নাশকতার গোয়েবলসীয় অভিযোগের খোঁজ-খবর নিতে গিয়ে দেখা যায়, সরকারি দলের অংগ-সংগঠনের নেতা কর্মীরাই এসবের সাথে জড়িত।
লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ২১ ডিসেম্বর, ২০১৩, ১১:০৭:২৯ রাত
সময়ে দেশজুড়ে বহুরূপী নাশকতার ঘটনা ঘটছে।এসব নাশকতা বিরোধীদলগুলো করছে ?
পালিয়ে যেতে পারলেই সরকারি দলের সদস্যরা । আর ধরা পড়লেই এরা হয় পাগল , না হয় খবরে আসে না -
এমন কয়েক হাজার ডকুমেন্ট দেয়া যাবে ।
সরকারি দলের লোকজন নাশকতা করে ,সংখ্যালঘুর বাড়িতে আগুন দেয়, আগুন লাগায় ।আর তার দায়ভার বিরোধীদলের ওপর ফেলে রাজনৈতিক ভাবে কোণঠাসা, হামলা-মামলা দিয়ে আন্দোলন থেকে দূরে সরিয়ে রাখাসহ জেলেপুরে রাখার জন্যই পরিকল্পিতভাবে এসব করা হচ্ছে। যাতে সরকারের নীল-নকশা অনুযায়ী ক্ষমতা কুক্ষিগত করতে একতরফা নির্বাচনের সকল আয়োজন সম্পন্ন করা সহজ হয়।
বিষয়: বিবিধ
১৫০২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন