বোমা মনে হয় রাগ করছে। তাই বিস্ফোরিত হলো....

লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ২৬ অক্টোবর, ২০১৩, ১১:৪৫:০০ সকাল

ইসি শাহনেওয়াজের বাসার সামনে ককটেল বিস্ফোরণ

আবার কিছু মন্ত্রীদের বাসার সামনে গায়েবী ককটেল বিস্ফোরণ ঘটে।

কিন্তু কারা এরা ?

এখন শুধু জামাত , শিবির সহ সমমনা দলের উপর দায়বার চাপিয়ে দেয়ার ষড়যন্ত্র নয় কি ?

যেমন ছুট্ট একটা উদাহরণ দেখুন --

বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আ.লীগ কর্মীরা আহত।

খবরটা হুবহু ..

http://www.rtnn.net//newsdetail/detail/1/4/72266#.UmtVeKM_qM-

ঝিনাইদহ: স্থানীয় আওয়ামী লীগের কর্মীরা বোমা বানাতে গিয়ে তা বিস্ফোরিত হলে শুক্রবার রাতে ঝিনাইদহের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আবাসিক এলাকায় বেশ ক’জন আহত হয়েছ।

এলাকাবাসী জানায়, বোমার স্প্রিন্টারে সাব্বির ও ফয়সালসহ আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

র‌্যাব-৬ এর সদস্যরা এ ঘটনায় সাব্বির নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

ঝিনাইদহ সদর থানার ডিউটি অফিসার রাশিদা খাতুন জানান, সাব্বির বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মচারী আলমের ছেলে।



মন্দির ভাঙ্গা , শহীদ মিনার ভাঙ্গায় হাতে নাতে ধরা পরে করা সেটা তো বহু পত্রিকায় এলো। সাথে সাথে তাদের পাগল , মানসিক রোগী বলে চালিয়ে দিলো। কিন্তু তখন ও ওই সব অপরাধীরা আওয়ামী লীগের কমিটির নেতা কর্মী ছিল।

ডিজিটাল বোমা গুলোও দেখি রাগ করে !!!!

বিষয়: বিবিধ

১১৯৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File