রক্তাক্ত ২৮ অক্টোবর '০৬। তাদের কি এমন অপরাধ ছিল ?

লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ২৮ অক্টোবর, ২০১৩, ০৮:০৯:০৪ রাত

খুনিরা যে দলের হোক তার বিচার হবে। এই সস্থা বক্তব্য এখন দুর্গন্ধ মনে হয়।

যাদের তাজা রক্তের উপর দাড়িয়ে রাজনীতি করেন , উনাদের বিবেক অনেক আগেই মরে গেছে।

হাহা কার নিয়ে পথ চলবে যারা চলে গেলেন তাদের পরিজনেরা।

নির্দেশ দেয়া হলো - লগি বৈঠা নিয়ে আসতে হবে। এলো। শুরু হলো তান্ডব। ঘটে গেলেও দানবীয় ঘটনা। রাজপথে হলো হত্যা /



আর তাদের বাঁচিয়ে রাখা হলো না। .....

এ কেমন নিষ্ঠুর , নির্মম তান্ডব

এমন অপরাধ করলো এরা - পিঠিয়ে লাশ রাজপথে



তাদের কি বেছে থাকার অধিকার ছিল না ? তারা কি সুন্দর জীবনের জন্যে বেচে থাকতে পারে না ?

হাহাজারী করে যাবে কি তাদের আত্মা /

রাজপথে মানবতা আর কত লাঞ্চিত হবে। আর কত রক্তের হেলি খেলা হবে ?

বিবেকের কাঠগড়ায় দাড়াতেই হবে

যারা মৃত্যু নগরীতে পরিনত করেছে তারা কি একবার ও বিবেক কে জিগ্যেস করে না ?

ভোটের রাজনীতির কারণেই শুধু হত্যা হয় নাই , এর পিছনে আগ্রাসী শক্তি রয়েছে। কিন্তু সেই লগি বৈঠা র নির্দেশ কেন দেয়া হয়। এই প্রাণ হানির দায় কে নেবেন ?

জানতে ইচ্ছে করে আজ যারা ক্ষমতায় যেতে , থাকতে মরিয়া। তারা কি ভুলে গেলেন এই গণ হত্যা ?

একটি স্বাধীন দেশে লগি বৈঠার ডাক দিয়ে রাজপথে গণ হত্যার বিচার হবে না জানি , তার পর ও এর একটা কিছু হবে কি ?



বুকে কষ্টের পাথর নিয়ে আজ অপেক্ষায় আছে তাদের পরিজন। তাদের প্রশ্ন একটি দেশে কোনো নাগরিক দের এমন করে ডাক দিয়ে গণ হত্যার বিচার কেন মানবাধিকার লঙ্গনের অপরাধ নয় ?

আর কত দেরী পাঞ্জেরী ,,,,,,,,,

আর কত তাজা রক্তের লাল রঙ্গে কালো অন্ধকার দূর হবে ? কেন এদের বিচার হবে না ? কেন নির্দেশ দাতার বিচার হবে না ? কেন লগি বৈঠা দিয়ে রাজপথে হত্যা কে গণ হত্যার অপরাধে বিচার হবে না ?

বিষয়: বিবিধ

২১৯২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File