বদির এত টাকা ? পাঁচ বছরে বদির আয় বেড়েছে ৩৫১ গুণ।

লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ২২ মার্চ, ২০১৪, ০৭:২৩:৩৭ সকাল



নির্বাচনী হলফনামার তথ্য অনুযায়ী মহাজোট সরকারের গত পাঁচ বছরে বদির আয় বেড়েছে ৩৫১ গুণ। গত পাঁচ বছরে আয় করেছেন ৩৬ কোটি ৯৬ লাখ ৯৯ হাজার ৪০ টাকা। বার্ষিক আয় ৭ কোটি ৩৯ লাখ ৩৯ হাজার ৮০৮ টাকা ও বার্ষিক ব্যয় ২ কোটি ৮১ লাখ ২৯ হাজার ৯২৮ টাকা উল্লেখ করা হয়েছে।

দশম জাতীয় সংসদ নির্বাচনী হলফনামায় গত পাঁচ বছরের আয় ৩৬ কোটি ৯৬ লাখ ৯৯ হাজার ৪০ টাকা উল্লেখ করা হলেও দুদকে পেশ করা সম্পদ বিবরণীতে সমুদয় সম্পদের পরিমাণ দেখানো হয় ২০ কোটি টাকা। দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া পাঁচ মন্ত্রী-এমপির নির্বাচনী হলফনামার সম্পদের হিসাব অনুসন্ধান করছে দুদক।

দুদকের অনুসন্ধান থেকে জানা যায়, অর্থ পাচার করে দুবাইতে তিনটি স্বর্ণালঙ্কারের দোকান পরিচালনা করছেন বদি। দুবাইতে বসবাসরত কক্সবাজারের সোনা আলীর তিন ছেলের মাধ্যমে দোকানগুলো পরিচালনা করা হচ্ছে। বদির নামে কক্সবাজার সার্কিট হাউস রোডে ১২তলা একটি ভবন রয়েছে। ২৫ কোটি টাকা খরচ করে নির্মাণ করা হয়েছে ভবনটি। দ্বিতীয় স্ত্রী খাদেজা আকতার শাকেরুন্নেছা শাকির নামে কক্সবাজার শহরে রয়েছে ছয় তলা আরেকটি ভবন। পাঁচ থেকে ছয় কোটি টাকা খরচ করে নির্মাণ করা হয়েছে ভবনটি। রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে ৭তলা বিশিষ্ট একটি বাড়ি ও বসুন্ধরা আবাসিক প্রকল্পে তিনটি প্লট রয়েছে বদির নামে। টেকনাফ থেকে সেন্টমার্টিনে বদির মালিকানাধীন পাঁচটি জাহাজ চলাচল করে। প্রতিটি জাহাজের মূল্য পাঁচ কোটি টাকা।





খবরের সূত্র - http://www.samakal.net/2014/03/22/47623

দুদক অভিযোগ করেছে, মিয়ানমারের সঙ্গে আমদানি-রফতানি বাণিজ্যের আড়ালে চোরাইপথে ইয়াবা ব্যবসা হলো বদির মূল ব্যবসা। অবৈধভাবে ইয়াবা ব্যবসা করে সম্পদ গড়ে তুলেছেন তিনি।

বিষয়: বিবিধ

১৫৫৮ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

196000
২২ মার্চ ২০১৪ সকাল ০৮:৫২
শেখের পোলা লিখেছেন : এ জন্যই প্রয়োজন ছিল স্বধীনতার৷ তারই বাস্তবান হচ্ছে৷ দুঃখ করার কিছুই নাই৷ আগে বিদেশীরা লুটতো এখন দেশিরা লুটছে৷
২৭ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৩২
148722
মাহফুজ মুহন লিখেছেন : ১০০ ভাগ
196030
২২ মার্চ ২০১৪ সকাল ০৯:৫৩
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : একজন ইয়াবা ব্যবসায়ীর টাকাতো বাড়তেই পারে Thumbs Up Thumbs Up
২৭ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৩২
148724
মাহফুজ মুহন লিখেছেন : ইয়াবা চেতনা
196073
২২ মার্চ ২০১৪ সকাল ১১:৩৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : দেশের নৈতিক অবষ্থা নষ্ট করার জন্য এই অভদ্র লোকটির দায়িত্ব সবচেয়ে বেশি। এরা পুরো পরিবার ইয়াবা ও অন্যান্য মাদক ব্যবসাতে জড়িত।
২৭ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৩৩
148726
মাহফুজ মুহন লিখেছেন : পত্রিকায় দেখেছি , তারা সব ভাই ইয়াবা মাফিয়া। কিন্তু তার পর ও তারা নিরাপদ !!! উপরে ক্ষমতায় যারা তাদের কমিশন দেয়া হলে সব ঠিক।
196880
২৪ মার্চ ২০১৪ রাত ০২:০৯
কাঁচের বালি লিখেছেন : আহা !! এই দেখি বদির বদনা আলাদীনের জাদুর প্রদীপে রূপান্তরিত হয়েছে !!
২৭ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৩৪
148727
মাহফুজ মুহন লিখেছেন : কমিশন দেয়া ইয়াবা চেতনা

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File