কার মেয়ে ,আর কার আপনজন বাংলাদেশের ক্ষমতায় ? একজনের প্রেমের বলি ১৬ কোটি জনগণ।

লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ০৮ নভেম্বর, ২০১৩, ১২:১৬:২৫ দুপুর



উপলক্ষ ছিল পঞ্জাবের আট্টারি-ওয়াঘা সীমান্তের ধাঁচে বেনাপোল-পেট্রাপোল সীমান্তে জয়েন্ট রিট্রিট সেরিমনির সূচনা। সেখানেই প্রকাশ্য সমাবেশে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘ভারতের আপনজন’ বলে উল্লেখ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী সুশীলকুমার শিন্দে। পাঁচ বছরে হাসিনার আমলে ঢাকা ভারতকে যে ভাবে সহযোগিতা করেছে, তার প্রতিদান দিতে নয়াদিল্লিও বদ্ধপরিকর বলে ঘোষণা করেন তিনি।

সূত্র - আনন্দ বাজার পত্রিকা ৮ নভেম্বর ২০১৩

http://www.anandabazar.com/7bdesh1.html

একই বক্তৃতায় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীলকুমার শিন্দে বললেন -

যদিও এ দিন অনুষ্ঠান চলাকালীন তিস্তা জলচুক্তি বা স্থলসীমান্ত চুক্তি নিয়ে একটি কথাও বলেননি শিন্দে। পরে সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন, বাংলাদেশের সাধারণ নির্বাচনের আগে তিস্তা জলবণ্টন বা স্থলসীমান্ত চুক্তি নিয়ে কেন্দ্র কোনও পদক্ষেপ করবে কি? মৃদু হেসে শিন্দে শুধু বলেন, দেখা যাক। স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা প্রসঙ্গ এড়িয়ে গেলেও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ ব্যাপারে তাঁর আপত্তির কথা আবার জানিয়ে দিয়েছেন। বুধবার নবান্নে তিনি বলেন, “বাংলাদেশকে আমিও ভালবাসি। কিন্তু রাজ্যকে না জানিয়ে যে ভাবে তিস্তা ও ফরাক্কার জল দেওয়া হচ্ছে, তাতে রাজ্যবাসীর স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে।”

তাই আমরা বাংলাদেশীরা জানতে চাই -

এর নাম কি ভালো বাসা ?

এর নাম কি দেয়া নেয়া ?

এক পক্ষ শুধু দিয়েই যাবেন , বিনিময়ে শুধু বাতাসী বায়বীয় বক্তৃতা ?

বাংলাদেশ তুমি কি জানতে চেয়েছ তোমার শাসক কার কথা বলে ?

বাংলাদেশের পত্রিকায় ছাপা হলো সেই কথা >>>>



বিষয়: বিবিধ

২৬৫৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File