‘সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলি’ হিসেবে বিচার তাহলে আগামি দিনের আদালত ?
লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ১৫ জুলাই, ২০১৩, ০৬:৫১:৪১ সন্ধ্যা
আদালত রায়েতে বললেন - ‘প্রত্যক্ষভাবে অধ্যাপক গোলাম আযম কোনো অপরাধের সঙ্গে জড়িত না থাকলেও ‘সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলি’ হিসেবে তিনি ওই সময়ে সারা দেশে তার দলের নেতাকর্মীদের কর্মের দায় এড়াতে পারেন না। কারণ এসব অপকর্মের জন্য তিনি তাদের নিষেধ বা শাস্তি দেননি।’
৪০/৪২ বছর পর যোদ্ধ অপরাধীর বিচার হচ্ছে , আজ যে রায় হলো , তা দেখে মনে একটা চিন্তা , এটা একটা আতংকের বিষয় ও আশঙ্খার জন্ম হলো ,
যদি কোনো দিন আদালতের কাঠগড়ায় বর্তমান প্রধান মন্ত্রীকে দাড়াতে হয় তাহলে !!!
‘সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলি’ হিসেবে শেখ হাসিনার যদি বিচার হয় তাহলে রায় কেমন হবে -
মনে করেন ৭০ জন সেনা অফিসারকে হত্যার জন্যে যদি ফাসি না হয় তাহলে,
অন্য রায় কেমন হবে -
৭০ X ১৪ = ৯৮০ বছর
আরো জাতীয় ৫ জন বীর মুক্তিযোদ্ধাকে হত্যার জন্যে
ফাসি আর না হয় ৫X ১৪ = ৭০ বছর জেল
লগি বৈঠা থেকে শুরু করে সোনারগাও হোটেল প্রাঙ্গনে
( শেখ সেলিমের ভিডিও জবান বন্দী অনুযায়ী )
এবং হাজার হাজার মানুষ হত্যা গুম
মনে করেন ২৫০০ হত্যা X ১৪ = ৩৫০o০ বছর
আবার হেফাজতের আরো প্রমান সহ
২০০০ X ২৮০০০ বছর
শেখ হাসিনার - ( ছাত্রলীগ ,যুবলীগ, আওয়ামীলীগ ) দ্বারা হত্যাকান্ড......
যদি ১০০০ হয় তাহলে - ১০০০ X ১৪ = ১৪০০০
তাহলে রায় তা হবে = ৫০, o৫০ বছর জেল হবে
প্রমান এখন যেমন , আগামীতে তেমন হবে না,
সব পরিষ্কার হবে ( সব কিছুর ভিডিও দেয়া হবে, সংবাদ পত্র , দেশী বিদেশী তথ্য )
বিষয়: বিবিধ
১৩৪২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন