শারমিন আহমদ কি তাহলে তাজ উদ্দিনের মেয়ে নন ?কি বলে এরা ? তথ্য অধিকার আইনে মামলা হবে না কেন ?

লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ২৭ এপ্রিল, ২০১৪, ০২:৫৯:০৪ রাত

যদি পিয়ালদের বিরদ্ধে মামলা , রিমান্ড না হয় , তাহলে আমরা বিশ্বাস করবো তাজ উদ্দিন আহমেদের স্ত্রীর অথবা তাজ উদ্দিন আহমেদের বৈবাহিক সম্পর্কের অনেক প্রশ্ন লোকায়িত আছে।

একজন লেখিকা যখন অনেক অজানা তথ্য প্রকাশ করলেন , ঠিক তখন কিছু অসামাজিক লোকজন তাকে নিয়ে এমন সব মন্তব্য করছে , যা শুধু অন্যায় নয় বরং আইনত অপরাধ।

সত্য প্রকাশের পর দেখুন এরা কত নিচে নামতে পারে।



যুদ্ধাকালীন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদকে নিয়ে লিখা বই। । সদ্য প্রকাশিত গ্রন্থ ‘তাজউদ্দীন আহমদ নেতা ও পিতা’ গ্রন্থে তাজউদ্দীন আহমদের যুদ্ধযাত্রার এ বর্ণনা দিয়েছেন তার জ্যেষ্ঠ কন্যা যুক্তরাষ্ট্র প্রবাসী শারমিন আহমদ। ১৯৯০ সালে জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় থেকে ফেলোশিপ ও উইমেন্স স্টাডিজ স্কলারসহ উইমেন্স স্টাডিজে মাস্টার অব আর্টস ডিগ্রি লাভ করেন তিনি। সেটা নিয়ে তথ্য দিয়ে জবাব দিতে না পেরে পিয়ালদের জন্মগত শিক্ষা থেকে মূল্যায়নের মন্তব্য দেখলেই অনুমান হয় এরা কত নিচু শ্রেনীর। জহুরা তাজ উদ্দিন নিয়ে এই বক্তব্যের পর কি কোনো আইনি প্রক্রিয়া শুরু হবে ?

অন্যদের ভুয়া গালি দিতে দিতে এমন স্পর্ধা হয়েছে যে কাউকে এরা যা খুশি বলছে।

বিষয়: বিবিধ

২৯৭৮ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

213753
২৭ এপ্রিল ২০১৪ রাত ০৩:৪৯
প্রবাসী মজুমদার লিখেছেন : শারমীন কে এটা বড় নয়। বরং শারমিন যা বলেছে ১০০% ঠিক।
- শেখ মুজিব স্বাধীনতা চায়নি। সে যুদ্ধের জন্য কাউকে বলে যায়নি। একটি দেশে যুদ্ধাবস্থা। তিনি হঠাত পাকিস্কাতে চলে গেলেন? ছি।
- আম্লীগ এক বাপের কথা ছাড়া আর কারও কথা বলেনা। অথচ শেখ মুজিবের অনুপস্থিতিতে যারা কাজ করেছে তাদের কারও নাম নেই।
-রক্ষী বাহীনি দিয়ে জাসদ হত্যার রক্তাক্ত হাত নিয়ে কেউ জাতির পিতা হতে পারেনা।
- ৭৪-৭৫ দুভিক্ষে শেখ মুজিব এ জাতিকে কংকাল বানিয়েও দুঃখ প্রকাশ করেনি।
- সর্বোপরী দরাজ একটা গলা ছাড়া শেখ মুজিবের কোন তলা নেই। ব্যর্থ রাষ্ট্রপ্রধান।
- একটি দেশ চলার জন্য যে যোগ্যতা আন্তরিকতা ছিল শেখ মুজিবের তা ছিলনা।
- শেখ মুজিব ছিল দেশ প্রেমহীন একজন মানুষ। ক্ষমতা লোভী। এজন্য ক্ষমতায় গিয়ে কাউকে সাথে রাখেনি।
- দেশে আওয়ামীলীগ যুদ্ধ করেনি। এটা সত্য। কতজন আওয়ামীলীগের লোক যুদ্ধ কেরছিল?
এসব থেকে পরিস্কার শারমীন ঠিক বলেছে।
২৮ এপ্রিল ২০১৪ সকাল ১০:০২
162473
মাহফুজ মুহন লিখেছেন : এখন তাজ উদ্দিন আহমেদকে রাজাকার উপাধি দেয়ার পালা। আর সেই কাজটি হয়ত আওয়ামিলিগ খুব শিগ্রই বলবে।
213760
২৭ এপ্রিল ২০১৪ সকাল ০৫:৩৫
তহুরা লিখেছেন :
২৮ এপ্রিল ২০১৪ সকাল ০৯:৫৮
162471
মাহফুজ মুহন লিখেছেন : Rolling Eyes
214002
২৭ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৩৪
এম_আহমদ লিখেছেন : এই জানোয়ারদের পড়াশুনা নেই, তাই মিথ্যাচার, অপবাদ, এদিকে ঢিল, ওদিকে দিকে ঢিল এসবই হচ্ছে ওদের ইতিহাসের যৌক্তিকতা, "সঠিক" ইতিহাস।
২৮ এপ্রিল ২০১৪ সকাল ০৯:৫৮
162470
মাহফুজ মুহন লিখেছেন : এদের চরিত্র এমনি। গাজাখুরি ইতিহাস যখন সত্যের কাছে ধরা পড়ে , তখন এরা যা মুখে আসে সেটাই প্রচার করে। চেতনার ধারাবাহিকতা
214148
২৮ এপ্রিল ২০১৪ রাত ০২:০৭
কাঁচের বালি লিখেছেন : এখন আওয়ামীলীগের মুখোশ খুলে দেওয়াতে তাজউদ্দীনের কন্যকে আগের ঘরের সন্তান বানিয়ে দিল ??
কি আর করবে একটা কিছু দিয়ে আসল সত্য কে ঢাকতে হবে তো !
আওয়ামীলীগের জাতই খারাপ ।
২৮ এপ্রিল ২০১৪ সকাল ১০:০৫
162474
মাহফুজ মুহন লিখেছেন : আসল নেতাদের খোজ নাই , পাতি নেতাদের ক্ষমতা লোভের কাহিনী দেখে এখন নতুন পাগলের আমদানি হচ্ছে। তাই তো চেতনার মঞ্চের বাদুর দের ডানা লাফাচ্ছে
214412
২৮ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:২০
হতভাগা লিখেছেন : এরাই যে কয়দিন পরে তাজ উদ্দিনকেও ডিনাই করবে না তার গ্যারান্টি কি ?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File