আগুনে দগ্ধকে নিয়ে বার বার যাদের রাজনীতি। প্রমান দেখুন

লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ১৭ ডিসেম্বর, ২০১৩, ১০:৪৩:১৩ সকাল



সকল মিডিয়া বেশ চমচম মিষ্টির মত ইনিয়ে বিনিয়ে কয়েকদিন ........

শেখ হাসিনা , সজিব জয় সহ অনেকের হাসপাতাল পরিদর্শনের সংবাদ প্রচার করে। জাতি দেখে মনে করছে - আহারে যারা এই কাজ করেছে তারা মানুষ নয়। হা আমি ও বলছি এরা মানুষের কাজ করে নি।

কিন্তু জানেন এই সব কাহিনীর ভিতরের কথা।

আপনাদের নিশ্চয় মনে আছে সোনারগাও হোটেলের সামনে গান পাউডার দিয়ে নিরীহ পুড়িয়ে ১১ জন মানুষকে হত্যার কথা।

আর সেই কাজটি কে করেছিল সেটা আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা শেখ সেলিম স্বীকার করেছেন - যার ভিডিও এখন অহরহ পাওয়া যাচ্ছে। অথবা এই লিঙ্কে ও দেখতে পারেন। ...

http://www.youtube.com/watch?v=wOnOgnO-NAI

এবার বলছি এই পোষ্টের কথা -

এই খবর সরকারের সমর্থিত পত্রিকার। এটা বিরোধী দলের কারো পত্রিকা নয়।

সংবাদের শিরোনাম -

চুলার আগুনে দগ্ধকে অবরোধের বলি বানানোর চেষ্টা

নিজস্ব প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published: 2013-12-03

কাটা ছেড়া না করে হুবহু তুলে ধরলাম...।

চুলার আগুনে দগ্ধ এক নারীকে অবরোধের বলি বানানোর চেষ্টা চালিয়ে পুলিশের কাছে ধরা খেয়েছেন এক ব্যক্তি।

বিরোধী দলের অবরোধের মধ্যে সোমবার দুপুরে অন্তঃসত্ত্বা ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে আসেন তার স্বামী, যেখানে অবরোধে গাড়িতে দেয়া আগুনে দগ্ধ অনেকে চিকিৎসাধীন।

শিরিন আক্তার (১৯) নামের ওই নারী সকালে রাজধানীর ডেমরা সংলগ্ন নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবো নতুন সেতুর কাছে হিউম্যান হলারে দেয়া আগুনে দগ্ধ হন বলে তার স্বামী মো. শাহীন সাংবাদিকদের বলেছিলেন।

পরে পুলিশের তদন্তে বেরিয়ে আসে, ওই সময় ওই এলাকায় কোনো হিউম্যান হলারে আগুন দেয়া হয়নি। পুলিশের জিজ্ঞাসাবাদে শাহীন স্বীকার করেন, তার স্ত্রী বাসার চুলার আগুনে দগ্ধ হয়েছেন। সরকারের সাহায্য পাওয়ার আশায় মিথ্যা বলেছিলেন তিনি।

ছয় মাসের অন্তঃসত্ত্বা শিরিন কাচপুরের সিনহা গার্মেন্টের একজন পোশাক শ্রমিক। তার স্বামী শাহিন দিনমজুর। তাদের বাড়ি ভোলায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিরিনের শরীরের ৪০ শতাংশ আগুনে পুড়ে গেছে। তার গর্ভস্থ শিশুটির সমস্যা হচ্ছে।

শিরিনের স্বামী শাহীন বিকালে বলেছিলেন, সকালে হিউম্যান হলারে করে শিরিন কাচপুরে সিনহা গার্মেন্টেসে যাচ্ছিলেন। অবরোধকারীরা তাদের হিউম্যান হলারে আগুন দিলে শিরিন দগ্ধ হন।

শিরিনের খবর শুনে রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেলে আসেন রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. আইয়ুব।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে তারাবো এলাকায় একটি বাস পুড়িয়েছে অবরোধকারীরা। তবে ওই বাসে কেউ ছিল না। আর কোনো হিউম্যান হলারেও অগ্নিসংযোগ হয়নি।

এরপর শিরিনের স্বামীকে পুলিশ সত্য কথা বলতে বললে শাহীন বলেন, তার স্ত্রী বাসার চুলার আগুনে দগ্ধ হয়েছেন।

পুলিশের ভয়ে মিথ্যা বলছেন কি না- জানতে চাইলে শাহীন সাংবাদিকদের বলেন, “সত্যিই স্যার, আমি এবার মিথ্যা বলছি না।”

লিংক - http://bangla.bdnews24.com/bangladesh/article708462.bdnews

এই সব দেখে টিভি টক্ শোতে সংবাদিক নুরুল কবির বলেছিলেন - রাজধানীর বাহিরের লোকাল গাড়ি কি করে ঢাকায় পুড়ে ?

আরেক বার কয়েকজন প্রশ্ন তুলেছিলেন আওয়ামীলীগের অঙ্গ সংঘটনের কেন্দ্রীয় নেতার বিহঙ্গ গাড়ি শুধু পুড়ে ? রাজধানীতে বেসরকারী কোম্পানির লাখ লাখ গাড়ি আছে সেটা কি হামলা কারীরা পাহারা দেয় ?

গত ২ দিনের ধরা পরে আরো কয়েকজন।

হিন্দু সম্প্রদায়ের বাড়িতে আগুন দেওয়া যুবলীগ নেতার কারাদণ্ড



- See more at: http://www.sheershanews.com/2013/12/16/17527#sthash.tBj9T8Mg.dpuf

হিন্দু বাড়ি পুড়ানো , বিচারকদের বাড়িতে বোমা হামলা করে। জনগণ হাতে নাতে ধরে। ধরা পড়লেই দেখা যায় এরা আওয়ামীলীগের নেতা কর্মী।



সেনবাগে ট্রাইব্যুনাল বিচারপতির বাড়িতে হামলার সময় ধরা পড়েছে ৩ ছাত্রলীগ নেতাকর্মী




এমনকি শহীদ মিনার ভাঙ্গার সময় ও যারা ধরা পড়েছিল তারা ও আওয়ামীলীগের নেতা কর্মী। বিভিন্ন পত্রিকাতে এই খবর আসে। কিন্তু তার পর ও যত অপবাধ সব বিরোধী দলের উপর।



আরেকটি পত্রিকার কার্টিং দেখলে মনে হবে আসলে কারা এই সব করে --


পাবনায় হিন্দু মন্দির ভাঙ্গে আওয়ামিলীগ - সেটা স্বীকার করলেন আরেক আওয়ামিলীগ নেতা।



আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের প্রত্যক্ষ নির্দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের বেশ কয়েকটি বাড়িঘর ও স্থাপনায় হামলা হয়েছে। এ জন্য পরক্ষণেই বিরোধী দলের ওপর দোষ দেয়া হয়েছে।



হলুদের কাছে সত্য ঘটনা কি কোনো দিন সত্য বলে প্রকাশিত হবে না ?

বিষয়: বিবিধ

২০৬১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File