পদত্যাগপত্র জমা দিলেন মন্ত্রীরা।নিজের জোটের নেতা / মন্ত্রীরা আবার নতুন নামে সরকারে।
লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ১১ নভেম্বর, ২০১৩, ০১:২৪:৩৯ দুপুর
শেখ হাসিনার কাছে পদত্যাগপত্র জমা দিয়েই আবার সরকারের মন্ত্রী হয় কি করে ?
পদত্যাগপত্র নাটকের দৃশ্য সাময়িক সমাপ্ত ?
নিজের দলের লোক দিয়ে সর্ব দলীয় নির্বাচন কালীন সরকার ঘটনের পথে আওয়ামিলীগ।
ক্ষমতা ছাড়তে তাদের মন চায় না। তার পর ও বলেন মন্ত্রিত্ব চাই না। এত ভয়ের কারণ কি ? হিসাব কি তাহলে মনে মনে করে ফেললেন আওয়ামীলীগের নেতারা ?
সেই সাথে যারা জীবনে কোনো দিন এমপি হবার যোগ্যতা ছিল না , তারা সেই সুযোগে ৫ বছর মন্ত্রী হলেন।
মন্ত্রী -প্রতিমন্ত্রীদের পদত্যাগ নাটকের ৪ দলের একটা অসাংবিধানিক সরকার শপথ নিতে পারে। আওয়ামী লীগ , জাতীয় পার্টি (এরশাদ ) , জাসদ ( ইনু ) , ওয়ার্কার্স পার্টি (মেনন )।
সেই পূর্বের চেহারা তবে নতুন নামে। পুরনো বোতলে নতুন ক্ষমতা। কিন্তু বাম দের প্রাধান্য বেশি হবেই।
নির্বাচনে জামানত হারানো দলের লোকেরা মন্ত্রিত্বের স্বাদ নিলেন। আবারও তারা কিছু দিন ক্ষমতায় থাকতে মরিয়া। শুনছি এরা আবার কতিত নির্বাচনকালীন সরকারের কতিত মন্ত্রী ও হচ্ছেন।
বিষয়: বিবিধ
২৩৩৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন