এম পি , মন্ত্রীরা জাতীয় ‘শুদ্ধভাবে’ জাতীয় সঙ্গীত জানেন না।
লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ১৩ মার্চ, ২০১৪, ১২:৪০:২৪ রাত
অবাক হচ্ছেন ? মোটেও অবাক হবেন না।
এম পি , মন্ত্রীরা জাতীয় ‘শুদ্ধভাবে’ জাতীয় সঙ্গীত জানেন না। এখন শিখছেন। যে দেশের মন্ত্রী এম পি রা জাতীয় সঙ্গীত বিশেষ দিনের জন্যে শিখেন তাদের কে বাংলাদেশের ক্ষমতায় থাকতে দেখে বিশ্ব বাসী হাসবেই। তাদের চেতনার চরিত্র এমন।
পত্রিকার খবর দেখুন -
‘শুদ্ধভাবে’ জাতীয় সঙ্গীত গাওয়ার তালিম নিলেন এমপিরা
ঢাকা, ১২ মার্চ (জাস্ট নিউজ) : সবার সঙ্গে গাওয়ার আগে ‘শুদ্ধভাবে’ জাতীয় সঙ্গীত গাওয়ার তালিম নিলেন জাতীয় সংসদ সদস্যরা। স্বাধীনতা দিবসে লাখো কণ্ঠে জাতীয় সঙ্গীত গেয়ে গিনেস বুকে নাম ওঠানোর আয়োজনে অংশ নিতেই বুধবার বিকালে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ তালিমের ব্যবস্থা করা হয়।
রবীন্দ্র সংগীত শিল্পী মিতা হক সংসদ সদস্যদের ‘শুদ্ধভাবে’ জাতীয় সঙ্গীত গাওয়ায় সহযোগিতা করেন।
স্পিকার শিরীন শারমিন চৌধুরী, প্রধান হুইপ আ স ম ফিরোজসহ মন্ত্রিপরিষদের বেশ কয়েকজন সদস্য এ আয়োজন করা হয়।
বিশ্বের সর্ববৃহৎ মানব পতাকার মাধ্যমে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নেয়ার পর জাতীয় সঙ্গীতের মাধ্যমে বিশ্ব রেকর্ড গড়ার উদ্যোগ নেয়া হয়েছে।
সশস্ত্র বাহিনীর সহযোগিতায় এ আয়োজনের উদ্যোক্তা সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়।
২৬ মার্চ স্বাধীনতা দিবসে জাতীয় প্যারেড স্কয়ারে সর্বাধিক গণজমায়েতে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়া হবে।
বিষয়: বিবিধ
১৬৪০ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এসব করে কি তিস্তার ন্যায্য হিস্যা পাওয়া গেছে ? বন্ধ করা গেছে বি.এস.এফের গুন্ডামী ?
কোথায় থাকে এসব ''গুন্ডে'' দেখার সময় ?
আসল সময়ে কোন খবরই থাকে না , এক একটা আকাজের ধাড়ি !
এইসব গান গাওয়া , পতাকা রেকর্ড সবাই করতে পারে , ক্রিমিয়াও পারবে , উপজাতিরাও জুম্মা ল্যান্ডের জন্য পারবে ।
সব কিছুতেই পরমুখাপেক্ষী হয়ে থাকাদের জাতীয় সংগীত গেয়ে রেকর্ড করা , পতাকা বানিয়ে রেকর্ড করা হাস্যকর লাগে ।
অমুক দেশের সাথে আগে যে বিশাল বানিজ্য ঘাটতি ছিল তা এখন নেই - এরকম করে দেখাক , তবে না হয় এরকম ইভেন্ট ভাল লাগবে ।
মন্তব্য করতে লগইন করুন