মন্ত্রীরা পদত্যাগপত্র জমা দিয়ে ও মন্ত্রী !!! পদত্যাগপত্র জমা দিলেই মন্ত্রিত্ব শেষ বিশেষজ্ঞদের অভিমত ।

লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ১২ নভেম্বর, ২০১৩, ০৪:০০:৩৪ বিকাল

পদত্যাগপত্র জমা দিলেই মন্ত্রিত্ব শেষ : সংবিধান বিশেষজ্ঞদের অভিমত



বিশেষজ্ঞরা বলছেন, সংবিধান অনুযায়ী পদত্যাগপত্র জমা দেওয়ার সঙ্গে সঙ্গেই মন্ত্রীদের মন্ত্রিত্ব শেষ হয়েছে।সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীর নিকট পদত্যাগপত্র জমা দেওয়া কিংবা পদত্যাগের অভিপ্রায় প্রকাশের পরপরই মন্ত্রীদের মন্ত্রিত্ব চলে গেছে। -

http://www.sheershanews.com/2013/11/12/11818

................................................

পদত্যাগপত্র দেয়ার পর মন্ত্রীরা অবৈধ’

রাষ্ট্রবিজ্ঞানী ড. দিলারা চৌধুরী বলেছেন, পদত্যাগপত্র জমা দেয়ার পর মন্ত্রীদের কোন বৈধতা থাকতে পারে না। এটা একদমই অসাংবিধানিক। আওয়ামী লীগ নিজেদের সংবিধান নিজেরাই লঙ্ঘন করে একটা লেজে-গোবরে অবস্থা সৃষ্টি করেছে। সংবিধান অনুসারেই পদত্যাগপত্র জমা দেয়ার পর তারা অবৈধ।

http://mzamin.com/details.php?nid=Nzg5OTA%3D&ty=MA%3D%3D&s=MzY%3D&c=MQ%3D%3D

শফিক আহমেদ বলেছেন, মন্ত্রী-প্রতিমন্ত্রীরা সংবিধান অনুযায়ী পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে দেননি। তাই মন্ত্রীদের পদ শূন্য হয়নি। তিনি বলেন, এ কারণেই সংবিধান অনুযায়ী মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সুযোগ-সুবিধা পাওয়া ছাড়াও দায়িত্ব পালনে বাধা নেই।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

http://justnewsbd.com/details.php?jnewsbd=NTAwOTc%3D

..................................................

সংবিধান অনুযায়ী পদত্যাগপত্র জমা দেয়া হয়নি: শফিক

সংবিধান অনুযায়ী এসব পদত্যাগপত্র জমা দেয়া হয়নি।

সোমবার প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র দেয়ার পরেও মঙ্গলবার সচিবালয়ে নিজ কার্যালয়ে বসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

শফিক আহমেদ বলেন, মন্ত্রী-প্রতিমন্ত্রীরা যে পদত্যাগপত্র জমা দিয়েছেন, সেটা পদত্যাগপত্র নয়, এটি একটি আনুষ্ঠানিকতা মাত্র। কারণ, এটি রাষ্ট্রপতির কাছে পেশ করার উদ্দেশে জমা দেয়া হয়নি।

http://www.rtnn.net//newsdetail/detail/1/1/73269#.UoH6neITm3I

..............................................

মন্ত্রীদের পদত্যাগ পত্র জমা দেওয়া নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাস্তনাবুদ আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ। তিনি বলেছেন, আমরা আসলে পদত্যাগের উদ্দেশে পদত্যাগপত্র জমা দেইনি। সংবিধানের ৫৮ অনুচ্ছেদের বিধান অনুযায়ী পদত্যাগ পত্র যেভাবে জমা দেওয়ার কথা আমরা সেভাবে জমা দেইনি। - See more at: http://www.sheershanews.com/2013/11/12/11826#sthash.SAHtFe7q.dpuf

....................................................

পদত্যাগের পরও সংবিধান লঙ্ঘন করে কর্তৃত্ব বহাল রেখেছেন মন্ত্রীরা : সংবিধান বিশেষজ্ঞরা বলেন, পদত্যাগপত্র জমাই পদত্যাগের জন্য যথেষ্ট

http://www.amardeshonline.com/pages/details/2013/11/12/224233#.UoH6M-ITm3I

.................................................

All ministers resign

http://www.newstoday.com.bd/index.php?option=details&news_id=2361637&date=2013-11-12

বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন বলেছেন, সংবিধান অনুসারে মন্ত্রীরা যে মুহূর্তে প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র দিয়েছেন, সেই মুহূর্ত থেকে তা কার্যকর হয়ে গেছে।

এরপর মন্ত্রীরা যা করবেন, তা রাষ্ট্রদ্রোহিতার সমতুল্য হবে বলেও মত দেন সিনিয়র এই আইনজীবী।

http://www.rtnn.net//newsdetail/detail/1/1/73270#.UoH9Y-ITm3I

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের পদত্যাগ নাটকের ৪ দলের একটা অসাংবিধানিক সরকার শপথ নিতে পারে।

আওয়ামী লীগ , জাতীয় পার্টি , জাসদ , ওয়ার্কার্স পার্টি।

সেই পূর্বের চেহারা তবে নতুন নামে।



হুসেইন মুহাম্মদ এরশাদ একজন চরম সুবিধাবাদী লোক। তিনি সব সময় নিজের স্বার্থের জন্য রাজনীতি করেন। অনেক ডিগ বাজি করবেন। শেষ পর্যন্ত ৪ দলের একটা অসাংবিধানিক সরকার শপথ নিবে জাতীয় পার্টি।

আর এই পার্টি থেকে জিএম কাদের, রওশন এরশাদ, আনিসুল ইসলাম মাহমুদ ও রুহুল আমিন হাওলাদার এবং একজন মহিলা এ্যাডভোকেট শেষ পর্যন্ত শপথ নিতে পারেন। তবে আমার এই তথ্য ভুল প্রমানিত হলে খুব খুশি হবো এবং জাতি ও বিরাট খারাপ পরিনতি থেকে রক্ষা পাবে। মনে হচ্ছে ভুল প্রমানিত হবে না , প্রায় ৯৫ % নিশ্চিত তাই ঘটবে।

বিষয়: বিবিধ

২৭৪১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File