নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ’৯৪-৯৬ সালের আওয়ামী লীগের আন্দোলন

লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ২০ অক্টোবর, ২০১৩, ১২:২৮:৫৩ দুপুর

* দাবি আদায়ে ১৭১টি হরতাল পালন

* ট্রেন-বাস-তেলবাহী জাহাজে আগুন

* প্রধানমন্ত্রীর গাড়িতে বোমা হামলা

* গার্মেন্ট তরুণীদের লাঞ্ছিত করা

* ৭ এপ্রিল, ১৯৯৪ সরকারের পদত্যাগের দাবিতে ঢাকায় সচিবালয় ঘেরাও

* ১৯৯৪ সালের ২৪ জানুয়ারি হোটেল সোনারগাঁওয়ে বিনিয়োগ সম্মেলন থেকে ফেরার পথে ফার্মগেটের কাছে তত্কালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা করে বোমা বিস্ফোরণ ঘটানো হয়।

অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের গাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়ে আওয়ামীলীগের কর্মীরা ।

* ১৯৯৪ সালের ১২ ফেব্রুয়ারি শ্রমিকদের ৯৬ ঘণ্টার হরতালে সংঘর্ষে ৩ জন নিহত হয়।

* ২৮ ডিসেম্বর ১৯৯৪, বিরোধী দলীয় ১৪৭ জন সদস্য সংসদ থেকে পদত্যাগ করেন।

* ২৬ মার্চ ১৯৯৫ ঢাকা অবরোধ

* ১৯৯৫ সালের ২-৩-৪ জানুয়ারি ঢাকায় হরতাল ও ২৩ জানুয়ারি টিভি ভবন ঘেরাও করা হয় এবং অবরোধকালে আদমজীতে একজন নিহত হয়।

* ১৬ সেপ্টেম্বর ১৯৯৫ থেকে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা, সংসদ বাতিল ও সরকারের পদত্যাগের দাবিতে ৭২ ঘণ্টার হরতাল

* ১৯৯৫ সালের ২৭ আগস্ট আ’লীগ নির্বাচন কমিশন অফিস ঘেরাও করলে সংঘর্ষে একজন নিহত ও শতাধিক আহত হয়।

* লাগাতার ৯৬ ঘণ্টা,

* ২টি ৭২ ঘণ্টা এবং ৫টি ৪৮ ঘণ্টার হরতাল ডাকা হয়।

* ৭ অক্টোবর ১৯৯৫ পাঁচ বিভাগীয় শহরে ৩২ ঘণ্টার হরতাল পালন করা হয়।

* ১৬ থেকে ২০ অক্টোবর ৯৬ ঘণ্টাব্যাপী হরতাল ডাকা হয়।

* ৬ নভেম্বর সকাল-সন্ধ্যা সড়ক-রেল-নৌপথ অবরোধ করা হয়।

* ৪ ডিসেম্বর মীরপুরে একটি যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা মেরে আগুন ধরিয়ে দেয় আওয়ামী লীগের কর্মীরা । এতে ১১ জন যাত্রী পুড়ে কয়লা হয়ে যায়।

* একটি প্রাইভেট অফিসের একজন কর্মচারীকে জামা-প্যান্ট খুলে নিয়ে দিগম্বর করে আলম নামে এক ছাত্রলীগ কর্মী।

* থানা আক্রমণ, কর্মচারীদের উলঙ্গ করা

* হরতাল চলাকালে আওয়ামী লীগের কর্মীদের প্রধান শিকার ছিলেন পথচারী মহিলা। কয়েক স্থানে এদের হাতে মহিলারা প্রহৃত ও লাঞ্ছিত হন। মীরপুরে সকাল ৯টায় তরুণীরা গার্মেন্টে যাওয়ার সময় ৩ মহিলা শ্রমিকের ওড়না খুলে নেয়।

* ১৯৯৪ সাল থেকে কেয়ারটেকার আন্দোলনে নিহত হয় মোট ৮২ জন ।

* ১৯৯৬ সালের১৭ মার্চ চট্টগ্রামে তেলবাহী জাহাজে বোমা নিক্ষেপ করে আওয়ামী লীগ কর্মীরা। সে সময় কয়েক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়।

* ১৯৯৬ সালের নির্বাচনে তত্কালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া যেখানেই নির্বাচনী সফরে গিয়েছিলেন সে জেলাতেই হরতাল ডাকা হয়েছিল। এসব কর্মসূচিতে ব্যাপক ভাংচুর, বোমাবাজি, ককটেল নিক্ষেপ, অগ্নিসংযোগ এবং গোলাগুলীর ঘটনা ঘটে। চরম অরাজকতা সৃষ্টি হয়।

................।

সূত্র -দৈনিক সংবাদে প্রকাশিত রিপোর্ট

১৯৯৪ সাল থেকে ১৯৯৬ সালের পত্রিকা দেখলেই এমন অনেক ঘটনা জানা যাবে।

বিষয়: বিবিধ

২০৫৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File