টেরোরিস্ট বা সন্ত্রাসী ?

লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ২১ ফেব্রুয়ারি, ২০১৪, ০৬:১০:৫৭ সন্ধ্যা



◘ প্রথম বিশ্বযুদ্ধ কী মুসলমানরা করেছিলো?

◘ দ্বিতীয় বিশ্বযুদ্ধ কী মুসলমানরা করেছিলো?

◘ অস্ট্রেলিয়ার ২ কোটি আদিবাসীকে কী মুসলমানরা হত্যা করেছিলো?

◘ উত্তর ও দক্ষিণ আমেরিকার ১০ কোটি রেড ইন্ডিয়ানকে কী মুসলমানরা হত্যা করেছিলো?

◘ আফ্রিকার ১৮ কোটি মানুষকে কী মুসলমানরা দাস বানিয়েছিলো?

◘ হিরোসিমা-নাগাসাকীতে কী মুসলমানরা নিউক্লিয়ার বোমা মেরেছিলো?

যে কাজটি একজন ভিন্নধর্মের অনুসারী করলে হন 'অপরাধী', সেই একই কাজ একজন মুসলমান করলেই হয়ে যান 'টেরোরিস্ট'; সন্ত্রাসী!

গত দুই দশকে বার্মার লক্ষাধিক মানুষকে মুসলমান হবার অপরাধে হত্যা করা হয়েছে। সার্বিয়া, কসোভো, বসনিয়ার হিসেব ধরলে সংখ্যাটা আরো বাড়বে। এমন কী গত বছর আমাদের দেশেও মুসলমানরা তাদের ধর্মের অবমাননার প্রতিবাদ করতে গিয়ে নিহত হয়েছে। এইসব হত্যাকাণ্ডের বৈধতা দেবার একটাই বক্তব্য 'মুসলমানরা টেরোরিস্ট'; সন্ত্রাসী, তাই তাদের হত্যা করা বৈধ! মুসলমানদের যেনো মানবাধিকার থাকতে নেই!

মাহামুদুর রহমানের এই বইটি পড়ে দেখতে পারেন।

কাশবন প্রকাশনী থেকে প্রকাশিত এই বইটি বইমেলার ৩৯৪ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে।

বিষয়: বিবিধ

১৬৫৭ বার পঠিত, ২০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

180284
২১ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:০২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : অনেক ধন্যবাদ।
শুধু আমেরিকা ও অষ্ট্রেলিয়া মহাদেশ কেন এশিয়াতেও তথাকথিত সভ্য শ্বেতাঙ্গরাই সবসময় মানবাধিকার হরন করেছে।
২২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৩৯
133520
মাহফুজ মুহন লিখেছেন : ইসলাম বিদ্বেষী ধ্বংসাত্মক চিন্তা থেকে মানুষ ও মিডিয়াকে রক্ষা করতে হবে
180285
২১ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:০২
অজানা পথিক লিখেছেন : তথ্যটি দেওয়ার জন্যে মাহফুজ ভাইকে অনেক ধন্যবাদ। জাযাকাল্লাহ
২২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৩৯
133521
মাহফুজ মুহন লিখেছেন : অনেক ধন্যবাদ।
180291
২১ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:০৯
বিন হারুন লিখেছেন : ধন্যবাদ সত্য তুলে ধরার জন্য. ওরাও জানে মুসলিমরা সন্ত্রাসী করে না.তবু তারা মিথ্যা প্রচার করে সত্য সহ্য করতে পারে না বলে.
২২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৪১
133524
মাহফুজ মুহন লিখেছেন : ইসলামী জঙ্গিবাদের ধুয়ো তুলে তারা প্রতিটি মুসলিম দেশের অভ্যন্তরে আত্মঘাতী গোলযোগ সৃষ্টি করছে। মুসলিম নামধারী কিছু অমুসলিম শুধুমাত্র সামান্য কিছু মাসোহারার বিনিময়ে ইহুদিদের পা-চাটা গোলামে পরিণত হয়েছে।
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:৫০
134223
সজল আহমেদ লিখেছেন : ঠিক
180292
২১ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:১২
হতভাগা লিখেছেন : মানবাধিকারের কথা তাদের মুখেই বেশী শুনবেন যারা বেশী বেশী করে মানবাধিকার লঙ্ঘন করে ।
২২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৪১
133525
মাহফুজ মুহন লিখেছেন : টিক কথা
180308
২১ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৪৫
বাংলার দামাল সন্তান লিখেছেন : আমি আজ বই মেলা থেকে বইটি ক্রয় করলাম, ভেবেছিলাম আমি একটি লেখা দিব। যাহোক আপনি দিয়ে দিলেন তাই আপনাকে ধন্যবাদ।
২২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৪৩
133526
মাহফুজ মুহন লিখেছেন : ভাই , আশা করছি আপনি ও লিখবেন , আমরা জানবো । কেনো লিখবেন না ? লিখা উচিত।
180443
২১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:৪১
ইমরান ভাই লিখেছেন : উনবিংশ শতাব্দিতে মুসলিমরা কোন হামলা করেছিল বলে কোথাও কোন প্রমান পাওয়া যায় না। আসেন দেখি সেই সময় কারা সন্ত্রাসী কাজ করেছে।
আমরা জানি ১৯৮১ সালে রাশিয়ার জার্জ দ্বীতিয় আলেক জান্ডারকে হত্যা করা হয়েছিল সেন্ট পিটার্সবার্গের রাস্তায়। তিনি এক বুলেট প্রুফ গারিতে করে ছিলেন। গাড়ি থেকে বের হবার আগে একটা বোমা ফেটেছিল যার ফলে ২১ জন নিরিহ পথচারী মারা গেল। আর তিনি গাড়ি থেকে নামার পরে আর একটা বোমা ফাটলে তিনি সেই বোমার আঘাতে মারা গেলেন।
তাকে কোন মুসলিম হত্যা করেনি। তাকে হত্যা করেছিল ইগনেসি নামের এক ব্যাক্তি। সে অমুসলিম ছিল। সে ছিল নৈরাজ্যবাদী।

১৯০১ শালে ৬ সেপ্টেম্বর,সেই সময় আমেরিকার প্রেসিডেন্ট ম্যাকেনলি তাকে লিওন নামে এক ব্যাক্তি গুলি করে হত্যা করে। সেই লিওন তাকে দুইটা গুলি করেছিল। সে অমুসলিম ছিল।

আর ১৯১০ শালে পহেলা আক্টবরে একটা বোমা বিষ্ফরিত হয়েছিল সেটা হয়ে ছিল লস এন্জেলসে, টাইমস নিউজ পেপার বিল্ডিং এ। সেখানে ২১ জন নিরিহ মানুষ মারা গিয়েছিল। এই বোমা বিষ্ফরোনের জন্য যারা দায়ী তারা ২ জন ছিল খৃষ্ঠান তাদের নাম ছিল জেমস আর যোসেফ। তারা অমুসলিম।

ইন্ডিয়ায় রায়োটের তো কোন হিসাব নাই।

তাই ইতিহাস খুজলে দেখাযায় ইহুদি,খৃষ্টান,হিন্দু,বৈদ্ধ সন্ত্রাসীরাই আসল সন্ত্রাসী।
২২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৪৪
133529
মাহফুজ মুহন লিখেছেন : অন্যায়, অবিচার যেখানে যে দেশেই হোক ইসলাম তার বিরুদ্ধে। ইসলাম কোনো ব্যক্তি, গোষ্ঠী বা রাষ্ট্রকে কখনো ঘৃণা করে না। ইহুদি,খৃষ্টান,হিন্দু,বৈদ্ধ সন্ত্রাসীরাই আসল সন্ত্রাসী।
180492
২২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:২৫
প্যারিস থেকে আমি লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৪৪
133530
মাহফুজ মুহন লিখেছেন : ধন্যবাদ
180616
২২ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৩৩
আল সাঈদ লিখেছেন : সুন্দর তথ্য।
২২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৪৪
133532
মাহফুজ মুহন লিখেছেন : ধন্যবাদ
181593
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:৫০
সজল আহমেদ লিখেছেন : আল্লাহ আপনার হেফাজাত করুক।
১০
183061
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৮:৪৩
কাঁচের বালি লিখেছেন : আল্লাহ আপনার হেফাজাত করুক।
১১
183891
২৭ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:৫২
ম্যাজিক মুনসি লিখেছেন : তথ্য পেয়ে উপকৃত হলাম।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File