হারিয়েছি জাতিসংঘের অধীনে বিভিন্ন দেশে গুরত্ব পূর্ণ দায়িত্ব পালনকারীদের । তারা এখন পরপারে।

লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ০৭ নভেম্বর, ২০১৩, ০৩:৪৩:৩৫ দুপুর

২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারী বিডিআর বিদ্রোহের নামে গণহত্যায় আমরা হারিয়েছি বাংলাদেশ সেনাবাহিনীর মেধাবী ও চৌকশ ৫৭ জন সেনা কর্মকর্তা। তার মধ্যে বেশির ভাগ কর্মকর্তা জাতিসংঘের অধীনে বিভিন্ন দেশে গুরত্বপূর্ণ দায়িত্ব পালনের বিরাট অভিজ্ঞতা অর্জন করেছিলেন।

বিডিআরে সেক্টর কমান্ডার , কমান্ডিং , মেডিক্যাল কোরে, ডিভিশন , সদর দপ্তর , প্রতিরক্ষা গোয়েন্দা , সেনাবাহিনী ও বাংলাদেশ বিমানবাহিনীতে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। শুধু বিদেশে বিশ্বের বিভিন্ন দেশে যে সব কাজ করেন তার চিত্র। বিরাট অর্জন ছিল।

মেধা অর্জনকারী সেই সব অফিসারদের জাতিসংঘের অধীনে যে সবদেশে দায়িত্ব পালন করেন তার সংক্ষিপ্ত বিবরণ।

শহীদ মেজর জেনারেল শাকিল আহমেদ, এনডিসি, পিএসসি

বিডিআরের মহাপরিচালক। তিনি যুক্তরাজ্যে বাংলাদেশ দূতাবাসে সহকারী প্রতিরক্ষা উপদেষ্টা পদেও নিয়োজিত ছিলেন।

০২/ শহীদ ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হোসেন।

তিনি মোজাম্বিকে জাতিসংঘ মিশন এবং রুয়ান্ডায় জাতিসংঘ সহায়তা মিশনে দায়িত্ব পালন করেন।



০৩/ শহীদ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আব্দুল বারী, এনডিসি, পিএসসি

তিনি জাতিসংঘ ইরাক-কুয়েত পর্যবেক্ষণ মিশন ও সিয়েরা লিওনে জাতিসংঘ সহায়তা মিশনে অংশগ্রহণ করেন।

০৪/ শহীদ কর্নেল মো. মজিবুল হক

তিনি ব্যাংককে বাংলাদেশ দূতাবাসে মিনিস্টার (কনস্যুলার) ও জর্জিয়ায় জাতিসংঘ পর্যবেক্ষণ মিশনেও দায়িত্ব পালন করেন।



০৫/ শহীদ কর্নেল মো. আনিস উজ জামান,

এনডিসি।

তিনি জাতিসংঘ ইরাক কুয়েত পর্যবেক্ষণ মিশন ও লাইবেরিয়ায় জাতিসংঘ মিশন এ-ও অংশগ্রহণ করেন।



০৬/ শহীদ কর্নেল মোহাম্মদ মসীউর রহমান,

পিএসসি ।



০৭/ শহীদ কর্নেল কুদরত ইলাহী রহমান শফিক,

এনডিসি, পিএসসি ।



০৮/ শহীদ কর্নেল মোহাম্মদ আখতার হোসেন,

পিএসসি, জি+ ।

তিনি রুয়ান্ডায় জাতিসংঘ সহায়তা মিশনে পর্যবেক্ষক এবং লাইবেরিয়ায় জাতিসংঘ মিশনে চিফ অপারেশন অফিসার হিসেবেও দায়িত্ব পালন করেন।



০৯/ শহীদ কর্নেল মো. রেজাউল কবীর,

এএফডবি্লউসি, পিএসসি ।

তিনি মোজাম্বিকে জাতিসংঘ মিশনে কম্ব্যাট ,জাতিসংঘ সাপ্লাই প্লাটুন কমান্ডার এবং সিয়েরা লিওনে জাতিসংঘ সহায়তা মিশনে দায়িত্ব পালন করেন।



১০/ শহীদ কর্নেল নাফিজ উদ্দীন আহমেদ,

পিএসসি ।

তিনি সাবেক যুগোস্লাভিয়া ও লাইবেরিয়ায় জাতিসংঘ মিশনে দায়িত্ব পালন করেন।



১১/ শহীদ কর্নেল কাজী এমদাদুল হক,

পিএসসি ।

তিনি মোজাম্বিকে জাতিসংঘ মিশনে সামরিক পর্যবেক্ষক, লাইবেরিয়ায় জাতিসংঘ মিশনে স্টাফ অফিসার পদেও দায়িত্ব পালন করেন।



১২/ শহীদ কর্নেল বিএম জাহিদ হোসেন,

পিএসসি ।

তিনি জাতিসংঘ ইরাক কুয়েত পর্যবেক্ষণ মিশন এবং লাইবেরিয়ায় জাতিসংঘ মিশনে দায়িত্ব পালন করেন।



১৩/ শহীদ কর্নেল সামসুল আরেফিন আহাম্মেদ,

পিএসসি ।

তিনি রুয়ান্ডায় জাতিসংঘ সহায়তা মিশন এবং লাইবেরিয়ায় জাতিসংঘ মিশনে সামরিক পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।



১৪/ শহীদ কর্নেল মো. নকিবুর রহমান,

পিএসসি ।

তিনি মোজাম্বিকে জাতিসংঘ মিশন এবং জর্জিয়ায় জাতিসংঘ পর্যবেক্ষণ মিশনে সামরিক পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।



১৫/ শহীদ কর্নেল কাজী মোয়াজ্জেম হোসেন,

পিএসসি ।

তিনি রুয়ান্ডায় জাতিসংঘ সহায়তা মিশনে সামরিক পর্যবেক্ষক এবং কঙ্গোতে জাতিসংঘ মিশনে অধিনায়ক, ফোর্স ব্যানএমপি-১ হিসেবে দায়িত্ব পালন করেন।



১৬/ শহীদ কর্নেল গুলজার উদ্দিন আহমেদ,

পিএসসি ।

তিনি কম্বোডিয়ায় জাতিসংঘ অন্তর্বর্তীকালীন সহায়তা মিশনে সামরিক পর্যবেক্ষক এবং সিয়েরা লিওনে জাতিসংঘ সহায়তা মিশনে দায়িত্ব পালন করেন।

১৭/ শহীদ কর্নেল মো. শওকত ইমাম,

পিএসসি, জি+ ।

তিনি জর্জিয়ায় জাতিসংঘ পর্যবেক্ষণ মিশন এবং সুদানে জাতিসংঘ মিশনে দায়িত্ব পালন করেন।



১৮/ শহীদ কর্নেল মো. এমদাদুল ইসলাম,

পিএসসি ।

তিনি তাজিকিস্তানে জাতিসংঘ পর্যবেক্ষক মিশনে পর্যবেক্ষক এবং লাইবেরিয়ায় জাতিসংঘ মিশনের ফোর্স সদর দপ্তরে ডেপুটি চিফ অপারেশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।



১৯/ শহীদ কর্নেল মো. আফতাবুল ইসলাম,

পিএসসি ।

তিনি ইরাকে জাতিসংঘ গার্ড কন্ডিনজেন্ট এবং সুদানে জাতিসংঘ মিশনে দায়িত্ব পালন করেন।



২০/ শহীদ লেফটেন্যান্ট কর্নেল এনশাদ ইবন আমিন,

জি+ ।

তিনি সাবেক যুগোস্লাভিয়া ও আইভরিকোস্টে জাতিসংঘের মিশনে দায়িত্ব পালন করেন।

২১/ শহীদ লেফটেন্যান্ট কর্নেল শামসুল আজম,

পিএসসি, ইএমই ।

তিনি অপারেশন কুয়েত পুনর্গঠনে দায়িত্ব পালন করেন।



২২/ শহীদ লেফটেন্যান্ট কর্নেল কাজী রবি রহমান,

এনডিসি ।

তিনি লাইবেরিয়ায় জাতিসংঘ মিশনের ব্যানমেড-৩-এ দায়িত্ব পালন করেন।



২৩/ শহীদ লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া মোহাম্মদ নিয়ামতউলাহ,

পিএসসি জি ।

তিনি জর্জিয়ায় জাতিসংঘ পর্যবেক্ষণ মিশনে দায়িত্ব পালন করেন।



২৪/ শহীদ লেফটেন্যান্ট কর্নেল মো. বদরুল হুদা ।

তিনি মোজাম্বিকে জাতিসংঘ পর্যবেক্ষণ মিশন, জাতিসংঘ ইরাক কুয়েত পর্যবেক্ষণ মিশন এবং আইভরিকোস্টে জাতিসংঘ মিশনে দায়িত্ব পালন করেন।



২৫/ শহীদ লেফটেন্যান্ট কর্নেল এলাহী মন্জুর চৌধুরী ।

তিনি কুয়েত, আইভরিকোস্ট ও লাইবেরিয়ায় জাতিসংঘ মিশনে শান্তিরক্ষী হিসেবে দায়িত্ব পালন করেন।



২৬/ শহীদ লেফটেন্যান্ট কর্নেল মো. এনায়েতুল হক।

পিএসসি ।

তিনি তাজিকিস্তানে জাতিসংঘ পর্যবেক্ষক মিশনে সামরিক পর্যবেক্ষক এবং আইভরিকোস্টে জাতিসংঘ মিশনে দায়িত্ব পালন করেন।



২৭/ শহীদ লেফটেন্যান্ট কর্নেল আবু মুছা মো. আইউব কাইসার ।

পিএসসি, ইঞ্জিনিয়ার্স।

তিনি অপারেশন কুয়েত পুনর্গঠনে দায়িত্ব পালন করেন।



২৮/ শহীদ লেফটেন্যান্ট কর্নেল মো. সাইফুল ইসলাম।

এসি ।

তিনি রুয়ান্ডায় জাতিসংঘ সহায়তা মিশন পূর্ব তিমুরে জাতিসংঘ অন্তর্বর্তীকালীন সহায়তা মিশন , অপারেশন সার্ক বন্ধন এবং মালদ্বীপে প্রেরিত টাস্কফোর্সে দায়িত্ব পালন করেন।



২৯/ শহীদ লেফটেন্যান্ট কর্নেল মোঃ লুৎফর রহমান ।

পিএসসি ।

তিনি জর্জিয়ায় জাতিসংঘ পর্যবেক্ষণ মিশন ও পশ্চিম সাহারায় জাতিসংঘ মিশনে দায়িত্ব পালন করেন।



৩০/ শহীদ লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাজ্জাদুর রহমান ।

অর্ডন্যান্স ।

তিনি অপারেশন কুয়েত পুনর্গঠনে দায়িত্ব পালন করেন।



৩১/ শহীদ লেফটেন্যান্ট কর্নেল লুৎফর রহমান খান । এএমসি ।

তিনি লাইবেরিয়ায় জাতিসংঘ মিশনে দায়িত্ব পালন করেন।



৩২/ শহীদ মেজর মো. মকবুল হোসেন।

তিনি লাইব্রেরিয়ায় জাতিসংঘ পর্যবেক্ষণ মিশন ও আইভরিকোস্টে জাতিসংঘ মিশনে দায়িত্ব পালন করেন।



৩৩/ শহীদ মেজর মো. আব্দুস সালাম খান ।

তিনি মোজাম্বিকে জাতিসংঘ পর্যবেক্ষণ মিশন ও সুদানে জাতিসংঘ মিশনে দায়িত্ব পালন করেন।



৩৪/ শহীদ মেজর হোসেন সোহেল শাহনেওয়াজ ।

তিনি জাতিসংঘ ইরাক-কুয়েত পর্যবেক্ষণ মিশন ও আইভরিকোস্টে জাতিসংঘ মিশনে দায়িত্ব পালন করেন।



৩৫/ শহীদ মেজর কাজী মোছাদ্দেক হোসেন ।

তিনি লাইব্রেরিয়ায় জাতিসংঘ মিশনেও দায়িত্ব পালন করেন।



৩৬/ শহীদ মেজর আহমেদ আজিজুল হাকিম ।

তিনি কুয়েতে বাংলাদেশের কম্পোজিট ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন-৪-এ দায়িত্ব পালন করেন।



৩৭/ শহীদ মেজর মোহাম্মদ সালেহ ।

তিনি হাইতিতে জাতিসংঘ মিশন ও কঙ্গোতে জাতিসংঘ মিশনে দায়িত্ব পালন করেন।



৩৮/ শহীদ মেজর কাজী আশরাফ হোসেন।

তিনি সিয়েরা লিওনে জাতিসংঘ সহায়তা মিশন ও লাইবেরিয়ায় জাতিসংঘ মিশনে দায়িত্ব পালন করেন।

৩৯/ শহীদ মেজর মাহমুদ হাসান ।

তিনি কম্বোডিয়ায় জাতিসংঘ অন্তর্বর্তীকালীন মিশন ও জাতিসংঘ ইরাক-কুয়েত পর্যবেক্ষন মিশনে দায়িত্ব পালন করেন।



৪০/ শহীদ মেজর মুস্তাক মাহমুদ।

পিএসসি।

তিনি লাইবেরিয়ায় জাতিসংঘ মিশনের বাংলাদেশ সেক্টর সদর দপ্তরে দায়িত্ব পালন করেন।



৪১/ শহীদ মেজর মাহমুদুল হাসান ।

তিনি সিয়েরা লিওনে জাতিসংঘ সহায়তা মিশনে দায়িত্ব পালন করেন।



৪২/ শহীদ মেজর হুমায়ুন হায়দার।

পিএসসি ।

তিনি কঙ্গোতে জাতিসংঘ মিশনে দায়িত্ব পালন করেন।



৪৩/ শহীদ মেজর মোঃ আজহারুল ইসলাম ।

পিএসসি ।

তিনি জাতিসংঘ ইরাক-কুয়েত পর্যবেক্ষণ মিশনেও দায়িত্ব পালন করেন।

৪৪/ শহীদ মেজর মো. হুমায়ুন কবীর সরকার ।

তিনি জাতিসংঘ ইরাক-কুয়েত পর্যবেক্ষণ মিশন ও লাইবেরিয়ায় জাতিসংঘ মিশনে দায়িত্ব পালন করেন।



৪৫/ শহীদ মেজর মোঃ খালিদ হোসেন ।

তিনি জাতিসংঘ ইরাক-কুয়েত পর্যবেক্ষণ মিশন ও লাইবেরিয়ায় জাতিসংঘ মিশনে দায়িত্ব পালন করেন।



৪৬/ শহীদ মেজর মাহবুবুর রহমান ।

তিনি সিয়েরা লিওনে জাতিসংঘ সহায়তা মিশন ও লাইবেরিয়ায় জাতিসংঘ মিশনে দায়িত্ব পালন করেন।



৪৭/ শহীদ মোঃ মিজানুর রহমান ।

তিনি সিয়েরা লিওনে জাতিসংঘ সহায়তা মিশনে দায়িত্ব পালন করেন।



৪৮/ শহীদ মেজর মোহাম্মদ মাকসুম-উল-হাকিম ।

তিনি সিয়েরা লিওনে জাতিসংঘ সহায়তা মিশনে দায়িত্ব পালন করেন।



৪৯/ শহীদ মেজর এস এম মামুনুর রহমান।

এএমসি ।

তিনি কুয়েতে অপারেশন কুয়েত পুনর্গঠনে দায়িত্ব পালন করেন।



৫০/ শহীদ মেজর মোঃ রফিকুল ইসলাম।

এইসি ।

তিনি কঙ্গোতে জাতিসংঘ মিশনে লিগাল অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পালন করেন।



৫১/ শহীদ মেজর সৈয়দ মো. ইদ্রিস ইকবাল ।

তিনি অপারেশন কুয়েত পুনর্গঠনে (ওকেপি-১) দায়িত্ব পালন করেন। কুয়েত ছাড়াও তিনি সৌদি আরব, মিসর ওসাইপ্রাসে সরকারি সফর করেন।



৫২/ শহীদ মেজর আবু সৈয়দ গাযালী দস্তগীর।

এসি।

তিনি কঙ্গোতে জাতিসংঘ মিশনে দায়িত্ব পালন করেন।



৫৩/ শহীদ মেজর মুহাম্মদ মোশারফ হোসেন ।

তিনি কুয়েতে উম-আল গোয়াতী প্রজেক্টে দায়িত্ব পালন করেন।



৫৪/ শহীদ মেজর মোহাম্মদ মমিনুল ইসলাম সরকার।

এসি ।

তিনি সুদানে জাতিসংঘ মিশনে দায়িত্ব পালন করেন।



৫৫/ শহীদ মেজর মোস্তফা আসাদুজ্জামান।

এসি।

তিনি লাইবেরিয়ায় জাতিসংঘ মিশনে দায়িত্ব পালন করেন।



জাতিসংঘের শান্তিমিশন সহ বিভিন্ন দেশে কাজের এত বেশি অভিজ্ঞতা সম্পন্ন অফিসার আর বাংলাদেশে আসবে না। সেনা বাহিনী কে অভিজ্ঞতা ও মেধাহীন করার কাজ শেষ করা হয়। জাতির বীর সন্তানদের হারিয়ে আমরা এখন প্রশ্নবিদ্ধ বিচার দেখলাম।

বিষয়: বিবিধ

৪৩৯৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File