‘ক্রসফায়ার বিচারবহির্ভূত হত্যা নয়’ - আওয়ামিলীগ । ক্রসফায়ার করেই যাবে ?

লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ১০ মার্চ, ২০১৪, ০২:১৮:৩৭ রাত



গরু ছাগল চিনতে পারলেই গাড়ি চালানোর লাইসেন্স দেয়া যায়। এই মন্ত্রী এখন বলছেন হত্যার পক্ষে।

আওয়ামিলীগের নৌ পরিবহণ মন্ত্রী শাজাহান খান বলেছেন, যারা সন্ত্রাসী কার্যকলাপ করে, আন্দোলনের নামে গাড়ি পোড়ায়, মানুষের হাত-পায়ের রগ কাটে তাদেরকে যদি ক্রসফায়ারে মেরে ফেলা হয় সেটা বিচারবহির্ভূত হত্যকান্ড নয়।

ক্রসফায়ারকে তিনি সমর্থন করে বলেন, তা নাহলে দেশে সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ করা যাবে না। এটা দেশি এবং আন্তর্জাতিকভাবে সমর্থন যোগ্য।

শনিবার সন্ধ্যায় রাজধানীর বিয়াম অডিটোরিয়ামে বিবিসি বাংলাদেশ সংলাপে প্যানেল আলোচক হিসেবে তিনি একথা বলেন।



শাজাহান খানের বক্তৃতার প্রতিবাদ জানিয়েছে কিছু সংস্থা -



এর পূর্বে আওয়ামীলীগের সরাষ্ট্র পতি মন্ত্রী ও একই কাহিনী বলেন



বিষয়: বিবিধ

১৮৫৪ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

189739
১০ মার্চ ২০১৪ সকাল ০৭:৩৪
তহুরা লিখেছেন :
১৩ মার্চ ২০১৪ সকাল ১১:৪৬
142522
মাহফুজ মুহন লিখেছেন : ছাগল চিনলেই গাড়ি চালক , সেই মন্ত্রী খুনিদের পক্ষেই কথা বলবে তাই নয় কি ?
189792
১০ মার্চ ২০১৪ সকাল ১০:০৯
সজল আহমেদ লিখেছেন : আলুলীগ।
১৩ মার্চ ২০১৪ সকাল ১১:৪৭
142523
মাহফুজ মুহন লিখেছেন : Frustrated
189906
১০ মার্চ ২০১৪ দুপুর ১২:১৯
হতভাগা লিখেছেন : বিএনপির আমলেই এটা শুরু হয়েছিল । একই ধরনের কথা বিএনপির মন্ত্রী এমপিরাও বলতেন ।
১৩ মার্চ ২০১৪ সকাল ১১:৪৮
142524
মাহফুজ মুহন লিখেছেন : সেটা ঠিক , কিন্তু এই রকম মহামারি আকারে ছিল না।
190214
১১ মার্চ ২০১৪ রাত ০২:১৬
কাঁচের বালি লিখেছেন : ঠিক কথা এক দল শুরু করে অন্য দল ইতি টানে !
১৩ মার্চ ২০১৪ সকাল ১১:৪৮
142525
মাহফুজ মুহন লিখেছেন : Straight Face

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File