১৯৯৬ ও ২০০১ সালের তত্ত্বাবধায়ক সরকারের কারা ছিলেন ওই দুই তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা?

লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ২১ অক্টোবর, ২০১৩, ০৮:৪৪:৫৮ রাত

বিরোধীদলীয় নেত্রী এই দুই সরকারের ২২ জন উপদেষ্টার মধ্য থেকে ১০ জনকে প্রস্তাবিত নির্বাচনকালীন সরকারের জন্য নাম প্রস্তাবের আহ্বান জানিয়েছেন। তবে এই দুই সময়ে দায়িত্বপালনকারী উপদেষ্টাদের কয়েকজন বর্তমানে জীবীত নেই।

১৯৯৬ সালের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান।

এ সময়ের বাকি ১০ উপদেষ্টা হলেন সৈয়দ ইশতিয়াক আহমেদ, প্রফেসর মুহাম্মদ ইউনূস, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আবদুর রহমান খান,

ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ,প্রফেসর মো. শামসুল হক, সেগুফতা বখত চৌধুরী, এ জেড এ নাসিরউদ্দিন, সৈয়দ মঞ্জুর এলাহী, ড. নাজমা চৌধুরী, ও ড. জামিলুর রেজা চৌধুরী।

২০০১ সালের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন বিচারপতি লতিফুর রহমান।

এ সময়ের বাকি ১০ উপদেষ্টা হলেন- সৈয়দ ইশতিয়াক আহমেদ, বিচারপতি বিমলেন্দু বিকাশ রায় চৌধুরী, এ এস এম শাহজাহান, এ কে এম আমানুল ইসলাম চৌধুরী, এম হাফিজ উদ্দিন খান, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার প্রফেসর আবদুল মালেক, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মইনুল হোসেন চৌধুরী ,সৈয়দ মঞ্জুর এলাহী, আবদুল মুয়ীদ চৌধুরী,ও রোকেয়া আফজাল রহমান।

বিরোধী নেত্রীর তার প্রস্তাবে বলেন, বিগত ১৯৯৬ ও ২০০১ সালের তত্ত্বাবধায়ক সরকারের ২০ জন উপদেষ্টার মধ্য থেকে আওয়ামী লীগ ও বিএনপি পাঁচজন করে নাম প্রস্তাব করবে। আর সবার সাথে আলোচনা করে একজন সম্মানিত ও গ্রহণযোগ্য ব্যক্তিকে ওই সরকারের প্রধান হিসাবে নির্বাচন করা হবে।

বিষয়: বিবিধ

১২২৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File