কবর থেকে মন্দির -বাড়ি ও গোডাউন

লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ২৩ আগস্ট, ২০১৩, ১০:৩০:৩১ রাত



এ চিত্র ময়মনসিংহের ফুলবাড়িয়ায়। কবর দখলের পাশাপাশি দখল নেয়া হয়েছে মন্দিরের জায়গাও। সেখানে নির্মাণ করা হয়েছে বড় গোডাউন। এই এই কাজ গুলো অস্ত্রধারী পুলিশ পাহারায় করেছেন সরকার দলীয় এমপি এডভোকেট মোসলেম উদ্দিন।

১০০ বছরের পুরনো ফুলবাড়িয়া কেন্দ্রীয় কালী মন্দিরটির অবস্থান উপজেলার পশ্চিম বাজারে। এক সময় ৭৪ শতাংশ জায়গার ওপর ছিল মন্দিরটি। বর্তমানে তা মাত্র ১১ শতাংশে এসে পৌঁছেছে।জায়গা দখল করে নিয়েছেন এমপি মোসলেম উদ্দিনের স্ত্রী হাসিনা উদ্দিন। রাত-দিন ২৪ ঘণ্টা মিস্ত্রিরা পালাক্রমে নির্মাণকাজ করে মাত্র ২০ দিনের মধ্যে ওই জায়গায় নির্মাণ করা হয় বড় গোডাউন।

সরকারি খাসজমির ওপর থাকা কবর দখল করে বাড়ি নির্মাণ করেছেন এমপি’র স্ত্রী।টানা দুই বছর বাড়িটি নির্মাণ করা হয়েছে কঠোর পুলিশি পাহারায়। নির্মাণকাজের সময় চেয়ার নিয়ে বসে থাকতেন এমপি’র স্ত্রী। চারপাশে থাকতো অস্ত্রধারী পুলিশ

বিস্তারিত জানার জন্যে লিংক....।

http://www.mzamin.com/details.php?nid=Njc3MjI%3D&ty=MA%3D%3D&s=MTg%3D&c=MQ%3D%3D

এত কিছুর পর ও তেমন নড়া চড়া নাই , কারণ বিশেষ চেতনা বাস্থবায়ন নয়কি ?

বিষয়: বিবিধ

৯৯৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File