মাতাল অবস্থায় পুলিশের অস্ত্র নিয়ে টানাহেঁচড়া-এমপি পুত্র গুলিবিদ্ধ -
লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ১২ সেপ্টেম্বর, ২০১৩, ১১:৪৬:৫৩ সকাল
বগুড়ায় মাতাল অবস্থায় পুলিশের অস্ত্র নিয়ে টানাহেঁচড়া করার সময় গুলিবিদ্ধ হয়েছেন সংরক্ষিত আসনের সরকার দলীয় এমপি খাদিজা খাতুন শেফালীর পুত্র ইমন(২৬)।
বুধবার দিবাগত রাত দেড়টায় বগুড়া শহরে পিটিআই মোড়ে এই ঘটনা ঘটে। ঘটনার পর বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করছে দুই পক্ষ।
বুধবার দিবাগত রাত দেড়টার দিকে এমপি পুত্র ইমন মাতাল অবস্থায় বেপরোয়া প্রাইভেট কার চালিয়ে শহরের শেরপুর রোড দিয়ে যাচ্ছিলেন। পিটিআই মোড়ে টহল পুলিশ তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করে।
এ সময় ইমন উত্তেজিত হয়ে পুলিশের পোশাক ধরে টানা হেচড়া করে। একপর্যায় এক পুলিশ কনস্টেবলের শর্টগান কেড়ে নেয়ার চেষ্টা করলে পুলিশ এক রাউন্ড গুলি করে। এতে গুলিবিদ্ধ হয় ইমন। গুলিটি তার ডান পায়ে বিদ্ধ হয়।
ঘটনার পর পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা ও এমপি শেফালী ঘটনাস্থলে ছুটে আসেন।
এমপি শেফালীর অনুরোধে পুলিশ তাকে ছেড়ে দিলে গুলিবিদ্ধ অবস্থায় ইমনকে হাসপাতালে না নিয়ে শহরের কলোনিস্থ বিএমএ’র সভাপতি ডাঃ মোস্তফা আলম নান্নুর মালিকাধীন ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখানে ইমনের পা থেকে গুলি বের করে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়।
Last Drama - পুলিশের পক্ষ থেকেও ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করা হচ্ছে। তবে বগুড়া সদর থানার ওসি সৈয়দ সহিদ আলম জানান, পুলিশের সাথে এমপির ছেলে ইমনের ভুল বোঝাবুঝি হয়। -
মনে হয় - বেচারা পুলিশ চেতনার কথা ভুলে এই কাজটি করছে । ১২ সেপ্টেম্বর, ২০১৩
Source -
See more at: http://www.sheershanews.com/2013/09/12/2451#sthash.e0Rad0Cm.dpuf
বিষয়: বিবিধ
১৩১৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন