সরকার প্রমান করলো-ট্রাইব্যুনালের চূড়ান্ত রায় বাহিরে থেকে লিখে আনা হয়।

লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ০৩ অক্টোবর, ২০১৩, ০২:৫৯:৪৩ রাত

রাইব্যুনালের চূড়ান্ত রায় আইন মন্ত্রনালয়ে কেন কমপোজ করা হয় ?

আদালতের বিচারকেররা কি তাহলে আদালতের বাহিরের লোকদের লিখা রায় পড়ার জন্যে ট্রাইব্যুনালে বসে আছেন ?

বেলজিয়াম প্রবাসী আইনজীবী ড. আহমেদ জিয়াউদ্দিনের স্কাইপি সংলাপের পর আবার ও প্রমানিত হলো।এবং এবার ও ট্রাইব্যুনালের রেজিস্টার নাসির উদ্দিন মোল্লা। শাহবাগ থানার জিডি নাম্বার - ৮৫ / ০২/১০/২০১৩।



স্বীকার করলেন ট্রাইব্যুনালের চূড়ান্ত রায় আইন মন্ত্রনালয়ে কমপোজ করা হয়।

ট্রাইব্যুনালের চূড়ান্ত রায় ঘোষণার আগের রাতে অনলাইন সংবাদ মাধ্যমে এর কপি হুবহু প্রকাশ হওয়া নিয়ে দেশে-বিদেশে তোলপাড় সৃষ্টি হয়েছে। রায় ঘোষণার পর দেখা গেছে প্রকাশিত রায়ের সঙ্গে ট্রাইব্যুনালের ঘোষিত রায় মিল গেছে।

কয়েকটি সংবাদ মাধ্যম দাবি করেছে, আইন সচিবের দপ্তরের কম্পিউটারে রায়ের এ কপি রক্ষিত ছিল। তবে আইন প্রতিমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম এমপি ও আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক উভয়ই দাবি করেছেন, সালাহউদ্দিন কাদের চৌধুরীর ট্রাইব্যুনালের রায়ের সঙ্গে আইন মন্ত্রণালয়ের কোন সম্পর্ক নেই। এটর্নি জেনালের বলেছিলেন - ট্রাইব্যুনালের চূড়ান্ত রায় ঘোষণার আগের রাতে অনলাইন সংবাদ মাধ্যমে এর কপি হুবহু প্রকাশ , প্রশ্নই আসে না।

তাহলে থানায় কেন জিডি ?

শাহবাগ থানার জিডি নাম্বার - ৮৫ / ০২/১০/২০১

রায় ফাঁসের অভিযোগে জিডি করল ট্রাইব্যুনাল

http://www.ittefaq.com.bd/index.php?ref=MjBfMTBfMDJfMTNfMF8wXzNfNzU4OTY=

বাদী -ট্রাইব্যুনালের রেজিস্টার নাসির উদ্দিন মোল্লা।

ইকনমিস্টের পর এবার নতুন করে ফাসের ঘটনায় -

ট্রাইব্যুনাল-১ এর সদস্য বিচারপতি জাহাঙ্গীর হোসেন বলেন, 'আইন মন্ত্রণালয় থেকে রায় প্রকাশ হওয়ার যে ঘটনা প্রকাশ হয়েছে তার পিছনে বড় ধরনের 'ইনভেস্টমেন্ট' রয়েছে। এটা এক ধরনের ষড়যন্ত্র। এ ধরনের ঘটনা দুঃখজনক।



http://www.ittefaq.com.bd/index.php?ref=MjBfMTBfMDJfMTNfMF8wXzNfNzU4OTk

নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীকে মৃত্যুদণ্ড দিয়ে ঘোষিত রায়ের খসড়া কপি রায় প্রদানের আগেই ফাঁস হয়েছে বলে স্বীকার করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার একেএম নাসিরউদ্দিন মাহমুদ। -

যুগান্তর - লিংক http://www.jugantor.com/first-page/2013/10/03/32348

প্রকাশ করা রায় নিয়ে কথা বললেই কি জাজমেন্টের বান্ডিল হয়ে যায় ?

সরকারের আইনজীবিরা আসলে কি সেটা একটু দেখুন --প্রসিকিউটর জেয়াদ আল মালুম বলেন, গতকাল রায় ঘোষণার পর সাকা চৌধুরীর স্ত্রী, ছেলে ও আইনজীবীরা কতগুলো জাজমেন্টের বান্ডিল হাতে নিয়ে মিডিয়ার সামনে প্রচারণা চালিয়েছেন। এ ধরনের প্রচারণা চালানোর জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি।

http://www.ittefaq.com.bd/index.php?ref=MjBfMTBfMDJfMTNfMF8wXzNfNzU4OTk=

কার ফাসি হবে ? কেন হবে ? এরা কি বিচার করতে চায় ? জাতি এখন সেই প্রশ্নই খোজবে।

বিষয়: বিবিধ

১৮৬৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File