক মত না পাঠাই্লে তুই মোল্লার দোকান কিভাবে চলে আমি বাদইল্যা দেইখা নিমু, শালার পুত।
১২ মে ২০১৪ সকাল ০৬:০৫
168082
মাহফুজ মুহন লিখেছেন : ক্লিবলিঙ্গ ব্যক্তি ?
215573
৩০ এপ্রিল ২০১৪ রাত ০৮:৩১
সবুজেরসিড়ি লিখেছেন : এ এক অর্বাচীন এর কথা না বলাই ভাল . . .
১২ মে ২০১৪ সকাল ০৬:০৫
168083
মাহফুজ মুহন লিখেছেন : :Thinking
215627
৩০ এপ্রিল ২০১৪ রাত ১১:০৩
আবু জারীর লিখেছেন : নষ্ট বামের ভন্ডামী আরকি।
১২ মে ২০১৪ সকাল ০৬:০৫
168084
মাহফুজ মুহন লিখেছেন : নষ্ট বামের ভন্ডামী ঠিক
215667
০১ মে ২০১৪ রাত ১২:০৭
কাঁচের বালি লিখেছেন : এই সব ভণ্ডদের জন্য আজকে দেশের ইসলামের সঠিক চর্চা হয় না । এই সব সুবিধাবাদীদের দেশ থেকে বের করে দেওয়া উচিৎ !
১২ মে ২০১৪ সকাল ০৬:০৩
168080
মাহফুজ মুহন লিখেছেন : মাইন উদ্দিন খান বাদলের ইতিহাস স্বাধীন বাংলা নিউক্লিয়াসের অন্যতম সদস্য , বীর মুক্তি যোদ্ধা জাসদের সভাপতি কাজী আরেফ হত্যা কারী হাসানুল হক ইনুর সহযোগী এবং ওই হত্যাকান্ডের পরিকল্পনাকারী মাইন উদ্দিন খান বাদল। কাজী আরেফ হত্যাকে হত্যার পর হাসানুল হক ইনু ও মাইন উদ্দিন খান বাদল জাসদের পদ ভাগা ভাগী করেন। মাইন উদ্দিন খান বাদল বাসদ থেকে নির্বাচনে ২০০ বেশি ভোট পান নাই। বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাইন উদ্দিন খান লিজ-প্রক্রিয়ায় অনিয়মের সাথে জড়িত। কোটি কোটি টাকা লুটপাট করেন। ১৯৯৮ সালে আমেরিকা সফরের সময় ঐক্যবদ্ধ জাসদের পক্ষ থেকে যুক্তরাষ্ট্র কমিটি গঠন করেন। সেই সময় জাসদের কেন্দ্রীয় অফিসে ফেক্স মিশিন নাই এই অজুহাত দেখিয়ে ৫০০ ডলার হাতিয়ে নেন। আজ পর্যন্ত সেই টাকা দিয়ে ফেক্স মিশিন কেনা হয়নি। ০৫ জুন ২০১১, সংসদীয় স্থায়ী কমিটির ক্ষমতা বৃদ্ধিসংক্রান্ত বিল মন্ত্রিসভায় নাকচ হওয়ায় জাতীয় সংসদে তুমুল বিতর্ক হয়। মাইন উদ্দিন খান বাদল প্রসঙ্গটি তোলেন। তিনি বলেন, পত্রিকায় দেখলাম সংসদীয় স্থায়ী কমিটির ক্ষমতা বৃদ্ধিসংক্রান্ত একটি প্রস্তাব মন্ত্রিসভা থেকে ফেরত পাঠানো হয়েছে। এটা সঠিক হয়েছে বলে মনে করি না। এর ফলে বেরিয়ে আসে মাইন উদ্দিন খান বাদলের লিজ-প্রক্রিয়ায় অনিয়মের সাথে জড়িত। বৈবাহিক জীবনে তার নিজের কোনো সন্তান নাই। যে মহিলাকে বিবাহ করেছেন বলে প্রচার করেন , সেই মহিলার সন্তানেরা অন্যের। যারা এখন আমেরিকার কেন্সাসে আছে। ওই মহিলার স্বামী বিমান বন্দরে চাকুরী করতেন। লম্পট মাইন উদ্দিন খান জোর করে বিয়ে করে। এর পর ওই কারণে মহিলার স্বামী হার্ড এটাকে মারা যান। বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য থাকালীন সময়ে বদলি , নিয়োগ বানিজ্যের সাথে জড়িত ছিলেন। বহু টাকা কামিয়ে নিয়েছেন। এমন অনেক ভুক্তভোগী এখনো আমেরিকায় আছেন। জীবনে কোনো চাকুরী করেন নাই। তার পিতার উল্লেখ যোগ্য কোনো সম্পত্তি নাই। চিটাগাং এলাকার মানুষের প্রশ্ন - তাহলে এত সম্পত্তির মালিক কি করে হলেন মাইন উদ্দিন খান বাদল ? চিটাগাং এলাকার অনেক সংখা লঘুর সম্পত্তি গ্রাস করেছেন। অসহায় নিরীহ সংখা লঘু আজ পর্যন্ত বিচার এবং তাদের ভূমি ফেরত পায়নি। এমন আরো বহু কাহিনী আছে।
220486
১২ মে ২০১৪ সকাল ০৬:১১
কাঁচের বালি লিখেছেন : আমরা চাই আপনি সত্য আরও বেশী করে প্রকাশ করুণ , তাতে করে এই সব অমানুষদের মুখোশ খুলে যাবে , আপনার এই সব তথ্য এখন মানুষের অজানা , ধন্যবাদ আপনাকে ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File