আক্রান্ত ও অসম্মানিত আদালত ও আমি , আমরা

লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ২৩ ফেব্রুয়ারি, ২০১৩, ০৩:৫৫:৩৩ রাত

২০১২ সালের মে মাসের দায়ের করা রিট পিটিশন নম্বর ৮৮৬ ।

আদালতের নির্দেশের পর সরকাররের পুলিশ বিভাগ সারা দেশে থানায় থানায় চিঠি দিয়েছিল।

২৯ মে পুলিশের যুগ্ম কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম ফাতেমী কমিশনারে পক্ষে একটি চিঠি পুলিশের আইন কর্মকর্তাকে লিখেন।

এ চিঠির রেসপন্স করে ঢাকার সে সময়কার পুলিশ সুপার মো: মিজানুর রহমান লিখেন, ‘রিটে ওয়েবসাইট ও দায়ী ব্যাক্তিদের পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’পুলিশের গোয়েন্দা ও এন্টি সাইবার ক্রাইম টিম এ ব্যাপারে বিশেষভাবে তৎপর রয়েছে। যে কোনো উপায়ে অপরাধীদের গ্রেপ্তার এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বদ্ধপরিকর।

ইসলামবিদ্বেষী ব্লগার গোষ্ঠীকে সমর্থন-সহযোগিতা দেয়ার ও শাহবাগ জন্য বেছে নেয়ার মধ্য দিয়ে ক্ষমতাসীনরাও নিজেদের ইসলামবিরোধী উদ্দেশ্যের ন্যক্কারজনক প্রকাশ ঘটিয়েছেন। এটা অবশ্য তাদের নীতি-ইচ্ছা ও পরিকল্পনার বিষয়, কিন্তু একথা ভুলে যাওয়ার পরিণতি ভয়ঙ্কর হয়ে উঠতে পারে যে, বাংলাদেশের ৯০ ভাগ মানুষ শুধু মুসলমান নন, ধর্মপরায়ণ, অসাম্প্রদায়িক ও সংগ্রামী।

কোন ধর্ম ও আদালত অবমাননা কারি কে গোষ্ঠীকে সমর্থন-সহযোগিতা দেয়া ন্যক্কারজনক।

২০১২ সালে যাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণের কথা বলা হয়েছিল ব্লগারচক্রের ধর্ম ও আদালত অবমাননা : ভালো চাইলে এখনই ব্যবস্থা নিন।

বিষয়: বিবিধ

১২১৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File