মিডিয়ার একাল সেকাল - বন্ধ থাকুক বিবেকের কলম।

লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ৩০ অক্টোবর, ২০১৩, ০৬:৩৮:০৩ সন্ধ্যা

লিখতে হলে চাটুকারিতা করতেই হবে , নইলে বন্ধ। মনে নাই আওয়ামীলীগের আমলে সব বন্ধ করেছিল স্বাধীনতার পরেই মাত্র কয়টা চালু ছিল সেটা সবার জানা।

২০০৯ সালে আওয়ামীলীগের সরকার ঘটনের পর হামলা শুরু মিডিয়ার উপর।

আওয়ামীলীগের মহাজোটের আমলে ৫০ টি পত্রিকার প্রকাশনা ও ৩ টি টিভি টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দেয়া হয় । ঢাকার বাইরে থেকে প্রকাশিত আড়াইশ সংবাদপত্রের প্রকাশনা বন্ধ হয়ে যায় । বন্ধ হয়ে যাওয়া পত্রিকাগুলোর মধ্যে দৈনিক আমার দেশ’ ও স্থান পায়।

বন্ধ করে দেয়া টিভি চ্যানেলগুলোর হলো চ্যানেল ওয়ান, দিগন্ত ও ইসলামিক টিভি।

ঢাকার বাইরের বন্ধ হয়ে যাওয়া পত্রিকাগুলোর মধ্যে বিশেষ ভাবে উল্লেখ যোগ্য হলো - ‘দৈনিক আলোকিত চাঁদপুর’, সাপ্তাহিক শাহরাস্তি’, ‘ ‘বাজার’,’ যমুনা সেতু’, ‘দৃষ্টিপাত’, ‘গণসংহতি’, ‘দৈনিক অজানা বার্তা’, ‘সাপ্তাহিক তদন্ত প্রতিবেদন’, ‘জাগো মুজাহিদ’, ‘আল-হুদা’, ‘দৈনিক আমার চাঁদপুর’, সাপ্তাহিক চাঁদপুর কাগজ’, ‘সাপ্তাহিক দিবাচিত্র’, ‘সাপ্তাহিক মতলবকণ্ঠ’, ‘সাপ্তাহিক রূপালী চিত্র’, দৈনিক দিনের খবর’, ‘সাপ্তাহিক পানগুছি’, ‘পাক্ষিক মোড়েলগঞ্জ বার্তা’, ‘সাপ্তাহিক অজানা খবর’, ‘সাপ্তাহিক বিপ্লবী বাংলাদেশ’ ও ‘পাক্ষিক চাঁদনগর’ ‘দৈনিক মতলবের আলো’, ‘ ইত্যাদি।

গণতন্ত্রকে কবর দিয়ে এখন চলছে আহাজারি। শেষ হবে না। চলতে থাকবে। এর পর ও আওয়ামীলিগ দাবি করে তারা গণতন্ত্রে বিশ্বাসী !!!

বিষয়: বিবিধ

১৪২২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File