শাহবাগ সমাবেশের উদ্দেশ্য? আইন ও শাসনকে পরিকল্পিতভাবে আঘাত এবং গণমাধ্যমের কণ্ঠরোধ নয় কি ?

লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ২০ ফেব্রুয়ারি, ২০১৩, ০৭:০৯:২৪ সন্ধ্যা

শাহবাগ সমাবেশে গতকাল ১৯ ফেব্রুয়ারি ২০১৩,

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান মোল্লার সতর্ক বার্তা দেন- বঙ্গবীর কাদের সিদ্দিকীর ‘বঙ্গবীর’ উপাধি কেড়ে নেয়া হবে ।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সাধারণ সম্পাদক ওমর শরীফ বক্তব্য - কাদের সিদ্দিকীকে যুদ্ধাপরাধীদের দালালি না করার আহ্বান জানিয়ে বলেন, ‘দালালি করলে আপনার বঙ্গবীর উপাধি কেড়ে নেয়া হবে।’

ছাত্র ইউনিয়নের কয়েক নেতাকর্মী বক্তব্য- কলামিস্ট ও বাম চিন্তক বদরুদ্দীন উমরকে আমার দেশ পত্রিকায় আর কলাম না লিখতে ‘বিশেষ সর্তক বার্তা’ দেয়া হয়।

নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু বলেন- জামায়াত-শিবির সমর্থিত আমার দেশ পত্রিকায় বিজ্ঞাপন ছাপা হয়েছে যে, আন্দোলনকারীরা নাকি ইসলাম ও কোরআনকে কটূক্তি করে আন্দোলন করছেন। এটা অপপ্রচার ছাড়া আর কিছুই নয়। এ ধরনের বিজ্ঞাপন প্রত্যাহার করুন ও ভবিষ্যতে আর এমন বিজ্ঞাপন ছাপবেন না। আপনাকে সতর্ক করে দিয়ে বলছি, এসবের পরিণতি ভালো হবে না।’

গণমাধ্যমের কণ্ঠরোধ করার হুমকি সেটা কি আইনগত ভাবে সটিক ?

সেই যে ধ্বনি উঠল /স্লোগান শুরু করেছেন তার সবগুলোর নৈরাজ্যকর মারাত্মক পরিণতি পরিস্থিতির সৃষ্টি করা হচ্ছে কার স্বার্থে ?

শাহবাগ সমাবেশের পর সমাবেশের নির্দেশ মত জালাও পুড়াও হলো তা কি বৈধ ?

যারা এই সব নির্দেশ হুমকি দিলেন তাদের এত ক্ষমতা কে দিলেন ?

তাহলে সরকার কি আঙুল ছুষবেন ?

স্বাধীন-সার্বভৌম বাংলাদেশে কি শাহবাগ সমাবেশের নির্দেশ পালনের চুক্তি পালন কারি ?

ক্ষমতাকেন্দ্রিক রাজনীতির কারণে কি পরিকল্পিতভাবে হুমকি?

শাহবাগ সমাবেশে হতে যা খুশি বলা হবে আর জনতা টোপ টোপ করে হজম করবে এটা হতে পারে না ।

ভবিষ্যত্ কী?

কবে ঘুচবে এই হীনতা ?

বিষয়: বিবিধ

১২২৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File