পিলখানার আর্তনাদকে হত্যা করছি বার বার .....

লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ০৫ নভেম্বর, ২০১৩, ০৩:৫৪:১১ দুপুর



পিলখানার বিডিআর হত্যাকান্ডের রায়ের সার সংক্ষেপ -

বিডিআর বিদ্রোহে সংঘটিত হত্যাকান্ডের ঘটনায় ডিএডি তৌহিদসহ ১৫৪ জনের মৃত্যুদন্ডাদেশ দিয়েছে আদালত। এছাড়া বিএনপি নেতা নাসির উদ্দিন পিন্টু ও আওয়ামী লীগ নেতা তোরাব আলীসহ ১৫৯ জনের যাবজ্জীবন কারাদন্ড হয়েছে। ২৬২ জনের সর্বনিম্ন ৩ থেকে ১০ বছর কারাদন্ড । বেকসুর খালাস পেয়েছেন ২৭১ জন।

জাতি জানতে পারলো না - নির্মম গণ হত্যার অপরাধের আসল নাটের গুরুদের নীলনকশা ।

ইতিহাস ক্ষমা করবে না। একদিন বেরিয়ে আসবে সব সত্য।

বিডিআর বিদ্রোহে হত্যা মামলার রায়। অল্পতে ফাসি। বিচারক বদল থেকে এক এক করে অনেক তদন্ত , অনেক কিছুর পর অবশেষে আরেক কষ্ঠ বুকে নিয়ে নিলাম আমরা।

২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দপ্তর পিলখানায় বিদ্রোহীদের (?) হাতে খুন হন ৫৭ জন সেনা-কর্মকর্তাসহ ৭৪ জন।

০৫ নভেম্বর,২০১৩ মঙ্গলবার বেলা ১২ টা ৩৫ মিনিটে পুরান ঢাকার আলিয়া মাদ্রাসা সংলগ্ন স্থানে স্থাপিত অস্থায়ী আদালতে মহানগর তৃতীয় দায়রা জজ ড. আক্তারুজ্জামান এ রায় পাঠ শুরু করেন।

নিহত সেনা কর্মকর্তাদের স্বজন যারা ছিলেন উপস্থিত : স্বজনদের মধ্যে বিডিআরের হাতে নিহত মৃত কর্নেল মুজিবুল হক, কর্নেল আনিসুজ্জামান, কর্নেল গাজী এমদাদুল হক, কর্নেল শামছুল আরেফিন, লে.কর্নেল ইনসাত ইবনে আমিন, লে.কর্নেল শামছুল আযম, লে. কর্নেল আবু আরিফ, মেজর মো. আবু ছালেহ, মেজর মোশারাফ হোসেনের স্ত্রীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। স্থান সংকুলন না হওয়ায় মাঠের বাইরে রাখা হয়েছে আত্মীয় স্বজনদের।

পিলখানা হত্যা মামলায় সাক্ষীর সংখ্যা ছিল এক হাজার দুই শতাধিক। এই সাক্ষীদের মধ্য থেকে রাষ্ট্রপক্ষে মামলা তদন্তকারী কর্মকর্তা সিআইডির বিশেষ পুলিশ সুপার আবদুল কাহার আকন্দসহ ৬৫৪ জন সাক্ষ্য প্রদান করেছেন। ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণকারী ২৭ জন তৎকালীন ম্যাজিস্ট্রেট সাক্ষ্য দিয়েছেন। তারা ৪৫৮ জন আসামির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়েছেন বলে আদালতকে জানান।

হাজার প্রশ্নের জবাবে উত্তর দেবে কে ?

রায় ?

অপারেশন ডাল-ভাত' এর জন্য এই নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়েছে ?

সেনা অফিসারদের স্ত্রী কন্যারা গণহারে ধর্ষিত হয়েছে, সে টা কি বিডিআর বিদ্রোহ ছিল?

বিদ্রোহ হলে কোনো দাবী দাওয়া পেশ বা কাউকে জিম্মি করার ঘটনা ঘটেনি কেনো ?

পিলখানা হত্যাকাণ্ডের রায়ে কাদের ফাসি হওয়ার কথা আর হলো কাদের ?

বেছে বেছে সত্যিকারের আসল তথ্য জানে এমন লোকগুলোকে ফাঁসি ?

তার পর ?

সব হজম ?

বিষয়: বিবিধ

২৩২২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File