নির্মম সত্য গোপন থাকে না। এই বইটি যতেষ্ট।

লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ২৪ এপ্রিল, ২০১৪, ০৬:৩২:৫৯ সকাল



বাড়ি গিয়ে নাকে তেল দিয়ে ঘুমিয়ে থাকো, পরশু দিন (২৭শে মার্চ) হরতাল ডেকেছি। টেপে বিবৃতি দিতে বা স্বাধীনতার ঘোষণায় স্বাক্ষর প্রদানে মুজিব কাকু অস্বীকৃতি জানান।

সদ্য প্রকাশিত গ্রন্থ ‘তাজউদ্দীন আহমদ নেতা ও পিতা’ গ্রন্থে তাজউদ্দীন আহমদের এ বর্ণনা দিয়েছেন যুদ্ধাকালীন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন তার জ্যেষ্ঠ কন্যা যুক্তরাষ্ট্র প্রবাসী শারমিন আহমদ।

তিনি আব্বুকে বললেন, বাড়ি গিয়ে নাকে তেল দিয়ে ঘুমিয়ে থাকো, পরশু দিন (২৭শে মার্চ) হরতাল ডেকেছি। পূর্ব-পরিকল্পনা অনুযায়ী আব্বু স্বাধীনতার ঘোষণা লিখে নিয়ে এসেছিলেন এবং টেপ রেকর্ডারও নিয়ে এসেছিলেন। টেপে বিবৃতি দিতে বা স্বাধীনতার ঘোষণায় স্বাক্ষর প্রদানে মুজিব কাকু অস্বীকৃতি জানান।

২৫শে মার্চের ভয়াল কালো রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে তাজউদ্দিন আহমদের সাক্ষাতের বর্ণনা দিয়ে শারমিন আহমদ আরও লিখেছেন, মুজিব কাকুর তাৎক্ষণিক এই উক্তিতে (বাড়ি গিয়ে নাকে তেল দিয়ে ঘুমিয়ে থাকো প্রসঙ্গে) আব্বু বিস্ময় ও বেদনায় বিমূঢ় হয়ে পড়লেন। এদিকে বেগম মুজিব ওই শোবার ঘরেই সুটকেসে মুজিব কাকুর জামাকাপড় ভাঁজ করে রাখতে শুরু করলেন। ঢোলা পায়জামায় ফিতা ভরলেন। পাকিস্তানি সেনার হাতে মুজিব কাকুর স্বেচ্ছাবন্দি হওয়ার এই সব প্রস্তুতি দেখার পরও আব্বু হাল না ছেড়ে প্রায় এক ঘণ্টা ধরে বিভিন্ন ঐতিহাসিক উদাহরণ টেনে মুজিব কাকুকে বোঝাবার চেষ্টা করলেন।

তাজউদ্দীন আহমদ বলেছিলেন, ‘মুজিব ভাই, এটা আপনাকে বলে যেতেই হবে। কারণ কালকে কি হবে, আমাদের সবাইকে যদি গ্রেপ্তার করে নিয়ে যায়, তাহলে কেউ জানবে না, কি তাদের করতে হবে। এই ঘোষণা কোন না কোন জায়গা থেকে কপি করে আমরা জানাবো। যদি বেতার মারফত কিছু করা যায়, তাহলে সেটাই করা হবে। মুজিব কাকু তখন উত্তর দিয়েছিলেন-‘এটা আমার বিরুদ্ধে দলিল হয়ে থাকবে। এর জন্য পাকিস্তানিরা আমাকে দেশদ্রোহের জন্য বিচার করতে পারবে।

মুজিব কাকুকে স্বাধীনতার ঘোষণায় রাজি করাতে না পেরে রাত ৯টার দিকে আব্বু ঘরে ফিরলেন বিক্ষুব্ধ চিত্তে। আম্মাকে সব ঘটনা জানালেন।



মুজিব বাহিনীর ভূমিকা প্রসঙ্গে তিনি লিখেছেন, সরকার গঠনের পক্ষে উত্থাপিত যুক্তিবলে যখন বিপ্লবী কাউন্সিল গঠনের প্রস্তাবটি ভেস্তে যায় তখন বিএসএফ-এর প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক রুস্তামজির বিরোধিতা সত্ত্বেও ভারতীয় গোয়েন্দা সংস্থা ও ‘র’-এর সহায়তায় শেখ মণির নেতৃত্বে গঠিত হয় মুজিব বাহিনী। এক বাক্সে সব ডিম না রাখার পক্ষপাতী ভারত সরকারও মুজিব বাহিনী গঠনের সিদ্ধান্ত স্বাধীন বাংলাদেশ সরকারের কাছে গোপন রাখে। সমগ্র জাতির মুক্তি ও কল্যাণের লক্ষ্যে আব্বুর নিবেদিত কর্মপ্রয়াসের বিপরীতে অনুগত তরুণদের ক্ষুদ্র অংশকে নিয়ে সংকীর্ণ ব্যক্তিস্বার্থে গঠিত মুজিব বাহিনীর প্রতিষ্ঠা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করছিল। একপর্যায়ে মুজিব বাহিনীর একনেতা এতটাই হিংসাত্মক ও মরিয়া হয়ে ওঠে যে, সে আব্বুকে হত্যারও প্রচেষ্টা চালায়।



http://mzamin.com/details.php?mzamin=MjA0NTA%3D&sMg=%3D#.U1hDrEY53Go.facebook

গত ১৮, এপ্রিল ২০১৪ -শুক্রবার বিকেলে রাজধানীর এশিয়াটিক সোসাইটি মিলনায়তনে তাজউদ্দীন আহমদ: নেতা ও পিতা গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে বক্তব্য দেন - ড. কামাল হোসেন জ্যেষ্ঠ আইনজীবী আমীর-উল ইসলাম, অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বলেন,অধ্যাপক আনিসুজ্জামান , মঈদুল হাসান, তাজউদ্দীন আহমদের বন্ধু এম এ করিম, শেখ মুজিবুর রহমানের একসময়কার ব্যক্তিগত সহকারী গোলাম মুরশেদ, বইটির প্রকাশক আরিফুর রহমান প্রমুখ।



প্রকাশনা অনুষ্ঠানে দর্শকসারিতে অন্যদের সঙ্গে তাজউদ্দীন আহমদের আরেক মেয়ে ও সাংসদ সিমিন হোসেন রিমি, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি প্রমুখ উপস্থিত ছিলেন।



প্রকাশনা সংস্থা ঐতিহ্য থেকে প্রকাশিত হলো শারমিন আহমদ রচিত ‘তাজউদ্দীন আহমদ : নেতা ও পিতা’ বইটি। ৪৬০ পৃষ্টার বইটিতে ৭টি অধ্যায়ে তুলে ধরা হয়েছে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের জীবনের বিভিন্ন অংশ।

বিষয়: বিবিধ

২৫০০ বার পঠিত, ২৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

212481
২৪ এপ্রিল ২০১৪ সকাল ০৬:৫৫
মোহাম্মদ নূর উদ্দীন লিখেছেন : বাহ ! অনেক সুন্দর ! এনাহে জাতির জনক !!!
২৪ এপ্রিল ২০১৪ সকাল ০৮:২২
160776
মাহফুজ মুহন লিখেছেন : সত্য কে লোকানো যায় না। আর এই বই লিখেছেন তো সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীনের মেয়ে। জামায়াত , বি এন পি , অথবা অন্য কেউ লিখলে তো বহু কথা শুনতে হত। কেন যে আসল মুখোশ খুলে দিচ্ছে সবাই।
212485
২৪ এপ্রিল ২০১৪ সকাল ০৭:০৮
দ্য স্লেভ লিখেছেন : বাহ কি চমৎকার দেখা গেল। অবশ্য শেখ মুজিবুর রহমান একজন কারিশমাটিক লিডার। কখনও কখনও এমন লিডারদের বিরুদ্ধে অভিযোগ উঠলেও জনগন বিশ্বাস করেনা বা করতে পারেনা। কারো ব্যক্তিত্ব মাত্রাতিরিক্ত উপরে উঠলে তার কিছু ফ্যাসিলিটি আছে। আমি এসব নিয়ে চর্বন করার পক্ষে না। আমাদের বাংলাদেশের ইতিহাস সবসময়ই ঘোলাটে।
২৪ এপ্রিল ২০১৪ সকাল ০৮:২৪
160779
মাহফুজ মুহন লিখেছেন : সত্য কথা লিখার জন্যে জনাব তাজউদ্দীনের
মেয়েকে একরাশ রজনী ফুলের শুভেচ্ছা দেয়া যায়।
২৪ এপ্রিল ২০১৪ সকাল ০৯:৩৮
160817
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : গতকাল বইটি সংগ্রহ করেছি। প্রায় ৫০০ পৃষ্ঠার বিশাল বই।
৫৯ নং পৃষ্ঠায় যা লেখা আছে ইতিহাস বুঝতে হলে ততটুকুই যথেষ্ট।
212486
২৪ এপ্রিল ২০১৪ সকাল ০৭:১৩
সরল কথা লিখেছেন : দারুন খবর Happy
২৪ এপ্রিল ২০১৪ সকাল ০৮:২৫
160780
মাহফুজ মুহন লিখেছেন : ইতিহাস কথা বলে। আমার মনে হয় এই বইটি বাংলাদেশে অতি শিগ্রই নিষিদ্ধ করা হবে।
212489
২৪ এপ্রিল ২০১৪ সকাল ০৭:৪৫
এস আই সাহেব লিখেছেন : বই কোথায়।বিশ্বাস করা যায় কি?
২৪ এপ্রিল ২০১৪ সকাল ০৮:১৯
160774
মাহফুজ মুহন লিখেছেন : সদ্য প্রকাশিত গ্রন্থ ‘তাজউদ্দীন আহমদ নেতা ও পিতা’ গ্রন্থে তাজউদ্দীন আহমদের এ বর্ণনা দিয়েছেন যুদ্ধাকালীন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন তার জ্যেষ্ঠ কন্যা যুক্তরাষ্ট্র প্রবাসী শারমিন আহমদ।
সেই খবরের লিংক ও আছে। ‘তাজউদ্দীন আহমদ নেতা ও পিতা’ বইটি পড়ে দেখতে পারেন। মিথ্যা হবে কেন ?
২৪ এপ্রিল ২০১৪ সকাল ০৯:৩৭
160816
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : গতকাল বইটি সংগ্রহ করেছি। প্রায় ৫০০ পৃষ্ঠার বিশাল বই।
৫৯ নং পৃষ্ঠায় যা লেখা আছে ইতিহাস বুঝতে হলে ততটুকুই যথেষ্ট।
212492
২৪ এপ্রিল ২০১৪ সকাল ০৭:৫৭
শেখের পোলা লিখেছেন : জয় সেচ্ছায় বন্দীত্ব গ্রহণকারী জাতির আব্বা৷ জয় বাংলা, ঠেলা সামলা৷ তারেক কই গেলা? বই খানা তোমার উপকারে আসতে পারে৷
২৪ এপ্রিল ২০১৪ সকাল ০৮:২৫
160781
মাহফুজ মুহন লিখেছেন : সবার জন্যে বহু উপকারী বই
212497
২৪ এপ্রিল ২০১৪ সকাল ০৮:৫৭
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : গতকাল বইটি সংগ্রহ করেছি। প্রায় ৫০০ পৃষ্ঠার বিশাল বই।
৫৯ নং পৃষ্ঠায় যা লেখা আছে ইতিহাস বুঝতে হলে ততটুকুই যথেষ্ট।
২৪ এপ্রিল ২০১৪ সকাল ০৯:২৮
160811
আহ জীবন লিখেছেন : ছড়িয়ে দিন। যত তাড়াতাড়ি সম্ভব হয়।
২৪ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৪৫
160949
মাহফুজ মুহন লিখেছেন : ইতিহাসের পথে আমরা এখনো অনেক কিছু জানি না। যেমন আমার ফাসি চাই থেকে অনেক কিছু জেনেছিল পরবর্তী প্রজন্ম।
212500
২৪ এপ্রিল ২০১৪ সকাল ০৯:০১
কাঁচের বালি লিখেছেন : দারুণ খবর ! আওয়ামীলীগ এখন কি বলবে ?
আপনাকে ধন্যবাদ নির্মম সত্য কে আমাদের সামনে নিয়ে আসার জন্য ।
২৪ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৩৭
160945
মাহফুজ মুহন লিখেছেন : মোটা মুটি অনেক কথার জবাব আছে। বইটির প্রকাশনার সময় দেখুন সেই সময়ের ড. কামাল হোসেন, আইনজীবী আমীর-উল ইসলাম,তাজউদ্দীন আহমদের বন্ধু এম এ করিম, শেখ মুজিবুর রহমানের একসময়কার ব্যক্তিগত সহকরী গোলাম মুরশেদ, উপস্থিত। দিনের আলোর মত পরিষ্কার অনেক কাহিনী এখনো অজানা।
212503
২৪ এপ্রিল ২০১৪ সকাল ০৯:০৭
হতভাগা লিখেছেন : দেখেন নিজের বোমাতে উনি নিজেই বিস্ফোরিত হয়ে যায় কি না ?

এসব কত করলো অনেকেই ! কেউ কি একটা পিউবিক হেয়ারও ছিড়ঁতে পেরেছে?
২৪ এপ্রিল ২০১৪ সকাল ০৯:৩৭
160815
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : গতকাল বইটি সংগ্রহ করেছি। প্রায় ৫০০ পৃষ্ঠার বিশাল বই।
৫৯ নং পৃষ্ঠায় যা লেখা আছে ইতিহাস বুঝতে হলে ততটুকুই যথেষ্ট।
২৪ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৩২
160943
মাহফুজ মুহন লিখেছেন : মনে হয় ‘তাজউদ্দীন আহমদ নেতা ও পিতা’ এর অবস্থা মুক্তি যোদ্ধা মতিউর রহমান রিন্টুর "আমার ফাঁসি চাই" এর মত হতে পারে। কিন্তু জাতি জানতে পারলো আবার অনেক অজানা কথা। কথিত নেতার আসল কাহিনী আরো হয়ত এখনো অজানা।
212547
২৪ এপ্রিল ২০১৪ সকাল ১১:২১
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : জীবদ্দশায় শেখ মুজিবের সাথে তাজউদ্দিনের সম্পর্ক ভালো যায়নি এটা দিবালোকের মত স্পষ্ট। এনিয়ে মাতামাতির কি আছে।
২৪ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৪৩
160948
মাহফুজ মুহন লিখেছেন : মাতা মাতি থাকতেই পারে। যেমন গোয়েন্দা সংস্থা ও ‘র’-এর সহায়তায় শেখ মণির নেতৃত্বে গঠিত হয় মুজিব বাহিনী। ভারত সরকারও মুজিব বাহিনী গঠনের সিদ্ধান্ত স্বাধীন বাংলাদেশ সরকারের কাছে গোপন রাখে। যুদ্ধাকালীন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ( প্রথম প্রধানমন্ত্রী)‘তাজউদ্দীনকে হত্যার চেষ্টা করেছিল মুজিব বাহিনী’। বাড়ি গিয়ে নাকে তেল দিয়ে ঘুমিয়ে থাকো, পরশু দিন (২৭শে মার্চ) হরতাল ডেকেছি। স্বাধীনতার ঘোষণা লিখে নিয়ে এসেছিলেন এবং টেপ রেকর্ডারও নিয়ে এসেছিলেন। টেপে বিবৃতি দিতে বা স্বাধীনতার ঘোষণায় স্বাক্ষর প্রদানে শেখ মুজিবুর রহমানের অস্বীকৃতি । পাকিস্তানি সেনার হাতে শেখ মুজিবুর রহমানের স্বেচ্ছাবন্দি হওয়ার এই সব প্রস্তুতি । সব মিলিয়ে যা দাড়ালো ? তা আমাদের জানা উচিত।
১০
215445
৩০ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৫৫
কেলিফোরনিয়া লিখেছেন :

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File