১৭ মার্চ কালো দিবস। কিন্তু কেন ?

লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ১৭ মার্চ, ২০১৪, ০৩:৩৮:১২ রাত



বর্বর গণ হত্যা ও কালো দিবস আজ। এই দিনে স্বাধীন বাংলাদেশের রাজপথে লাশের স্তুপ ছিল।

১৯৭৪ সালের ১৭ মার্চ রাজধানীতে তত্কালীন শেখ মুজিব সরকার নির্বিচারে হত্যা করে শতাধিক বিরোধী দলীয় নেতা কর্মীকে।

১৯৭৪ সালের ১৭ মার্চ এই দিন বাংলাদেশে আওয়ামিলীগ বিরোধী সকল রাজনীতির গলা টিপে হত্যা আর দমনে সৃষ্টি হয় এক ন্যক্কারজনক অধ্যায়। এদিন স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির সামনে এক বিক্ষোভ মিছিলে গুলি চালিয়ে হত্যা করা হয় প্রায় শতাধিক রাজনৈতিক নেতা কর্মীকে। দেশের রাজনীতিতে সৃষ্টি হয় এক কালো অধ্যায়। তত্কালীন মুজিব সরকারের আমলে টেন্ডার ও পারমিটবাজি, দ্রব্যমূল্য বৃদ্ধি, সন্ত্রাস, চাঁদাবাজি, রক্ষীবাহিনীর অত্যাচার ইত্যাদির প্রতিবাদে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি দেয়ার সিদ্ধান্ত নেয় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। শান্তিপূর্ণ মিছিলে ছিলেন বেশির ভাগ তরুণ ছাত্র , মুক্তি যোদ্ধা। কিন্তু শেখ মুজিবের নির্দেশে চালানো হলো বৃষ্টির মত গুলি। গণহত্যা চালানো হয়। আহত, নিহত অনেকের খোজ আজ পর্যন্ত পাওয়া যায় নাই।

১৯৭৪ সালের ১৭ মার্চ পল্টনে এক জনসমাবেশের আয়োজন করে। এদিন সরকারি ছুটির দিন হওয়ায় সংক্ষিপ্ত সমাবেশ শেষে হাজার হাজার মানুষের একটি মিছিল স্মারকলিপি দেয়ার জন্য তত্কালীন স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবন মিন্টু রোডের দিকে রওনা দেয়। এ মিছিলে নেতৃত্ব দেন জাতীয় সমাজতান্ত্রিক দলের নেতা বীর মুক্তিযোদ্ধা মেজর এম ,এ জলিল, আসম আবদুর রব, নূর-ই-আলম জিকু, কাজী আরিফ আহমেদ, মির্জা সুলতান রাজা, আফম মাহবুবুল হক, হাসানুল হক ইনু, শরিফ নুরুল আম্বিয়া প্রমুখ। মিছিলটি পল্টন থেকে রওনা হয়ে মিন্টু রোডের কাছে পৌঁছলে পুলিশ বিনা উস্কানিতে বৃষ্টির মতো গুলিবর্ষণ করে। প্রায় আধা ঘণ্টা একটানা গুলি চালানো হয় । পুলিশের গুলিতে ছাত্রলীগ নেতা (জাসদ) জাফর, জাহাঙ্গীরসহ শতাধিক নিহত হন। আহত হন আরও কয়েকশ’ জাসদ নেতাকর্মী। নিহতদের বেশিরভাগের লাশ পুলিশ গুম করে ফেলে ।

এদিনের মিছিল থেকে শত শত জাসদ কর্মীকে গ্রেফতার করা হয়। জাসদ নেতা সেক্টর কমান্ডার মেজর এম, এ জলিল এবং আসম আবদুর রব সহ কয়েক শত নেতা কর্মীকে গ্রেফতার করা হয় গুলিবিদ্ধ অবস্থায়।

এ ঘটনার জের ধরে এদিন আওয়ামী লীগের নেতা কর্মীরা জাসদের তত্কালীন মুখপত্র দৈনিক গণকণ্ঠের অফিসে ব্যাপক ভাংচুর চালায় এবং জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন লাগিয়ে দেয়।দৈনিক গণকণ্ঠের সম্পাদক কবি আল মাহমুদকে বিনা কারণে গ্রেফতার করা হয়।

১৭ মার্চ এই দিবস টি পালন করে জাসদ ,

কিন্তু হাসানুল হক ইনু আওয়ামীলীগের সরকারের , এবার ইনু কি ১৭ মার্চ কালো দিবস পালন করবেন ?

আসম আব্দুর রবের নেতৃতাধীন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি ( মূল সংগঠন ) পালন করে আসছে প্রতি বছর। দেশে বিদেশে তারা এই দিনটি পালন করে। কিন্তু জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ ( একটি অংশ ) হাসানুল হক ইনু কি ভুলে গেলেন ?

১৯৭৪ সালের ১৭ মার্চ জাসদের নিয়মতান্ত্রিক আন্দোলনে পুলিশ বিনা উস্কানিতে গুলি চালিয়ে প্রায় শতাধিক হত্যা করে এবং বেশির ভাগের লাশ গুম করে তার বিচার আজ ও হয়নি । মানবতা বিরোধী গণহত্যার বিচার হয়নি। বাংলাদেশ স্বাধীনের পর শেখ মুজিবুর রহমানের নির্দেশে এই গণহত্যা ইতিহাসে কালো দিবস হয়ে আছে।

বিষয়: বিবিধ

২৬৭৮ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

193332
১৭ মার্চ ২০১৪ সকাল ০৫:৩০
প্যারিস থেকে আমি লিখেছেন : আপনার লেখাটা পড়ে খুব ভালো লেগেছে।
২০ মার্চ ২০১৪ দুপুর ০১:২০
145549
মাহফুজ মুহন লিখেছেন : অনেক ধন্যবাদ
193337
১৭ মার্চ ২০১৪ সকাল ০৬:৩২
কাঁচের বালি লিখেছেন : লেখাটি পড়ে আসলেই খুব ভালো লেগেছে , আসল ইতিহাস জানলাম । আপনাকে ধন্যবাদ ।
ইনু চোর যদি সত্যিই দেশপ্রেমিক হতো তাহলে নিজের দলের লোক মানে জাসদের কর্মী হত্যাকারীদের সাথে কখনও দালালী করতো না । আর এটাই দালালীর নিকৃষ্ট উদাহরণ , যা ইনু চোর প্রমাণ করেছে ।
২০ মার্চ ২০১৪ দুপুর ০১:২১
145550
মাহফুজ মুহন লিখেছেন : বাকশালী আদর্শ
193344
১৭ মার্চ ২০১৪ সকাল ০৬:৫৪
তহুরা লিখেছেন :

[img]http://www.onbangladesh.org/blog/bloggeruploa]
২০ মার্চ ২০১৪ দুপুর ০১:২১
145551
মাহফুজ মুহন লিখেছেন : তারা লজ্জা পাবে তো
193379
১৭ মার্চ ২০১৪ সকাল ১০:২৪
হতভাগা লিখেছেন : ১৭ই মার্চকেই বিশ্ব বাবা দিবস ঘোষনা করা হোক ।
২০ মার্চ ২০১৪ দুপুর ০১:২২
145552
মাহফুজ মুহন লিখেছেন : তাই?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File