নতুন ইসলামী দলের আত্মপ্রকাশ । ইসলামী রাজনীতির খেলায় আওয়ামিলীগ রেফারি ।

লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ০১ মার্চ, ২০১৪, ০৫:০৪:৪৪ বিকাল



নতুন ইসলামী দলের আত্মপ্রকাশ

বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টি নামে নতুন একটি ইসলামী রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। পার্টির আহ্বায়ক মাওলানা ঈসমাইল হোসেন।

১ মার্চ, ২০১৪ শনিবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে দলটির উদ্বোধন ঘোষণা করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড: হাছান মাহমুদ।



অতীতে আওয়ামীলীগের ইসলাম ধর্ম নিয়ে বানিজ্য ও চুক্তি

আওয়ামিলীগ এবং খেলাফত মজলিশের সাথে সমযোতার চুক্তির দলিল।



আওয়ামীলীগের পক্ষে স্বাক্ষর করেন আওয়ামীলীগের তত্কালীন সাধারণ সম্পাদক আব্দুল জলিল এবং খেলাফত মজলিশের পক্ষে স্বাক্ষর করেন খেলাফত মজলিশের তত্কালীন মহাসচিব আব্দুর রব ইউসুফী।

তারিখ - ২৩/১২/২০০৬

বিষয়: বিবিধ

১৬৮৩ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

185010
০১ মার্চ ২০১৪ বিকাল ০৫:৫৯
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ভালই হলো আওয়ামীদের আর জুময়ার নামা পড়তে হবে না সব নামাজ ঐ দল করে নেবে
০২ মার্চ ২০১৪ রাত ০৮:০৪
137540
মাহফুজ মুহন লিখেছেন : নাটকের পর নাটক। ইসলামী দল জঙ্গি হলে নিজেরা (আওয়ামী)ওলামা হয় কেন ?
185051
০১ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৩৫
শেখের পোলা লিখেছেন : এটা বোধহয় সিরিয়াল নাটক!
০২ মার্চ ২০১৪ রাত ০৮:০৪
137542
মাহফুজ মুহন লিখেছেন : ১০০ % সিরিয়াল নাটক । আড়ালে অন্য মতলব।
185072
০১ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৫৪
বাংলার দামাল সন্তান লিখেছেন : ব্যবসাতো ভা্লই দাড়ি আর টুপির ব্যবসা, কিন্তু সাথে যদি বুবুর পট্টি থাকতো আরো ভাল হতো।
০২ মার্চ ২০১৪ রাত ০৮:০৬
137544
মাহফুজ মুহন লিখেছেন : মাইজ ভান্ডারীদের সাথে চুক্তি করে মনে হচ্ছে আওয়ামিলিগ ইসলামী চেতনা ধারী হয়েই গেল
185217
০১ মার্চ ২০১৪ রাত ১১:৩৫
সজল আহমেদ লিখেছেন : লীগ যখন উদ্বোধন করছে তাইলে এইটা কোন ইসলামী দলইনা।এটা কাঠমোল্লাদের দল।
০২ মার্চ ২০১৪ রাত ০৮:০৭
137546
মাহফুজ মুহন লিখেছেন : তাই আওয়ামিলিগ নিজেরাই উদ্বোধন করলো
185878
০৩ মার্চ ২০১৪ সকাল ০৬:১৯
কাঁচের বালি লিখেছেন : আমার মনে হয় আওয়ামীলীগের নাম কুত্তা লীগ রাখলে আরও ভালো !

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File