টেরোরিস্ট বা সন্ত্রাসী ?
লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ২১ ফেব্রুয়ারি, ২০১৪, ০৬:১০:৫৭ সন্ধ্যা
◘ প্রথম বিশ্বযুদ্ধ কী মুসলমানরা করেছিলো?
◘ দ্বিতীয় বিশ্বযুদ্ধ কী মুসলমানরা করেছিলো?
◘ অস্ট্রেলিয়ার ২ কোটি আদিবাসীকে কী মুসলমানরা হত্যা করেছিলো?
◘ উত্তর ও দক্ষিণ আমেরিকার ১০ কোটি রেড ইন্ডিয়ানকে কী মুসলমানরা হত্যা করেছিলো?
◘ আফ্রিকার ১৮ কোটি মানুষকে কী মুসলমানরা দাস বানিয়েছিলো?
◘ হিরোসিমা-নাগাসাকীতে কী মুসলমানরা নিউক্লিয়ার বোমা মেরেছিলো?
যে কাজটি একজন ভিন্নধর্মের অনুসারী করলে হন 'অপরাধী', সেই একই কাজ একজন মুসলমান করলেই হয়ে যান 'টেরোরিস্ট'; সন্ত্রাসী!
গত দুই দশকে বার্মার লক্ষাধিক মানুষকে মুসলমান হবার অপরাধে হত্যা করা হয়েছে। সার্বিয়া, কসোভো, বসনিয়ার হিসেব ধরলে সংখ্যাটা আরো বাড়বে। এমন কী গত বছর আমাদের দেশেও মুসলমানরা তাদের ধর্মের অবমাননার প্রতিবাদ করতে গিয়ে নিহত হয়েছে। এইসব হত্যাকাণ্ডের বৈধতা দেবার একটাই বক্তব্য 'মুসলমানরা টেরোরিস্ট'; সন্ত্রাসী, তাই তাদের হত্যা করা বৈধ! মুসলমানদের যেনো মানবাধিকার থাকতে নেই!
মাহামুদুর রহমানের এই বইটি পড়ে দেখতে পারেন।
কাশবন প্রকাশনী থেকে প্রকাশিত এই বইটি বইমেলার ৩৯৪ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে।
বিষয়: বিবিধ
১৬৬৮ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শুধু আমেরিকা ও অষ্ট্রেলিয়া মহাদেশ কেন এশিয়াতেও তথাকথিত সভ্য শ্বেতাঙ্গরাই সবসময় মানবাধিকার হরন করেছে।
আমরা জানি ১৯৮১ সালে রাশিয়ার জার্জ দ্বীতিয় আলেক জান্ডারকে হত্যা করা হয়েছিল সেন্ট পিটার্সবার্গের রাস্তায়। তিনি এক বুলেট প্রুফ গারিতে করে ছিলেন। গাড়ি থেকে বের হবার আগে একটা বোমা ফেটেছিল যার ফলে ২১ জন নিরিহ পথচারী মারা গেল। আর তিনি গাড়ি থেকে নামার পরে আর একটা বোমা ফাটলে তিনি সেই বোমার আঘাতে মারা গেলেন।
তাকে কোন মুসলিম হত্যা করেনি। তাকে হত্যা করেছিল ইগনেসি নামের এক ব্যাক্তি। সে অমুসলিম ছিল। সে ছিল নৈরাজ্যবাদী।
১৯০১ শালে ৬ সেপ্টেম্বর,সেই সময় আমেরিকার প্রেসিডেন্ট ম্যাকেনলি তাকে লিওন নামে এক ব্যাক্তি গুলি করে হত্যা করে। সেই লিওন তাকে দুইটা গুলি করেছিল। সে অমুসলিম ছিল।
আর ১৯১০ শালে পহেলা আক্টবরে একটা বোমা বিষ্ফরিত হয়েছিল সেটা হয়ে ছিল লস এন্জেলসে, টাইমস নিউজ পেপার বিল্ডিং এ। সেখানে ২১ জন নিরিহ মানুষ মারা গিয়েছিল। এই বোমা বিষ্ফরোনের জন্য যারা দায়ী তারা ২ জন ছিল খৃষ্ঠান তাদের নাম ছিল জেমস আর যোসেফ। তারা অমুসলিম।
ইন্ডিয়ায় রায়োটের তো কোন হিসাব নাই।
তাই ইতিহাস খুজলে দেখাযায় ইহুদি,খৃষ্টান,হিন্দু,বৈদ্ধ সন্ত্রাসীরাই আসল সন্ত্রাসী।
মন্তব্য করতে লগইন করুন