টকশো চেতনার এই লোকটি কি বলে ?

লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ০৮ অক্টোবর, ২০১৩, ০৫:৩৫:১৬ বিকাল

মিস্টার আরাফা তের স্টেটাস হবহু এই রকম --

আমি এই প্রজন্মের একজন মুক্তিজদ্ধা। মুক্তিযোদ্ধা তারাই যারা মুক্তিযুদ্ধের চেতনা কে ধারন করে। ১৯৭১ সালে যারা অস্ত্র হাতে তুলে নিয়েছিল তাদের সবাই কি মুক্তিযোদ্ধা ? কেউ কেউ আছে মুক্তিযোদ্ধা By Accident। যারা মুক্তিযোদ্ধা By Choice তারাই আসল মুক্তিযোদ্ধা। যাদের ‘জয় বাংলা’ কে আলিঙ্গন করতে কষ্ট হয় আমি তাদের মুক্তিযোদ্ধা মানি না, তারা মুক্তিযোদ্ধা By Accident। যারা কথাই কথাই নিজেদের মুক্তিযোদ্ধা দাবী করেন কিন্তু আমার এই কোথাটি মানতে কষ্ট হচ্ছে তারা জানবেন, আপনারা ভণ্ড মুক্তিযোদ্ধা। ‘জয় বাংলা’

লিখার স্কিন শট -



মিস্টার আরাফাতের স্টেটাস হবহু এই রকম --



মিস্টার আরাফা তের স্টেটাস হবহু এই রকম --

Sajeeb Wazed Joy on 3G in Bangladesh

ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা সজীব ওয়াজেদ জয় আপনার জন্য বাংলাদেশের তরূণরা আজ 3G পেল।

আপনার প্রতি আমাদের অসীম কৃতজ্ঞতা।



null

Don't Tell Anyone

বাওতাবাজির একটা সীমা থাকা দরকার। আরেকটি কথা জয় বাংলার সাথে মুক্তিযোদ্ধার কোনো মিল থাকতে পারে না। মুক্তিযোদ্ধে গ্রামের সহজ সরল মানুষেরা বেশি ছিলেন। সবাই যে যার ধর্ম কর্ম করে মুক্তিযোদ্ধের লড়াইয়ে যেতেন।

আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হয়ে এই আরাফাতকে এবং তাদের মত মুক্তিযোদ্ধের পক্ষ দাবীদার কোনো বিশেষ গুষ্টির প্রতারকদেরকে জানাই অন্তর থেকে ঘৃনা। কারণ দেশের ৯৯ ভাগ মানুষ তখন মুক্তিযোদ্ধের পক্ষের ছিলেন।

এখন আবার কিসের মুক্তি যোদ্ধ ?

কার সাথে মুক্তিযোদ্ধ ?

মিস্টার আরাফাতকে বলছি - তার পিতা , দাদা , নানা কেউ কি মুক্তিযোদ্ধে গিয়েছিলেন ?

এখন আর কত নব্য মুক্তিযোদ্ধার নাম দিয়ে প্রতারণা করবেন ?

কথায় কথায় দেশে কি তাহলে মুক্তিযোদ্ধ হয় ?

আমার জানা মতে -

মিস্টার আরাফাতকে চিনেন ?

আওয়ামী লীগের বেতনভুক্ত টকশো বক্তা।

শেখ হাসিনা পুত্র জয়ের বন্ধু।

অভিনেত্রী শমী কায়সারের তালাক প্রাপ্ত তিন নম্বর স্বামী এই আরাফাত।

বিষয়: বিবিধ

১৯৬০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File