১৯৭১ ভারত-পাকিস্তান ৩য় যুদ্ধের বিজয় দিবস। সেই সাথে যোদ্ধের বানিজ্য করেছিল ভারত। ভারতীয় সরকারী দলিলেই প্রমান করছে।
লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ১৬ ডিসেম্বর, ২০১৩, ০৪:৩৩:৪২ রাত
মুক্তিযোদ্ধের প্রতি সম্মান রেখেই কিছু ইতিহাস আমাদের জানা দরকার।
ভারতীয় সরকারী ওয়েবসাইডে বাংলাদেশের মহান মুক্তি যোদ্ধ কে নিয়ে ভারতের অবস্থান -
১৯৭১ সালের মুক্তি যোদ্ধকে ভারতের সরকারী দলিল -
Official History of the 1971 India Pakistan War
অনেক লম্বা কাহিনী। তার পর ও মূল বিষয় গুলো দেখলে মনে হবে , আমরা মুক্তি যোদ্ধ করিনি। কেন ভারত
এসেছিল এবং তারা আমাদের লোকজনকে কেন জায়গা দিয়েছিল তার আসল নমুনা -
সরকারী ভাবে কি চিন্তা তাদের --
পাকিস্থানি বাহিনীর আত্ম সমর্পণ দলিল -
যেখানে বাংলাদেশের কোনো প্রতিনিধি নাই , সেটাই তারা উল্লেখ করছে।
সেই সাথে ১৯৭১ সালের মুক্তিযোদ্ধে অংশ গ্রহনের খরচ পাকিস্তানের কাছ থেকে চুক্তির মাধ্যমে আদায় করে ভারত।
১৯৭১ সালের মুক্তিযোদ্ধে ভারতের অংশ গ্রহণ কি পূর্ব পরিকল্পিত ?
চুক্তিতে জম্মু কাশ্মির বিষয় জড়িয়ে রাখে। সেই চুক্তিতে বাংলাদেশ কোথায় ? এই চুক্তি শুধু ভারত ও পাকিস্তান করে -
ভারতের প্রতিরক্ষা মন্ত্রনালয়ের সাইটে আমাদের মহান মুক্তিযুদ্ধের অবস্হান।
ভারতের সরকারী এই লিঙ্কে সব প্রমান আছে -
১৯৭১ সালের মুক্তিযোদ্ধকে
Official History of the 1971 India Pakistan War
http://www.bharat-rakshak.com/LAND-FORCES/History/1971War/280-War-History-1971.html
বিষয়: বিবিধ
৩০১৫ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এই সব লিংক দেখে তো এখন তাই মনে হচ্ছে , তাহলে ভারত বাংলাদেশকে সেই যুদ্ধের সময় হেল্প করেছিল নিজেদের স্বার্থে !!
সেই ভারতেরই গোলামি করি আমরা ! তাহলে এতো রক্তের বিনিময়ে স্বাধীনতা কাদের জন্য ?
মন্তব্য করতে লগইন করুন