বাংলাদেশে হাইকোর্টের চেয়ে ও নাকি অ্যাটর্নি জেনারেলের অফিস শক্তিশালী
লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ৩০ নভেম্বর, ২০১৩, ০৫:৩৬:৪৮ সকাল
এশিয়ান হিউম্যান রাইটস কমিশন কি বললো ?
তাহলে কার কথায় চলছে আদালত ?
এই কোন মহা কর্তার দেশ ?
আদালতের রায় তার কাছে জিম্মি। .
BANGLADESH: Attorney General's Office Supersedes High Court
শুক্রবার এশিয়ান হিউম্যান রাইটস কমিশনের এক প্রতিবেদনে বলা হয়েছে, 'বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের অফিস হাইকোর্টকে ডিঙিয়ে চলছে।
কমিশনের প্রতিবেদনে বলা হয়, 'বিচারপতি বোরহানুদ্দিন এবং কে এম কামরুল কাদেরের একটি ডিভিশন বেঞ্চ এলানকে ছয় মাসের অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন। গত ২৪ নভেম্বর একটি রিট পিটিশন করার পর তারা তা মঞ্জুর করেন। কিন্তু অধিকারের একটি টিমকে গাজিপুরের কাশিমপুর-২ কারাগারের জেলার আমানুল্লাহ জানান, এলানকে না ছাড়ার ব্যাপারে অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে আদেশ আছে।'
এশিয়ান হিউম্যান রাইটস বলছে,এলান জামিন পাচ্ছেন কিনা? উত্তরে জেলার বলেন, জেল কর্তৃপক্ষ তাকে এখন জামিন দিতে পারবে না। কারণ, অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে ‘ইন্সট্রাকশন’ আছে তাকে জামিন না দিতে।'
প্রতিবেদনে বলা হয়, উপ কারা-পরিদর্শক দুঃখ প্রকাশ করে বলেন,"পরবর্তী নির্দেশনা না আসলে এলানকে আটক রাখা হবে।"
প্রতিবেদনটিতে বলা হয়, 'এটি প্রথম ঘটনা নয়। এশিয়ান হিউম্যান রাইটস বিগত পাঁচ বছরের অনেকগুলো মামলার ওপর পর্যবেক্ষণে অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে টেলিফোনে কিংবা ফ্যাক্সের মাধ্যমে বিভিন্ন জেলে আদালতের আদেশকে তামাশা বানানোর ঘটনা দেখতে পেয়েছে।'
এ ঘটনা এলানের আইনজীবির কাছ থেকে জানার পর এশিয়ান হিউম্যান রাইটস কমিশন অপর কারা পরিদর্শক আমানুল্লাকে টেলিফোন করে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। যেখানে উপ-কারা পরিদর্শক এশিয়ান হিউম্যান রাইটসকেও এ তথ্য নিশ্চিত করেছেন বলেও জানানো হয়েছে। জেলার এশিয়ান হিউম্যান রাইটস এর কর্মকর্তার সাথে দুর্ব্যবহার করেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
link -
http://www.humanrights.asia/news/ahrc-news/AHRC-STM-223-2013
বিষয়: বিবিধ
১৭৯৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন