কোটি টাকার বিনিময়ে জনগণকে হত্যার পরের দৃশ্য

লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ০৭ জানুয়ারি, ২০১৪, ১১:২৮:১৭ সকাল













একটি টেলিভিশন চ্যানেল এ সময় সরাসরি সম্প্রচারে থাকায় ওই দৃশ্য ও কথোপকথন প্রচার হয়। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ফেসবুকে তা ছড়িয়ে পড়ে। নির্বাচনে ‘জালভোট’ নিয়ে সংবাদমাধ্যমে ছাপা হওয়া ছবি নিয়ে আলোচনার কথা শেখ হাসিনা র কাছে তুলে ধরেন হাসানুল হক ইনু।

হাসানুল হক ইনু একপর্যায়ে শেখ হাসিনা কে সংবিধান রক্ষার ক্ষেত্রে এই নির্বাচনের গুরুত্বের বিষয়টি তুলে ধরার পরামর্শ দেন। হাসানুল হক ইনু বলেন, ‘সহিংসতার পরেও, প্রতিরোধের ঘোষণার পরেও, ১৮ হাজার জায়গায় ভোট হয়ে গেছে, এটি সফলতা, গণতন্ত্রের সফলতা এবং সংবিধানের সফলতা। ওরা সংবিধানের বাইরে দেশটাকে নিয়ে যেতে চাচ্ছিল, আল্লাহ বাঁচাইছে, জনগণের সাপোর্ট আমরা সংবিধানের ভেতর রেখেছি। রাইগেন না... হা হা হা।’

এ সময় হাসতে হাসতে শেখ হাসিনা বলেন, ‘জাসদের মুখ দিয়ে এখন গণতন্ত্রের কথা শুনতে হচ্ছে...হা হা হা...।’ দুইবার এ কথা বলে হাসেন শেখ হাসিনা । এ সময় হাসানুল হক ইনু শেখ শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘এটা (টিভি চ্যানেল) অন-এয়ার আছে। এগুলো সব অন-এয়ারে আছে।’

তখন শেখ হাসিনা ও জাসদের ইনুকে উদ্দেশ্য করে বলেন, ‘আমি জানি তো সব। সে জন্য বলে দিলাম।’ -

বিষয়: বিবিধ

২০০০ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

159893
০৭ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:০৬
সালাম বাংলাদেশ লিখেছেন : হাসিনা জানে পাবলিক সব ভুলে যাবে, পাবলিক কত গুলি খাবে? হাসিনা গেলে আরেক চোরের দল আসবে তাই মানুষ সহে যাবে।
159900
০৭ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:৩৬
আবরণ লিখেছেন : সত্য চাপা থাকেনা। সেদিন বেশী দুরে নয় যেদিন মহাস্বৈরাচার আওয়ামী সরকারের সব অপকীর্তিই একদিন প্রকাশ হয়ে যাবে। নির্বাচনের নামে এই ভন্ডামী, তামাশা, প্রতারণা বাংলাদেশের জনগন ঘৃণাভরে ম্মরণ করবে।
159933
০৭ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:২৬
160240
০৮ জানুয়ারি ২০১৪ রাত ০৪:৫১
কাঁচের বালি লিখেছেন : আমি খুশী কেন জানেন কারণ মুজিব যে কি জিনিস ছিল সেটা এখনকার তরুণ প্রজন্ম জানতে পারছে হাড়ে হাড়ে ।
এইজন্য হাসিনাকে ধন্যবাদ দেওয়া উচিৎ ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File