বাকশাল এর পূর্ণ নাম বিবরণী। মুক্তিযোদ্ধ করলাম স্বাধীনতার জন্যে , কিন্তু হয়ে গেল একদলীয় শাসন।
লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ৩১ মার্চ, ২০১৪, ০৬:৫৮:০৮ সন্ধ্যা
১৯৭৫ সালের ২৫ জানুয়ারি শেখ মুজিবুর রহমান সংবিধানের চতুর্থ সংশোধনী উত্থাপন করেন।এই সংশোধনীর মাধ্যমে দেশে প্রচলিত সংসদীয় শাসন ব্যবস্থা বাতিল করে বাকশাল ব্যবস্থা চালু করা হয়। সংসদে উত্থাপনের মাত্র ১৫ মিনিটের মধ্যে এই বিল সংসদে পাশ হয়।
বাকশাল এর পূর্ণ নাম বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ। ১৯৭৫ সালের ২৪ জানুয়ারি বাংলাদেশের সংবিধানের চতুর্থ সংশোধনীবলে বহুদলীয় সংসদীয় সরকার পদ্ধতি পরিবর্তন করে এবং দেশের সমগ্র রাজনৈতিক দল বিলুপ্ত করে বাকশাল নামক এই একক রাজনৈতিক দল গঠন করা হয়।
বাকশাল ব্যবস্থায় দলের চেয়ারম্যানই (শেখ মুজিবুর রহমান)
সর্বক্ষমতার অধিকারী।
চেয়ারম্যানের পরেই একজন সাধারণ সম্পাদক সহ ১৫ জন সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি।
৬ জুন, ১৯৭৫ বাকশাল ব্যবস্থায় দেশে চারটি দৈনিক ছাড়া আর সকল সংবাদপত্রের ডিক্লারেশন বাতিল করা হয়। ঐ চারটির তিনটি ছিল দৈনিক ছিল ইত্তেফাক, বাংলাদেশ টাইমস্, দৈনিক বাংলা।
নজরুল ইসলাম , মনসুর আলী , রক্ষীবাহিনীর প্রধান এ এস এম নুরুজ্জামান ,
মেজর সফি উল্লাহ ( বর্তমান সেক্টর কমান্ডার ফেরামের সদস্য ) ,
আনোয়ার হুসেন মঞ্জু ( ইত্তেফাক ), লেখিকা নীলিমা ইব্রাহিম , শেখ মনি ,তোফায়েল আহমেদ , আব্দুর রাজ্জাক, সহ অনেকে গণতন্ত্র বিরোধী , মুক্তি যুদ্ধের চেতনা বিরোধী এক দলীয় শাসন এর পক্ষে ছিলেন।
বাকশালের কথা মুক্তিযোদ্ধের সময় ছিল না। সারা বাংলাদেশী আপামর জনতা মুক্তিযোদ্ধ করেছিল , গণতন্ত্র , জাতির অধিকার , মানুষের মুক্তির জন্যে। কিন্তু শেখ মুজিবুর রহমান সব কিছুকে ছুড়ে ফেলে একদলীয় ফেসিস্ট শাসন কায়েম করেন।
বাকশাল ব্যবস্থার অধীনে কোন অদলীয় শ্রেণী ও পেশাভিত্তিক সংগঠন এবং গণসংঠন করার কোন অধিকার নেই। ট্রেড ইউনিয়ন মাত্রই তাকে বাকশালের অন্তরর্ভুক্ত হতে হবে
গঠনতন্ত্র
(**)কোন সংগঠন, সংস্থা বা কমিটির কোন সদস্য পদ শুন্য হলে, তদস্থলে চেয়ারম্যান নতুন সদস্য নিয়োগ করবেন (চতুর্বিংশ ধারা ২ উপধারা)।
(***)বিভিন্ন সরকারী বা আধাসরকারি দফতর বা প্রতিষ্ঠান, কর্পোরেশন, স্বায়ত্বশাসিত সংস্থা এবং সামরিক ও বেসামরিক বাহিনীসমূহের প্রতিনিধি নির্বাচনের ব্যাপারে দলের চেয়ারম্যানের ইচ্ছাই প্রধান (দশম ধারার ১০ উপধারা ও ১৬ ধারার ২ (খ) উপধারা)।
(বাকশালের তালিকা দেয়া হলো - দেখুন করা ছিলেন বাকশালের নেতৃত্বে। )
The Executive Committee
===============
Sheikh Mujibur Rahman
Sayed Nazrul Islam
Mansoor Ali
Abdul Hasnat
Mohammad Kamruzzaman
Abdul Malek Ukil
Prof. Yusuf Ali
Manaranjan Dhar
Mohiuddin Ahmed
Gazi Golam Mustafa
Zillur Rahman
Sheikh Fazlul Haq Moni
Abdur Razzak
Farshad
Mukit Akash
List of the Central Committee
================
Mohammed Abu Bakar Siddique
Sayed Nazrul Islam
Mansoor Ali
Abdul Malik Ukil
Khandakar Mushtaq Ahmad
A.H.M Kamaruzzaman
Mahmudullah
Abdus Samad Azad
Yusuf Ali
Fani Bhushan Majumder
Dr. Kamal Hussain
Sohrab Hussain
Abdul Mannan
Abdur Rab Shernyabat
Manaranjan Dhar
Abdul Matin
Asaduzzanan
Korban Ali
Dr. Azizul Rahman Mallik
Dr. Mozzaffar Ahmad Choudhury
Tofayel Ahmad
Shah Moazzam Hossain
Abdul Momen Talukder
Dewan Farid Ganj
Professor Nurul Islam Choudhry,
Taher uddin Thakur,
Moslemuddin Khan,
MD Nurul Islam Manju
AKM Obaidur Rahman
Dr. Khitish Chandra Mandal,
Reazuddin Ahmad,
M. Baitullah,
Rahul Quddus(Secretary),
Zillur Rahman,
Mohiuddin Ahmad MP,
Sheikh Fazlul Haq Moin,
Abdur Razzaq,
Sheikh Shahidul Islam
Anwar Choudhry,
Sajeda Choudhry,
Taslema Abed,
Abdur Rahim,
Abdul Awal,
Lutfur Rahman,
A.K. Muzibur Rahman,
Dr. Mofiz Choudhry,
Dr. Allauddin,
Dr. Ahsanul Haq,
Raushan Ali,
Azizur Rahman Akkas,
Sheikh Abdul Aziz,
Salahuddin Yusuf,
Michale Shushil Adhikari,
Kazi Abdul Hakim,
Mollah Jalaluddin,
Shamsuddin Mollah,
Gaur Chandra Bala,
Gazi Ghulam Mustafa,
Shamsul Haq,
Shamsuzzoha,
Rafiqueuddin Bhuiya,
Syed Ahmad,
Shamsur Rahman Khan,
Nurul Haq,
Kazi Zahurul Qayyum,
Capt.(Retd) Sujjat Ali,
M.R. Siddiqui,
MA Wahab,
Chittaranjan Sutar,
Sayeda Razia Banu
Ataur Rahman Khan
Khandakar Muhammad Illyas
Mong Pru Saire
Professor Muzzafar Ahmad
Ataur Rahman
Pir Habibur Rahman
Sayeed Altaf Hussain
Muhammad Farhad
Motia Choudhury
Hazi Danesh
Taufiq Inam(Secretary)
Nurul Islam(Secretary)
Fayezuddin Ahmed (Secretary)
Mahbubur Rahman(Secretary)
Abdul Khaleque
muzibul Haq (Secretary)
Abdur Rahim(Secretary)
Moinul Islam (Secretary)
Sayeeduzzaman(Secretary)
Anisuzzaman(Secretary)
Dr. A Sattar (Secretary)
M.A Samad(Secretary)
Abu Tahir (Secretary)
Al Hossaini (Secretary)
Dr Tajul Hossain(Secretary)
Motiur Rahman. Chairman. TCB
Maj. Gen K.M. Safiullah
Air Vice Marshal Khandakar
Commodore M.H. Khan
Maj Gen. Khalilur Rahman
A.K. Naziruddin
Dr. Abdul Matin Choudhury
Dr. Mazharul Islam
Dr. Sramul Haq
ATM Syed Hossain
Nurul Islam
Dr. Nilima Ibrahim
Dr. Nurul Islam PG Hospital
Obaidul Haq Eiditor Observer
Anwar Hossain Manju Editor Ittefaq
Mizanur Rahman BPI
Manawarul Islam
Brig. A.M.S. Nuruzzaman DG Jatiyo Rakki Bahini
Kamruzzaman teachers Association
Dr. Mazhar Ali Kadri ( Total 115)
বিষয়: বিবিধ
৩৫৪৮ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন